◉ ◉ ◉ শিক্ষনীয় একটি গল্প◉ ◉ ◉

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২২ আগস্ট, ২০১৪, ০৩:৫৮:০৯ দুপুর



মেয়েকে বিয়ে দেয়ার পর যখন সে আবার বাবার বাড়ি আসে তখন মা খুব আগ্রহ ভরে জানতে চায় যে ঐ বাড়িতে তার কেমন লেগেছে ?

মেয়ে জবাবে বলে- “ আমার ওখানে ভালো লাগেনা।

মানুষগুলো কেমন যেন।

পরিবেশটাও আমার ভালো লাগছেনা”।

মেয়ের ভেতর এক ধরনের হতাশা দেখতে পায় তার মা।

দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়।

মেয়ের চলে যাবার সময় চলে আসে। চলে যাবার ঠিক আগের দিন মা তার মেয়েকে নিয়ে রান্না ঘরে প্রবেশ করেন।

মা হাড়িতে পানি দেন এবং তা গরম করতে থাকেন।

একসময় যখন তা ফুটতে থাকে তখন মা হাড়িতে গাজর, ডিম আর কফির বিন দেন। এভাবে বিশ মিনিট পর মা আগুন নিভিয়ে ফেলেন।

একটি বাটিতে গাজর, ডিম এবং কফির বিন নামিয়ে রাখেন।

এবার তিনি মেয়েকে উদ্দেশ্য করে বলেন- “

তুমি এখান থেকে কি বুঝতে পারলে আমাকে বল” ?

মেয়ে বিস্ময় প্রকাশ করে বলে- “ আমি দেখলাম

তুমি গাজর, ডিম আর কফির বিন সিদ্ধ করলে মাত্র”।

মেয়ের কথা শুনে মা বললেন- “ হ্যাঁ, তুমি ঠিকই দেখেছ।

তবে তুমি কি আরও কিছু লক্ষ্য করনি?”

মেয়ে বলে- “ না- মা,”।

মা বলে-“ গাজর মোটামুটি শক্ত ধরনের,

ডিম খুব হালকা আর কফির বিন খুবই

শক্ত।কিন্তু যখন এগুলিকে গরম পানিতে রাখা হল তখন তিনটি জিনিসের তিন রকম অবস্থা হল। গাজর খুব নরম হয়ে গেল, আর ডিম শক্ত হয়ে গেল আর কফির বিন সুন্দর ঘ্রান আর মিষ্টি স্বাদে পানিতে মিশে গেল”।

মা এবার দৃষ্টি অন্যদিকে নিয়ে যেন অনেক

অতীতে চলে যেতে চাইলেন।

তারপর আবার বাস্তবে ফিরে এসে মেয়ের

দিকে ফিরে বললেন- “ আমি তোমাকে এখন

যে কথাগুলি বলব, আমার মাও ঠিক

এইভাবেই আমাকে এ কথাগুলি বলেছিল।

আমি জানিনা কথাগুলি তোমার কতটুকু উপকারে আসবে, তবে আমার জীবনকে অনেক প্রভাবিত করেছিল”।

মা কিছুক্ষন বিরতি দিয়ে বলতে লাগলেন-

“তুমি যদি তোমার স্বামীর বাড়িতে নিজেকে কঠিনভাবে উপস্থাপন কর, তবে প্রতিকূল পরিবেশের

সাথে তোমার সংঘর্ষ হবে- তোমাকে দুর্বল করে ঠিক গাজরের মতই নরম করে ফেলবে- তোমার ব্যক্তিত্বকে ভেঙে ফেলবে।

যদি তুমি নিজেকে নরম-ভঙ্গুর করে উপস্থাপন কর তবে প্রতিকূল পরিবেশ তোমাকে কব্জা করে ফেলবে , আঘাতের পর আঘাত এসে তোমার হৃদয়কে একসময় কঠিন করে ফেলবে ঠিক ডিমের মত।

কিন্তু তুমি যদি তোমার ভালবাসা দিয়ে নিজেকে প্রতিকূল পরিবেশের সাথে মিশিয়ে দিয়ে তার অবস্থাকে নিয়ন্ত্রণে নিতে পার তবে পরিবেশ সুন্দর হয়ে উঠবে ঠিক যেমন কফির বিন গরম পানির সাথে নিজেকে মিশিয়ে দিয়ে পানিকে সুস্বাদু

আর চারপাশকে মিষ্টি ঘ্রানে ভরিয়ে দিয়েছে”।

পরের দিন যখন মেয়েটি তার স্বামীর বাড়িতে যাচ্ছিল তখন

তার ভিতর এক আশ্চর্য শান্ত ভাব আর এক দৃঢ় প্রত্যয় প্রকাশ পাচ্ছিল।''

আমাদের চারপাশের পরিস্থিতি সবসময় অনুকুল

থাকবেনা ,তাই বলে নিজেকে পরিস্থিতির কাবু

না করে র্ধৈয্য ,ভালবাসা ,সহমর্মিতা নিয়ে পরিস্থিতিকে কাবু

করতে হবে ।

সুখ সবসময় নিজেকেই তৈরি করে নিতে হয়। লিখাটি সবার নিকট অনেক পুরাতন হলেও খুব-ই গুরুত্ব-পুর্ণ একটি লিখা।

তাই শেয়ার না করে পারিনি।

(CoLlEcTeD)

বিষয়: বিবিধ

১৭৪২ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257094
২২ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : অন্নেক ভালো লাগলো Good Luck Good Luck শেয়ার করার জন্য যাজাকাল্লাহু খাইর। Rose Rose Good Luck Good Luck Rose Rose
২২ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০৮
200773
সত্যলিখন লিখেছেন : ওস্তাদ আসসালামুয়ালাইকুম ।আপনি এতো দিন পরে কিভাবে মেঘের আড়াল থেকে বের হয়ে আমার ব্লগ বাড়িতে আসলেন । এতো লাল গোলাপ আমার জন্য ? আপনাকেও যাজাকাল্লাহু খাইর। Praying Praying Praying
২২ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২০
200779
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওয়া আলাইকুমাস সালাম ওয়া রাহমাতুল্লাহ্,
আসলেই অনেক দিন মেঘের আড়ালেই ছিলাম। গোলাপগুলো সব আপনার জন্য। Good Luck Tongue

ওয়া আনতুম ফাযাজাকাল্লাহু খাইর
২২ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২২
200781
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আচ্ছা ... কাজ শেখা হয়েগেলে “উস্তাদ বলা বাদ দিয়ে তুমি” সম্ভোধন করবেন বলেছিলেন মনেহয়। Rolling Eyes তাহলে এখন আবার “আপনি + উস্তাদ” বল্লেন কেনু? Broken Heart Broken Heart
২২ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৩
200818
সত্যলিখন লিখেছেন : আপনি থেকে তুমিতে গিয়ে আরও শিখার আশা ছিলো মনে মনে কিন্তু এর আগেই যে সব ওস্তাদ আমার জ্বালায় বিরক্ত হয়ে আমাকে ভুলে মেঘের আড়ালে চলে যায় । আমি আশায় আশায় থাকি এই বুঝি মেঘের আড়াল থেকে জ্ঞানের সূর্য্য ওস্তাদরা উকি মেরে হাস্যুজ্জোল জ্ঞানের রোদ্রু দিয়ে আমার হৃদয়ের দুটি চোখ ভরে দিবে । না আমার সকল আশায় ঘুড়ে বালি পড়ে আমাকে কাদায়।
২২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
200832
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : চলেগিয়ে এখানেই http://lighthouse24.org/blog/ ছিলাম। যদি খোঁজতেন আমাকে লাইটহাউজ ব্লগে পাওয়া যেতো এই ঠিকানায় Click this link

আপনাকে শিখাতে পারবো এমন জ্ঞান আমার কাছেতো নেই..... তবুও যদি আমার কোন সহযোগিতা দরকার হয় অবশ্যই সময় দেয়ার চেষ্টা করবো ইন শা আল্লাহ্।
257101
২২ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২৮
বুড়া মিয়া লিখেছেন : এরকম শ্বাশুরী আর বউ হইলে তো কাম-ই হইতো!

