তুমি তো শুনবেই আমার মনের কথা

লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০১:০৩:২২ রাত

তুমি তো শুনবেই আমার মনের কথা

পারভীন সুলতানা



তুমিই তো জান মনে ভেসে উঠে কত কথা

বিউগল সুরে বাজায় বুকে কষ্টদায়ক ব্যাথা,

তুমিই তো জান,তুমি ছাড়া আমি কত একা[

তুমি যদি না শুন ভালমন্দ কিংবা দুঃখ ব্যাথা,

মোর মরুশুন্য হাহাকার মন রয়ে যাবে ফাকা,

তুমি শুনবেই মোর না বলা মনের সকলকথা।।

বোবা কষ্টে বসে দেখি রাত্রি কত একা

নীলিমার ঘন নীল অন্ধকারে পড়ল ঢাকা,

জীবনের হাসিকান্নার স্মৃতিতে ভাসি একা

তোমার স্মরনে বলি সব পচাবাসিতে ঢাকা,

কত জল্পনা কল্পনা চিন্তারসাগরে হাবুডুবু খায়

দূর দিগন্তে তোমায় পাব বলে সব ভেসে যায়।।

তোমার প্রেমেই পড়তে বসি ত্রিশপারা চিঠি

তোমার প্রতি প্রীতি ভীতিতে ভাসে নয়ন দুটি,

তোমার চিঠির ভাষা পড়ি আর ভাবতে থাকি

গল্পকাহিনি আদেশ নিষেধের আমি পাঠিকা নাকি?

পথহারা পথিক আমি,সঠিক পথের দিশা দাও

সরলপথের পথিক করে প্রভু!আপন করে নাও।।

বিষয়: বিবিধ

১৩৭১ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340233
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:০৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মাশা আল্লাহ ,,মনের গহিনে লেগেছে কবিতা
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:০৯
281600
সত্যলিখন লিখেছেন :
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:১০
281602
সত্যলিখন লিখেছেন :
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:২৮
281625
কাহাফ লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ......
আলহামদুলিল্লাহ ভালই!
আপনারা ভাল আছেন তো মুহতারামা???
০৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:৫৫
281980
সত্যলিখন লিখেছেন :
340253
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৩৫
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার কথামালায় সাজিয়েছেন প্রার্থনাটা।
০৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:৫৫
281981
সত্যলিখন লিখেছেন :
340295
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৪২
০৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:৫৫
281982
সত্যলিখন লিখেছেন :
340315
০৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৩৯
ইবনে হাসেম লিখেছেন : সুবহানাল্লাহ। অনেক ভালো হয়েছে কবিতাখানি। আমিও যদি পারতাম?
০৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:৫৬
281983
সত্যলিখন লিখেছেন :
340470
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৫৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : মাশ আল্লাহ, খুব সুন্দর হয়েছে
০৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:৫৬
281984
সত্যলিখন লিখেছেন :
340501
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৩
আবু তাহের মিয়াজী লিখেছেন : মা শা আল্লাহ্‌
খুব ভালো লাগলো
০৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:৫৬
281985
সত্যলিখন লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File