তাওহীদ, রিসালাত, আখিরাত এর নিউজ পেপারের নাম আল কোরান !!

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৬ জানুয়ারি, ২০১৬, ১০:২০:৪৪ সকাল





আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু ।

আলহামদুলিল্লাহ । আলহামদুলিল্লাহ । আলহামদুলিল্লাহ ।

যেই দেশে গাছ নেই তাদের কাছে সরিষা গাছ হয় বৃক্ষ । আমার হল সেই দিন সেই অবস্থ্যা ।এস এস সি পরীক্ষার্থী মায়েরা উনাদের দীর্ঘ ১০ বছরের জমানো আমল গুলো আল্লাহর কাছে জমা দিয়ে সন্তানের সন্মানিত ফলাফল পাবার জন্য পেশ করবেন । আমাকে দোয়ার মাহফিলে মুনাজাতের মাধ্যমে তা পেশ করার জন্য এক বোনের অনুরোধ করলেন।

আমি প্রথম থেকেই বলে আসছিলাম আল্লাহর কাছে যে যখন যে ভাবে যা চায় তা আল্লাহর কাছে সাথে সাথে চলে যান।কে শুনে কার কথা।আমি আল্লাহর সাহায্য চেয়ে গেলাম সেই নাম করা স্কুলের নামকরা অভিভাবক বোনদের কাছে । মুনাজাতের জন্য প্রধান শিক্ষক একটা খালি ক্লাস রুম দিয়ে দিলেন।

আলহামদুলিল্লাহ। পুরা ক্লাস রুমই ভরে গেল। হতাশায় নেতিয়ে পড়া ৬০/৭০ জন অভিভাবক মায়েরা আসল । কোরানের জন্য হলে দিতেন না।শয়তানের শয়তানি নফলে খুশি করা। অনেক মুসলমান মুনাজাত মিলাদ দোয়া জিকির এর জন্য সব ত্যাগ করতে পারেন।

আমি উনাদের বুঝালাম- আল্লাহ আমাদের অতি নিকটবর্তী। তাওহীদ রিসালাত আখিরাত এর নিউজ পেপারের নাম আল কোরান এই দিকগুলো আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র জ্ঞান দিয়ে তুলে ধরতে প্রানপন চেষ্টা করলাম ।কারন আমি মাদের পেরেশানি ,সন্তানের প্রতি ভালবাসা ও দুনিয়াতের সন্তান কে সন্মানিত স্থানে প্রতিষ্টিত করার প্রতিযোগিতা এই সব কিছু সর্বশক্তি মান আল্লাহর হাতে নিহিত ।তাই বুঝালাম প্রভুর সন্তুষ্টির মাঝে তিনি আমাদের দুনিয়ার সকল কল্যান ও আখিরাতের চুড়ান্ত সফলতা দান করবেন ইনশাল্লাহ ।

"হে মুহাম্মাদ! বলে দাও, “হে লোকেরা! তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসে গেছে। এখন যারা সোজা পথ অবলম্বন করবে তাদের সোজা পথ অবলম্ব তাদের জন্যই কল্যাণকর হবে। এবং যারা ভুল পথ অবলম্বন করবে তাদের ভুল পথ অবলম্বন তাদের জন্যই ধ্বংস কর হবে। আর “আমি তোমাদের ওপর হাবিলদার হয়ে আসেনি।" হে নবী! তোমার কাছে অহীর মাধ্যমে যে হেদায়াত পাঠানো হচ্ছে তুমি তার অনুসরণ করো। আর আল্লাহ‌ ফায়সালা দান করা পর্যন্ত সবর করো এবং তিনিই সবচেয়ে ভালো ফায়সালাকারী।সুরা ইউনুস ১০৮-১০৯

আপনি যখন দুনিয়ার মালিক সর্বশক্তিমান আল্লাহকে প্রেম প্রীতি ভালবাসা আবেগ আকর্ষন ,চাওয়া পাওয়া লাভ লোকসান সব কিছুর কেন্দ্রস্থল আপনার হৃদয়ের স্থান দিবেন তখন সারা দুনিয়ার আর কোন কিছুর থেকে ভালবাসা পাবার আশায় আপনাকে কাতর পেরেশান হতে হবে না। এমন কি যে সব ক্ষনস্থায়ী ভালবাসার মোহে পড়ে আপনি চিরসবথায়ী ও চিরঞ্জীব ভালবাসা হারাতে বসেছেন তাদের কথাও আল্লাহর প্রেমে আপনি ভুলে যাবেন ।

আল্লাহ আমাদের অতি নিকটে আমার হৃদয় ক্কাবায় আছেন বসে তাই উনাকে ডাকার মাঝে উনার আদেশ পালনের মাঝে উনার দেওয়া সিরাতুল মুস্তাকিমের পথে চললে এতো শান্তি।মনে হয় এক পশলা রহমতের বৃষ্টি হঠাৎ তপ্ত সাহারা শীতল করে দিয়ে দিল । আপনার হৃদয় তখন অনুতপ্ত অতীতের ভুলের জন্য , আপনার হৃদয় বিগলিত অতীতের না মানা আইন লঙ্গনের জন্য । আপনার নরম হার্ড নামের টিলা থেকে হিমালয়ের ঝর্ণা বইছে নয়ন নেত্র নহর বয়ে যাবে। আমি সেটাই দেখেছি । আপনার নয়নের বারিধারায় প্রবাহিত হয়ে ধুয়ে মুছে যাচ্ছে আপানার সমস্ত পাপ পঙ্কিলতা । সতেজতায় সমৃদ্ধি পাবে ইসলামের শস্য ক্ষেত্র হৃদয়।

"আর হে নবী! আমার বান্দা যদি তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তাহলে তাদেরকে বলে দাও, আমি তাদের কাছেই আছি। যে আমাকে ডাকে আমি তার ডাক শুনি এবং জবাব দেই, কাজেই তাদের আমার আহবানে সাড়া দেয়া এবং আমার ওপর ঈমান আনা উচিত একথা তুমি তাদের শুনিয়ে দাও, হয়তো সত্য-সরল পথের সন্ধান পাবে"।সুরা বাকারা ১৮৬

বাচ্চাদের মডেল পরীক্ষা শেষ হবার ২০ দিন আগেই সন্মানিত বোনদের থেকে বিদায় নিতে চাইলাম।সুবহানয়াল্লাহ আলহামদুলিল্লাহ । প্রতিটি বোন কি ডুকরে ডুকরে কান্না করে বিদায় দিচ্ছেন আমাকে।উনারা কোরানের ঘোষনা /নিউজ আল্লাহ আমাদের হৃদয়ে আছেন তা কোরানের আয়াত শুনার পর বুঝার সাথে সাথে যেই শান্তি হৃদয়ে পাচ্ছেন সেই আনন্দে এমন কাঁদছেন।আমি দেখেছি ,ছোট্ট ছোট্ট টিলা থেকে হিমালয়ের স্বচ্ছ ঝর্নার নহর বইছে।আমার খুব কষ্ট হচ্ছে সেই বোনদের জন্য ।

আমার খুব ভয় হচ্ছে এমন আরো কত হৃদয় এখন বাকী কোরানের পথে আসতে আর নুরের আলো থেকে বঞ্চিত । কে পৌছাবে তাদের কাছ কোরআনের সুমহান অদৃশ্য শান্তি দাতার দৃশ্যমান শান্তির বার্তা।ইনশাল্লাহ আমরা পৌছাব।তুমি আমাদের সেই সুযোগ দাও আল্লাহ । সেই যোগ্যতা দাও । সেই কথা বলার জন্য বক্ষ প্রসস্থ্য করে দাও । মরনের আগে চরনের গতি বৃদ্ধি করে দাও ।

বিষয়: বিবিধ

১৮৩৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357046
১৬ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২২ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৫৮
296590
সত্যলিখন লিখেছেন : অনেক ধন্যবাদ
357105
১৭ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:২৫
আফরা লিখেছেন : খুব ভালো লাগলো আপু ধন্যবাদ ।
২২ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৫৮
296591
সত্যলিখন লিখেছেন : ছোট্ট আপু তোমাকেও অনেক অনেক ধন্যবাদ Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File