টুফা টুফি
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৩৩:৪০ রাত
ছবি নেট থেকে নেওয়া
মনে পরে হুরু থাকতর কতা
সবে মিলিয়া টুফা টুফি খাওয়া।
কেউ দিত চাউল কেউ আবার ডাল
মাছ মারিয়া আনিয়া দিত লাগা বাড়ির একজনে
রানবার লাগি বাড়ির বড় ফুরি ধরতো হাল।
সারা বাড়ি ধলা আগুনের ধোয়াতে।
রান্না শেষে সবে লাইন ধরে ,
বসে খাইতাম ফাটিতে।
হাত আছিল নি পরিষ্কার
ইতা দেখছে কে কার ?
হিতা দিন আর আসবে না ,
টুফা টুফি খাওয়া হবে না।
টুফা টুফি খাওয়ার কতা মনে পড়লে
এখনো ও জিবে পানি আসে।
বিষয়: বিবিধ
১২৭৩ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বুঝতে পারলে ভাব, ভাষা না বুঝলেও চলে
যেমন করে মেটানো যায় দুধের স্বাদ ঘোলে
শৈশব স্মরণ করিয়ে দিলেন,
ধন্যবাদ, জাযাকাল্লাহ . . "
মূল বিষয় হচ্ছে সেই দিনে যখন আমার বয়স ছিল ৮/১০ তখন বাড়ির বাচ্চারা মিলে রান্না করে খেতাম সম্ভবত বাড়ি ভোজন।
অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন