আজকের হালচাল
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ৩০ এপ্রিল, ২০১৬, ১১:০০:৪৯ সকাল
আজ মসজিদে জুম্মা পড়তে গেলাম। একেবারে সামনের কাতারে নামাজ আদায় করলাম। শান্তি লাগল মনে। পেটে আগেই শান্তি ছিলো। নামাজ শেষে দু এক জন পরিচিত ভাইয়ের সাথে শুভেচ্ছা বিনিময় হল। এরপর সুদর্শন এক যুবক আমাকে সালাম দিয়ে কথা বলা শুরু করল। জানতে পারলাম সে আফগানিস্থান থেকে এসেছে। শুনেই আরেকবার হ্যান্ডশেক করলাম। অঅরও ঘনিষ্ঠ হয়ে কথা শুরু করলাম। ওদিকে বৃষ্টি নেমেছে মুষলধারে।
নাম মোহসিন,ওরেগন স্টেট ইউনিভার্সিটিতে পাবলিক রিলেশন বিষয়ে মাস্টার্স করছে। এ মসজিদের এক পাল যুবক মুসল্লীর বেশীরভাগই ও.এস.ইউ এর ছাত্র। বাংলাদেশ থেকে দু এক জন এসেছে পি.এইচ.ডি করতে। একজন বাংলাদেশী প্রফেসর আছেন যিনি এখানে শিক্ষকতা করছেন। মাঝে মাঝে এদের সাথে দেখা হয়। উনার বাড়িতে এক ঈদে জম্মের খাওয়া খেয়েছিলাম।
যাইহোক মোহসিন পরিচয় করিয়ে দিল বয়োবৃদ্ধ মুয়াজ্জিন ও খাদেক সাঈদ ভায়ের সাথে। উনি বহুকাল পূর্বে পাকিস্থান থেকে এসেছেন। চমৎকার মিশুক উনি।
এবার উইনকো নাকম গ্রোসারী স্টোরে আসলাম। বেশ কিছু কেনাকাটা করলাম। কিন্তু এলাচী কেনার পর দাম পরিশোধ করতে গিয়ে বুঝলাম এলাচ গুড়ার দাম প্রতি পাউন্ড বা ৪৫৩ গ্রামের দাম ৩১ ডলার। অথচ এর আগে ভারতীয় স্টোর থেকে কিনেছি অর্ধেকেরও কম দামে। এখানে গ্রীক দৈ তুলনামূলক সস্তায় পাওয়া যায় আর হালাল ভেড়ার গোস্ত। আগামী দু এক দিন একটু ভিন্ন জিনিস খাব ভাবছি। খাটি আটার রুটি বানাইছি। বড় বড় করে বানিয়ে ব্যাগে ভরে রেখেছি প্রতিদিন ২পিছ খাব.....সাথে সব্জী। তবে চলুক
বিষয়: বিবিধ
১৫০১ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বার জন।
সামান্য যে বাজার করলেন, বার জনকে হবে না।
বাসি আটার রুটি থেকে গ্যাস হতে পারে। আর খাদেম কে তো থাদক বানিয়ে দিয়েছেন টাইপ মিসটেক করে!!!
মন্তব্য করতে লগইন করুন