কে তুমি ?

লিখেছেন লিখেছেন তট রেখা ৩০ এপ্রিল, ২০১৬, ১১:২৫:৫৮ সকাল

শোনো ! হ্যাঁ তোমাকেই বলছি!

তুমি কি শুধু তুমি, না অন্য কেঊ ?

তুমি কি শুধু একটি দেহ ?

নাকি তুমি একটি দেহ যার আত্মা আছে ?

না কি তুমি একটি আত্মা যে দেহকে আশ্রিত করে চলে

তুমিতো কিছুই ছিলেনা, কিন্তু আজ অস্তিত্বে এসেছ

তুমিতো ছিলে এক ফোটা নাপাক পানি

কিসে তোমার আজ এত আভিজাত্য?

তুমিতো ছিলে জমাট বাঁধা রক্তের ন্যায়

তুমি ছিলে আলাক, তুমি ছিলে নুৎফা, অতঃপর মুদগা

সেই তুমি আজ বিতন্ডা কারী,

তুমি ছিলে অসহায়, বেঁচে ছিলে মায়ের রক্ত চুষে

সেই তুমি আজ অহংকারী।

তুমি কি সেই তুমি, না অন্য কেউ ?

কেন তুমি পৃথিবীতে এসেছ ? ভুলে গেছ সব ?

তাইতো তুমি আজ স্বৈরাচারী !

থামো! চক্ষু বুঁজে চিন্তা কর

আজ যদি তোমার জীবনের সমস্ত আলো চলে যায়

তুমি কি পারবে ফিরিয়ে আনতে?

তুমি কি পারবে তোমার রেটিনার মত একটি রেটিনা বানাতে?

তুমিতো আজ অনেক ক্ষমতাবান!

তোমার হৃদপিন্ডকে আদেশ করো, একটি বার চুপ হতে

দেখিতো আজ তোমার ক্ষমতা! সে তোমার আদেশ শুনে কি না?

তুমি না কি সৃষ্টি করো !

একটি মাছি সৃষ্ট করে দেখাওতো, না দরকার নেই, তা তুমি পারবেনা,

মাছি তোমার কাছে কিছু ছিনিয়ে নিলে তুমি তা উদ্ধার করতে পারবে কি?

তবে কি সে তোমার এত দম্ভ।

তুমি নিজে তোমার পরিচয় জাননা !

দাস সেজেছ প্রভু !

কি জবাব দেবে তোমার মনিবকে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন

একবার মনে করে দেখ, কেন তুমি এখানে এসেছ ?

তুমি আজ রাজাধিরাজ কাল তুমি মাটি

একবার ভেবে দেখ, তোমার অস্তিত্বে আসার উদ্দেশ্য পূরণ করেছ কিনা।

তুমি কি শুধু তুমি, না তুমি অন্য কেউ ?

বিষয়: বিবিধ

১৫১০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367543
৩০ এপ্রিল ২০১৬ দুপুর ০১:১৯
আফরা লিখেছেন : ভয়ংকর অর্থবহ কবিতা খুব ভাল লাগল ধন্যবাদ ভাইয়া ।
৩০ এপ্রিল ২০১৬ দুপুর ০১:২৩
304922
তট রেখা লিখেছেন : যাযাকাল্লাহ খায়রান। বেশ কয়েকদিন পরে দেখছি।
367560
৩০ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৪৬
কুয়েত থেকে লিখেছেন : চক্ষু বুঁজে চিন্তা করো একটি বার আজ যদি তোমার জীবনের সমস্ত আলো চলে যায়
তুমি কি পারবে ফিরিয়ে আনতে। লেখাটি খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
৩০ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:০২
304948
তট রেখা লিখেছেন : যাযাকাল্লাহ খায়রান। Good Luck Rose Good Luck
367600
৩০ এপ্রিল ২০১৬ রাত ১০:২৪
শেখের পোলা লিখেছেন : জবাব নেই। কি ছিলাম কি হলাম, আবার কি হব। কেন এলাম, কোথায় যাব৷ কি উদ্দেশ্যে আসা আবার যাওয়া তা আমাদের সঠিক ভাবে বোঝার তৌফিক দাও প্রভু৷ ধন্যবাদ।
৩০ এপ্রিল ২০১৬ রাত ১০:৩১
304977
তট রেখা লিখেছেন : আমীন, সুম্মা আমীন।
367710
০২ মে ২০১৬ রাত ১২:১৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : প্রতি মুহূর্তেই আমাদের মরণকে স্মরনে রাখা দরকার। ধন্যবাদ আপনাকে
০২ মে ২০১৬ রাত ০১:৪২
305089
তট রেখা লিখেছেন : কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত। যাযাকাল্লাহ খায়রান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File