তুমি তো শুনবেই আমার মনের কথা
লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০১:০৩:২২ রাত
তুমি তো শুনবেই আমার মনের কথা
পারভীন সুলতানা
তুমিই তো জান মনে ভেসে উঠে কত কথা
বিউগল সুরে বাজায় বুকে কষ্টদায়ক ব্যাথা,
তুমিই তো জান,তুমি ছাড়া আমি কত একা[
তুমি যদি না শুন ভালমন্দ কিংবা দুঃখ ব্যাথা,
মোর মরুশুন্য হাহাকার মন রয়ে যাবে ফাকা,
তুমি শুনবেই মোর না বলা মনের সকলকথা।।
বোবা কষ্টে বসে দেখি রাত্রি কত একা
নীলিমার ঘন নীল অন্ধকারে পড়ল ঢাকা,
জীবনের হাসিকান্নার স্মৃতিতে ভাসি একা
তোমার স্মরনে বলি সব পচাবাসিতে ঢাকা,
কত জল্পনা কল্পনা চিন্তারসাগরে হাবুডুবু খায়
দূর দিগন্তে তোমায় পাব বলে সব ভেসে যায়।।
তোমার প্রেমেই পড়তে বসি ত্রিশপারা চিঠি
তোমার প্রতি প্রীতি ভীতিতে ভাসে নয়ন দুটি,
তোমার চিঠির ভাষা পড়ি আর ভাবতে থাকি
গল্পকাহিনি আদেশ নিষেধের আমি পাঠিকা নাকি?
পথহারা পথিক আমি,সঠিক পথের দিশা দাও
সরলপথের পথিক করে প্রভু!আপন করে নাও।।
বিষয়: বিবিধ
১৩৭১ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আলহামদুলিল্লাহ ভালই!
আপনারা ভাল আছেন তো মুহতারামা???
খুব ভালো লাগলো
মন্তব্য করতে লগইন করুন