তুমি শুধুই আমার
লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৬ জানুয়ারি, ২০১৬, ০৩:৩৫:৪৭ দুপুর
তুমি শুধুই আমার
পারভীন সুলতানা
১/৫/২০১৬
এটাই যথেষ্ট তুমি শুধুই আমার
আমিই আমার নয়,সবই তোমার
সাহারাতে ফুটালে রাসুল নামের ফুল
সেই ফুলের ঘ্রানে প্রানটা মোর ব্যাকুল।।
তুমি মোর সাথে আছ সর্বক্ষন
দু’জাহানের ভয় পাই না তখন
তুমি সুখে দুঃখের বন্ধু হলে যখন
স্বার্থপর বন্ধুত্ব লাগে না আর এখন।।
আমার সাথে আছে তোমার রহমত
আমি শুনব না আর কারো মতামত
আমার চলার জন্য দিলে জীবন বিধান
আমি মানব কেন মানবরচিত আইন।।
তোমা্র কেতাব আমার বুকে রয়
হাশর মীযান পুলসিরাতে কিসের ভয়
তাকওয়ায় হৃদয়ে যদি নাহি কম্পন হয়
দুনিয়া একটু নড়লে ভূমিকম্পে কেণ ভয়।।
তু্মিই তো বিশ্বজগতের সবার অধিপতি
তাই তো চলবে না স্বৈরাচারের নিয়মনীতি
তোমার সাথে সাক্ষাত হবে মোর মরনে
তাই তো আমি আশাবাদী শহিদী মরনে।
বিষয়: বিবিধ
১১৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন