সালাত কি জীবনে পরিবর্তন আনে?
লিখেছেন লিখেছেন তট রেখা ০৬ জানুয়ারি, ২০১৬, ০৩:৪৫:৫৭ দুপুর
এ কথা বলা হয়, সালাত মানুষের জীবনে পরিবর্তন আনে। কিন্তু আসলে কি তাই?
হ্যাঁ, আসলেই তাই। সালাত মানুষের জীবনকে পরিবর্তন করে।
সালাত কি আপনার জীবনের বর্তমান অবস্থা বা হঠাৎ উপস্থিত হওয়া কোনো পরিস্থিতির পরিবর্তন আনে?
না, সব সময় নয়। কিন্তু আপনার দৃষ্টি ভঙ্গীর পরিবর্তন আনে, যা দ্বারা আপনি ঐ ঘটনা গুলোকে অবলোকন করেন।
সালাত কি আপনার আর্থিক ভবিষ্যতের কোনো পরিবর্তন আনে ?
না, সব সময় নয়। কিন্তু কে আপনার অভাব পূরণে প্রকৃতই সক্ষম, তাঁকে আপনি খুঁজে পাবেন।
সালাত কি আপনার ভগ্ন হৃদয় বা ভগ্ন স্বাস্থ্য পরিবর্তন করে?
না, সব সময় নয়। কিন্তু তা আপনার শক্তি ও স্বস্তির উৎসের পরিবর্তন করে।
সালাত কি আপনার কামণা-বাসনার পরিবর্তন করে?
না, সব সময় নয়। কিন্তু তা আল্লাহর চাওয়া কে আপনার চাওয়া তে রূপান্তরিত করে।
সালাত কি আপনি পৃথিবীকে যে ভাবে দেখেন তার পরিবর্তন করে?
না, সব সময় নয়। কিন্তু কার চোখে আপনি বিশ্ব দেখেন, তার পরিবর্তন অবশ্যই করে।
সালাত কি আপনার অতীতের দূঃখ-বেদনা, অপূর্ণতাকে পরিবর্তন করে?
না, সব সময় নয়। কিন্তু তা আপনার ভবিষ্যতের জন্য আশা-আকাংখার পরিবর্তন ঘটাবে।
সালাত কি আপনার চতুষ্পার্শ্বের মানুষ গুলোকে পরিবর্তন করে?
না, সব সময় নয়। কিন্তু তা আপনাকে পরিবর্তন করে- সমস্যা সব সময় অন্যের মধ্যে নয়।
সালাত কি আপনার জীবনকে এমন ভাবে পরিবর্তন করে, যা আপনি ব্যাখ্যা করতে সক্ষম নন?
হ্যাঁ, অবশ্যই সব সময় ! এটা আপনাকে ভেতর থেকে বাহিরে পুরোটাই পরিবর্তন করবে।
সুতরাং সালাত কি আপনার জীবনের কোনো কিছুর পরিবর্তন করে?
হ্যাঁ! সালাত আপনার জীবনের সবটুকুরই পরিবর্তন করে!
(সূত্রঃ ফেসবুক থেকে সংগৃহীত ও অনুদিত)
বিষয়: বিবিধ
১২৩৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন