আমি কিভাবে নিজকে সাজাবো ?
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৭ মে, ২০১৫, ০৯:২৮:১৭ রাত
আমি কিভাবে নিজকে সাজাবো ?
পারভীন সুলতানা
হে প্রভু আমি শুধু তোমাকেই চাই শুধুই তোমাকে চাই ,
দামী শাড়ী গাড়ি গয়না ঘাটি চাই না আমি তোমারে চাই,
আমি দুনিয়ার ধন মাল যশ খ্যাতি ভালবাসা নাই পাই ,
ভয় পাই সব পেয়ে আমি যদি আখিরাতে তোমারে নাই পাই ।।
জানি মানি হৃদয়ের স্পন্দনে বুঝতে পারি তুমি আছো হৃদয়ে,
শয়নে স্বপনে জাগরনে তোমারে চাই মোর ভারাক্লান্ত হৃদয়ে,
চরনের কদমের গতিতে,হস্তের কলমের কালিতে প্রভুর গুনগান গাই,
আকাশে বাতাসে পাখ পাখালির সাথে তোমারই প্রশংসার গান গাই।।
তুমি তো জানো গোপন করা সকল ব্যাথার মালা কেন সাজাই,
তুমি আরো জানো রং ধনুর সাত রংদিয়ে হৃদয়ে কার ছবি একে যাই,
জানি গো আমি,তোমার রহমত ছাড়া বহু রঙ্গিন প্রদীপ নিভে যায়,
তোমার করুনা না পেয়ে বহু খোরস্রোতা নদী মরুতে হারিয়ে যায়।।
জান্নাতের সবুজে ঢাকা বাগানের ফুলের আমি শুধু একটি প্রজাপতি হতে চাই ,
তুমি,শহিদী মরল দিলে আমায় সবুজ পাপিয়া হয়ে জান্নাতে উড়ে বেড়াতে চাই,
অজ্ঞতার বসে করেছি অনেক ভুল,জ্ঞান দাও সবুজের শোভায় মনকে সাজাবো,
আমল ছাড়া সাদা কাগজের মত মুল্যহীন হয়ে গেলে আমি কিভাবে নিজকে সাজাবো ?
প্রভু!কোরানের আলো হৃদয়ে জ্বেলে দাও তবে নিজকে জান্নাতীদের আলপনায় সাজাবো।।
(ইন শা আল্লাহ )
বিষয়: বিবিধ
২০৭৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে নিজকে জান্নাতীদের আল্পনায় সাজাবো... (thumbs up)
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ বানানের প্রতি লক্ষ্য রাখুন... Plz...
মন্তব্য করতে লগইন করুন