আমার কামনা
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৬ জানুয়ারি, ২০১৬, ০৪:১৪:০৮ রাত
কথার পেঁচে আটকাই যায় ছলিম মিয়া
বিড়াল ভাইবা বাঘ মারতে যায় আগাইয়া।
বাঘের মুখের হুংকারে ঘরে ফিরে দৌড়াইয়া
কান্দে আইসা কাতার নিচে মুখ লুকাইয়া।
আনন্দ করতে গিয়ে ইজ্জত গেছে ভাইব্বা
বাঁচে এখন সমাজ থাইকা পালাইয়া।
কাজের আগে ভাবে না এই সমাজের মানবরা
যারে খুশি মারতে চায় ফাঁসিতে ঝুলাইয়া!
সবাই আসুক শান্তিতে এই আমার কামনা
বন্ধু ভাইবা একে অন্যের গলায় ধরুক ঝরাইয়া
প্রেমময় হয়ে উঠুক সুন্দর এই দুনিয়া।
আমার এই দোয়া কবুল করুন মহান আল্লাহ!!!
বিষয়: বিবিধ
৯৮১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন