বেদনার কথা

লিখেছেন লিখেছেন সালাহ শরিফ ২৫ অক্টোবর, ২০১৫, ১০:৪১:৪৬ রাত



আজ কটা দিন হল

মন ভালো নেই ।

বুকের বাম পাঁজর

পুড়ে যেন খই ।

শরীরটাও শুকিয়ে

শক্ত অসাড় কাঠ ।

টলমল জল নিয়ে

হাঁসে চোখের গাঁট ।

একি আমার দোষ

নাকি তবে মনের ।

আমি কি হব শেষ

প্রশ্ন শত জনের ।

বিষয়: সাহিত্য

১০৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File