যাই হোক আপা, উপদেশ এবং শিক্ষার বিষয় জানানোয় আপনাকে অনেক ধন্যবাদ।
২২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
200822
সত্যলিখন লিখেছেন : আমার মনে হয় এই রকম যদি সব মানুষেরা হত তা হলে পৃথিবী টা কত সুন্দর হত ।যাজাকাল্লাহু খাইর।
257102
২২ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩০
মামুন লিখেছেন : খুব সুন্দর লিখাটি, চমৎকার লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইলো। Rose Rose Rose
২২ আগস্ট ২০১৪ রাত ১০:০৭
200875
সত্যলিখন লিখেছেন :
আলহামদুলিল্লাহ । জাযাকাল্লাহু খাইরান ।
একতাই বল । তাই মুসলমানরা হয়ে যাও কোরানের দল ।
Click this link
257104
২২ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪১
বাজলবী লিখেছেন : ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
২২ আগস্ট ২০১৪ রাত ১০:০৭
200877
সত্যলিখন লিখেছেন :
আলহামদুলিল্লাহ । জাযাকাল্লাহু খাইরান ।
একতাই বল । তাই মুসলমানরা হয়ে যাও কোরানের দল ।
Click this link
257105
২২ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৫
ইবনে হাসেম লিখেছেন : আসসালামু আলাইকুম আপা। খুবই সুন্দর পোস্ট। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
২২ আগস্ট ২০১৪ রাত ১০:০৮
200878
সত্যলিখন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম
আলহামদুলিল্লাহ । জাযাকাল্লাহু খাইরান ।
একতাই বল । তাই মুসলমানরা হয়ে যাও কোরানের দল ।
Click this link
257110
২২ আগস্ট ২০১৪ বিকাল ০৫:১০
আহ জীবন লিখেছেন : সুপারব। সুপারব। সুপারব।
২২ আগস্ট ২০১৪ রাত ১০:০৮
200879
সত্যলিখন লিখেছেন :
আলহামদুলিল্লাহ । জাযাকাল্লাহু খাইরান ।
একতাই বল । তাই মুসলমানরা হয়ে যাও কোরানের দল ।
Click this link
257118
২২ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৬
কাজি সাকিব লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
২২ আগস্ট ২০১৪ রাত ১০:০৯
200880
সত্যলিখন লিখেছেন :
আলহামদুলিল্লাহ । জাযাকাল্লাহু খাইরান ।
একতাই বল । তাই মুসলমানরা হয়ে যাও কোরানের দল ।
Click this link
257145
২২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
আজিম বিন মামুন লিখেছেন : অসাধারন ধন্যবাদ দিলাম,অসাধারন লেখার জন্য।খুব ই ভাল লাগল।মাশাআল্লাহ।
২২ আগস্ট ২০১৪ রাত ১০:০৯
200881
সত্যলিখন লিখেছেন :
আলহামদুলিল্লাহ । জাযাকাল্লাহু খাইরান ।
একতাই বল । তাই মুসলমানরা হয়ে যাও কোরানের দল ।
Click this link
257149
২২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
পবিত্র লিখেছেন : খুব ভালো লাগলো! ধন্যবাদ!! Happy
২২ আগস্ট ২০১৪ রাত ১০:০৯
200882
সত্যলিখন লিখেছেন :
আলহামদুলিল্লাহ । জাযাকাল্লাহু খাইরান ।
একতাই বল । তাই মুসলমানরা হয়ে যাও কোরানের দল ।
Click this link
১০
257178
২২ আগস্ট ২০১৪ রাত ০৯:১৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি বিয়ে করিনি!!!! শোনতে বেশ লেগেছে! করার ইচ্ছেটাও আরো প্রবল হল! আর হা, লিখাটি এডিট করে দিলে ভাল হত, অনেকটা কবিতার লাইনের মত হয়ে গেছে। আরেকটা কথা, ব্লগে এইভাবে ফেসবুকীয় স্টাইলে কপি না করে বরং গল্পটার উপর আলোকপাত করলে আরো অনেক সুন্দর হত, কেন করেন নি জানিনা, অথচ আপনি খুব ভাল লিখতে পারেন। অনেক ধন্যবাদ।
২২ আগস্ট ২০১৪ রাত ১০:১০
200883
সত্যলিখন লিখেছেন :
আলহামদুলিল্লাহ । জাযাকাল্লাহু খাইরান ।
একতাই বল । তাই মুসলমানরা হয়ে যাও কোরানের দল ।
Click this link
১১
257298
২৩ আগস্ট ২০১৪ সকাল ০৭:১২
কাহাফ লিখেছেন : দারুণ সুন্দর হয়েছে,অনেক ধন্যবাদ.........।
২৩ আগস্ট ২০১৪ রাত ০৮:১৮
201185
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File