কোরআন জানা মানা জানানো ফরজ ও সহজঃ
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৫ অক্টোবর, ২০১৫, ১০:৩৫:২৩ রাত
কোরআন জানা মানা জানানো ফরজ ও সহজঃ
আসসালামু আলাইকুম ।সবার দোয়া ও বুদ্ধি কামনা করছি ।
পরম করুনাময় এর সাহায্য চেয়ে আখিরাতের সুপারিশকারীকে নিজের হৃদয়ে ধারন করার চেষ্টা শুরু করেছি । মহানবিচারকের কাঠগড়ায় আল্লাহ যেন উনার মনোনীত উকিলের উকালতিতে আমায় মুক্তি দেন । আমার মৃত্যু ,কবর,পুলসিরাত ,হাশর ও মিজান সকল মুসকিলে এই কোরান যেন আমার সঙ্গী হয়ে যায়।
কুরানের আলো আগে নিজের মাঝে জ্বালাবো ইনশাল্লাহ।
দুনিয়াবী পড়া আর সার্টিফেকেট কম তো হয় নাই। কিন্তু আখিরাতেরএকটা বইতে ৮টা সার্টিফিকেট (৮ জান্নাত) আমার জন্য রেখেছেন।কিন্তু আমার সেই বইটি এখন ৩০ অধ্যায়ের এক অধ্যায়ও মুখস্ত হয় নাই । ভারী লজ্জার কথা। কত সময় জীবনে কত জনরে দিলাম।বিপদের সময় এই কোরান ছাড়া আর কারো দেখা নাই পাইলাম।
"হে মুহাম্মাদ। এটি একটি কিতাব, তোমার প্রতি এটি নাযিল করেছি, যাতে তুমি লোকদেরকে অন্ধকার থেকে বের করে আলোর মধ্যে নিয়ে আসো তাদের রবের প্রদত্ত সুযোগ ও সামর্থ্যের ভিত্তিতে, এমন এক আল্লাহর পথে যিনি প্রবল প্রতাপান্বিত ও আপন সত্তায় আপনি প্রশংসিত" সুরা ইব্রাহিম -১
কোরান বুঝা ফরজ ও মানা সহজঃ
কোরআন জানা মানা জানানো ফরজ । এর থেকে বিমুখ হলে অন্ধএর মত আলো আর আমানিশা দুই সমান হয়ে যাবে। কোরানের মোজেজা হল অন্ধকারে আলো জ্বালানো।তাই আল্লাহ কোরান কে মানুষের জানা মানা ও জানানোর কাজকে সহজ করে দিয়েছেন। আল্লাহ আমার জন্য্ও ইনশাল্লাহ সহজ করে দিবেন বলে আমার বিশ্বাস।আমার আলহামদুলিল্লাহ আমার স্বামী বলেন এক আয়াত করে আগাতে।আমি ইনশাল্লাহ ৫ আয়াত করে চালিয়ে যাচ্ছি/ইনশাল্লাহ যাব ।আল্লাহ সহজ করে দিন।আমাকে নেক হায়াত ও সুস্থ্যতা দান করুন।
"আমি এ কুরআনকে উপদেশ লাভের সহজ উৎস বানিয়ে দিয়েছি।১৫ এমতাবস্থায় উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?" সুরা কামার ১৭,৪০(এই সুরায় ৪ বার বলেছেন)
"আল্লাহ তা’আলা এসব লোকের ওপর লা’নত করেছেন এবং তাদেরকে অন্ধ ও বধির বানিয়ে দিয়েছেন। তারা কি কুরআন নিয়ে চিন্তা-ভাবনা করেনি, নাকি তাদের মনের ওপর তালা লাগানো আছে?প্রকৃত ব্যাপার হলো, হিদায়াত সুস্পষ্ট হওয়ার পরও যারা তা থেকে ফিরে গেল শয়তান তাদের জন্য এরূপ আচরণ সহজ বানিয়ে দিয়েছে এবং মিথ্যা আশাবাদকে দীর্ঘায়িত করে রেখেছেন।"সুরা মুহাম্মাদ ২৩-২৫
আপনারা আমার জন্য প্রানউজাড় দোয়া চাইবেন আমি যেন এই কিতাব জানতে মানতে ও জানাতে পারি। জানা মানা অনুসর বাস্তবায়ন ও কার্যকর আমোলের মাঝে যেন আমরা সবাই এই উপকৃত হতে পারি।
"[হে নবী (সা)] আমি সব মানুষের জন্য এ সত্য (বিধান সহ) কিতাব নাযিল করেছি। সুতরাং যে সোজা পথ অনুসরণ করবে সে নিজের জন্যই করবে।আর যে পথভ্রষ্ট হবে তার পথভ্রষ্টতার প্রতিফলও তাকেই ভোগ করতে হবে। তার জন্য তুমি দায়ী হবে না"। সুরা জুম্মার -৪১
"সৎ কাজের পুরোস্কার উত্তম প্রতিদান ব্যতিত আর কি হতে পারে?
"আর রহমান-৬০
হে আল্লাহ !আমাদের কবরের একাকীত্বের ভয়াবহতার সময় তুমি আমাদের কোরানের আলো দিয়ে প্রশান্তি দান কর।কোরআনের শুপারিশে তুমি আমাদের প্রতি দয়া করো।দুনিয়ার বাকি জিবনের জন্য কোরানকে ামাদের ইমাম,নুর,পথপদর্শক ও রহমত হিসাবে দান করুন। অতীতে আমরা যা করেছি বা ভুলে গেছি তা তুমি আমাকে মাফ করে দাও ও স্মরন শক্তি বাড়িয়ে এই কিতাবকে ধারন করার তাওফিক দাও।আমাদের কে দিবানিশি এই কোরানকে আয়ত্তে আনার জন্য সহজ করে দাও। এই কিতাবকে আমাদের জন্য দু'জাহানের দলিল বানিয়ে দাও।আমিন ।সুম্মাআমিন ।
বিষয়: বিবিধ
১৫৫৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন