আমি কিভাবে নিজকে সাজাবো ?

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৭ মে, ২০১৫, ০৯:২৮:১৭ রাত



আমি কিভাবে নিজকে সাজাবো ?

পারভীন সুলতানা



হে প্রভু আমি শুধু তোমাকেই চাই শুধুই তোমাকে চাই ,

দামী শাড়ী গাড়ি গয়না ঘাটি চাই না আমি তোমারে চাই,

আমি দুনিয়ার ধন মাল যশ খ্যাতি ভালবাসা নাই পাই ,

ভয় পাই সব পেয়ে আমি যদি আখিরাতে তোমারে নাই পাই ।।

জানি মানি হৃদয়ের স্পন্দনে বুঝতে পারি তুমি আছো হৃদয়ে,

শয়নে স্বপনে জাগরনে তোমারে চাই মোর ভারাক্লান্ত হৃদয়ে,

চরনের কদমের গতিতে,হস্তের কলমের কালিতে প্রভুর গুনগান গাই,

আকাশে বাতাসে পাখ পাখালির সাথে তোমারই প্রশংসার গান গাই।।

তুমি তো জানো গোপন করা সকল ব্যাথার মালা কেন সাজাই,

তুমি আরো জানো রং ধনুর সাত রংদিয়ে হৃদয়ে কার ছবি একে যাই,

জানি গো আমি,তোমার রহমত ছাড়া বহু রঙ্গিন প্রদীপ নিভে যায়,

তোমার করুনা না পেয়ে বহু খোরস্রোতা নদী মরুতে হারিয়ে যায়।।

জান্নাতের সবুজে ঢাকা বাগানের ফুলের আমি শুধু একটি প্রজাপতি হতে চাই ,

তুমি,শহিদী মরল দিলে আমায় সবুজ পাপিয়া হয়ে জান্নাতে উড়ে বেড়াতে চাই,

অজ্ঞতার বসে করেছি অনেক ভুল,জ্ঞান দাও সবুজের শোভায় মনকে সাজাবো,

আমল ছাড়া সাদা কাগজের মত মুল্যহীন হয়ে গেলে আমি কিভাবে নিজকে সাজাবো ?

প্রভু!কোরানের আলো হৃদয়ে জ্বেলে দাও তবে নিজকে জান্নাতীদের আলপনায় সাজাবো।।

(ইন শা আল্লাহ )

বিষয়: বিবিধ

২০৭৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322925
২৭ মে ২০১৫ রাত ০৯:৪৪
অবাক মুসাফীর লিখেছেন : প্রভু! কোরানের আলো হৃদয়ে জ্বেলে দাও
তবে নিজকে জান্নাতীদের আল্পনায় সাজাবো... (thumbs up)

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ বানানের প্রতি লক্ষ্‌য রাখুন... Plz...
২৭ মে ২০১৫ রাত ১১:১৯
264203
সত্যলিখন লিখেছেন : ভূল করিছি তাই শিক্ষক পেয়েছি ।আলহামদুলিল্লাহ । তবে ইচ্ছাকৃত নয় জ্ঞানের স্বল্পতাই দায়ী।

322932
২৭ মে ২০১৫ রাত ১০:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৭ মে ২০১৫ রাত ১১:২১
264205
সত্যলিখন লিখেছেন :

322937
২৭ মে ২০১৫ রাত ১০:১৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : এক কথায় অসাধারণ হয়েছে। খুব ভাল লাগলো, ধন্যবাদ আপনাকে
২৭ মে ২০১৫ রাত ১১:২১
264206
সত্যলিখন লিখেছেন :



322958
২৭ মে ২০১৫ রাত ১১:৪১
মনসুর আহামেদ লিখেছেন : চমৎকার হয়েছে।
২৮ মে ২০১৫ রাত ১২:০৬
264209
সত্যলিখন লিখেছেন : আসসালামুআলাইকুম । আলহামদুলিললাহ ।জাযাকাললাহু খাইর ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। আমিন।
323014
২৮ মে ২০১৫ সকাল ১১:০৬
এনাম বিন আব্দুল হাই লিখেছেন : ভালো লাগলো, আপনার নেক হায়াত কামনা করছি।
323048
২৮ মে ২০১৫ দুপুর ০২:২১
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File