হে বন্ধু! সত্যিই কি তুমি চলে যাচ্ছ ?

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৭ জুলাই, ২০১৪, ০৭:৩৫:২১ সন্ধ্যা



হে বন্ধু! যেতে নাহি দিব তোমায়,

তবুও কি তোমায় দিতে হবে বিদায়?

চলে যাচ্ছ ? কিভাবে বলি তোমায় আল বিদায়,

বিদায়ক্ষন যত এগুচ্ছে ততই কষ্টে ভারাক্রান্ত হৃদয়।।

টলমল আখিতে কম্পিত কণ্ঠে বলব“বন্ধু আবার কি আসবে?”

কত যতনে ধরে রাখতে চেয়েছি তোমায় হিয়ার মাঝে,

দুর্বল চিত্ত বলে সে ভাবে কদর করতে পারিনি তোমারে।

তাই ভয়ে হৃদয় মোর ধরধর কেপে উঠে বারে বারে,

কি জানি কি অভিযোগ পেশ কর মোর প্রভুর দ্বারে।।

অশ্রু জলে বিদায় বেলায় চেয়ে রইলাম রিক্তহস্তে,

শোন বন্ধু! গিয়ে কহিও মোর প্রভুকে,

তিনি যেন ক্ষমা করে মোর সকল পাপ গুলোকে।

না হলে আমি হারিয়ে যাব ধ্বংসের অতল গহবরে।

রহমত মাগফেরাত নাজাত বন্ধু নিয়ে দিও এই গুনাগারকে,

দুজাহানেই ধন্য হয়ে শোকরিয়া জানাই হাজারবার প্রভুর চরনে।।

যাবার বেলায় একবার শুধু বলে যাও বন্ধু মোরে

তব সনে এই ভবে আবার হবে কি কখন মোর আলিঙ্গন?

হৃদয়ের সব কয়টি জানালা খুলে দেব তব তরে,

ভারাক্রান্ত হৃদয়ে অশ্রুসিক্ত করুন নয়নে,

বার বার ফিস ফিসিয়ে বলব তোমারে,

বন্ধু কথা দাও আবার আসবে কবে?

হে বন্ধু! সত্যিই কি তুমি চলে যাচ্ছ ?

হে বিদায়ী বন্ধু !তোমায় আল বিদায়।।

বিষয়: বিবিধ

১৮৩৩ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248815
২৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : রমজানকে কবিতায় কবিতায় বিদায় অনেক ভালো লেগেছে
২৭ জুলাই ২০১৪ রাত ০৮:০১
193317
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম।আলহামদুলিল্লাহ।আমার ব্লগে আসার জন্য আল্লাহ আপনাকে দুনিয়া ওয়াখিরাতের সকল কল্যান দান করে নেক বান্দাদের কাতারে শামিল করুন।আমিন

248830
২৭ জুলাই ২০১৪ রাত ০৮:০৫
আবু সাইফ লিখেছেন : আমার যাবার সময় হলো- দাও বিদায়
মোছ আঁখি, দুয়ার খোলো- দাও বিদায়

হলো চেনা, হলো দেখা
নয়নজলে রইলো লেখা...


দেখা ও চেনা যদি ঠিকমত হয়ে থাকে, নয়নজলের লেখাই সেদিন আনন্দের\র বান এনে দিবে
ইনশাআল্লাহ...

আপনাকে হিংসা কি আর সাধে করি!!!
২৭ জুলাই ২০১৪ রাত ০৮:১৮
193333
সত্যলিখন লিখেছেন : হৃদয় পেতে আসন দেওয়া অনেক সহজ ,
বিদায়বেলায় শুন্যআসন মেনে নেওয়া নয়কো সহজ ।
অশ্রুক্ষরন মুছে দেওয়া অনেক সহজ ,
হৃদয়ক্ষরন বন্ধ হয় না আজীবন।।
আল্লাহ আপনার পবিত্রকথা আমার আপনার ও সকল মুমিন মুমেনার নাজাতের জন্য কবুল করুন। আমাকে হিংসা করে দূরে চলে গেলে আপনারই ক্ষতি হবে ।
২৭ জুলাই ২০১৪ রাত ০৮:৩৭
193354
আবু সাইফ লিখেছেন : এটাতো দূরে যাবার হিংসা নয়- Love Struck
বরং সাথে থাকতে পারার আকাঙ্খার অপূর্ণতার হিংসা- Don't Tell Anyone
যে হিংসায় সওয়াব হয়!!Winking) Winking) Praying
২৭ জুলাই ২০১৪ রাত ০৯:১২
193372
সত্যলিখন লিখেছেন : আল্লাহর অশেষ রহমত আর নেয়ামত স্বরূপ ,আমি প্রথম বার ব্রেইন স্ট্রোক করার পর আমার জীবনের সব চেয়ে সন্মানিত ও প্রানপ্রিয় একজন মহৎ শিক্ষক পাই ।যিনি ামাকে নেটে ও ব্লগে লিখার জগতে হাতেখড়ি দিয়ে দীর্ঘ সাধনা আর প্রা্নান্তকর চেষ্টা প্রেরনা ও উতসাহিত করে আজকের আমি তে আনেন। উনি আমার প্রথম লিখা "একজন আদর্শ স্বামীর গল্প" লিখাটা পড়ে বলেন, "আমার লিখার মান ভাল হওয়া শুরু করলে উনি আমাকে হিংসা করা শুরু করবে। আমি কথাটা কোন মুল্য দেইনি । কারন আমি জানি আমার গোবর মাথা দিয়ে আর কোন ছাইপাস হবে?কিন্তু আমি এখন লিখার জগতে মাত্র হামাগুড়িও দিতে শুরু করতে পারি নাই ।এর আগেই উনি আমাকে হিংসা করে চিরতরে দূরে সরে চলে গেলেন্ন। এর পর থেকে আমি এই শব্দটাকে ভীষন ভয় পাই । কারন আমি আল্লাহ সন্তুষ্টির জন্য সবাইকে ভালবাসি আর পৃথিবীতে এই মায়ামমতা ভালবাসার উপর আর কোন মুল্যবান কিছু আছে বলে আমার জানা নেই ।আর পাবারও নেই। কারন এর মাধ্যমে হয়ত আমার মত গুনাগার কোন নেক্কার কে ভালবাসার কারনে আল্লাহর আরশের নীচে দাড়াবার সুযোগ পেয়ে যাব। ইনশাল্লাহ । ক্ষমাপার্থী অনেক সময় নষ্ট করার জন্য।
২৮ জুলাই ২০১৪ রাত ০৩:৫৭
193431
আবু সাইফ লিখেছেন : যেহেতু আপনার সকল পোস্ট আমি পড়ি,
তাই আপনার অনেক কিছুই আমার চোখে ভাসে!

"এর আগেই উনি আমাকে হিংসা করে চিরতরে দূরে সরে চলে গেলেন্"

আসলে তো সবাইকেই চলে যেতে হবে-
কী রেখে গেলাম আর কী সাথে নিলাম- সেটাই বড় কথা

"যত মুসলিম সব মোর ভাই সব হয় মোর বোন" কাজী নজরুল ইসলামের এ কথাটি যখন "ইন্নামাল মু'মিনূনা ইখওয়ানা" এভাবে পেলাম তখন থেকে আর ভুলিনি! ১১ভাইবোনের সবার বড় হওয়াতে স্বভাবগতভাবেই যেন "আমার"ও"অন্যের" সুখ-দুঃখের তফাত প্রায় ভুলেই গেছি!

এসব থাক, ঈদের হেলাল ঐ দেখা যায় দূরে
নিত্যদিনই হয় যেন ঈদ সব মানুষের ঘরে
Praying Praying
২৮ জুলাই ২০১৪ দুপুর ১২:০৫
193454
সত্যলিখন লিখেছেন : আসলে মেয়েরা বোকা গাদার মত। সাগর সৈকতের চোরাবালির মত পুরুষদের মন বুঝতে পারে না। এই পুরুষরা কখনো দেখায় ভালবাসার হিমালয় আবার কখনো হয়ে যায় মরিচিকা। আবার কখনো হয় ভাঙ্গা গড়ার মাঝের সুপার গ্লু ।
৩৪ বছর ধরে অক্লান্ত সাধনা সংগ্রাম করে চলছি জীবন সাথীর মনটা বুঝে চলার।আল্লাহ সাহায্য করুন ।
২৮ জুলাই ২০১৪ বিকাল ০৫:২৫
193488
আবু সাইফ লিখেছেন : পুরুষ ও মহিলা যখন পরস্পরকে বুঝে ফেলবে তখনই ইস্রাফিল আঃ তাঁর সিংগায় ফূঁ দিবেন-

এ সাধনার স্বাদ আছে, প্রাপ্তিসুখ ও মর্যাদা আছে, কিন্তু শেষসীমা নেই
248849
২৭ জুলাই ২০১৪ রাত ০৯:০৯
বুড়া মিয়া লিখেছেন : খুব সুন্দর করে লিখেছেন; ধন্যবাদ
২৭ জুলাই ২০১৪ রাত ০৯:২৩
193376
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম বুড়া মিয়া। আমার ব্লগে “মনের মুকুরে জ্বলে” আপনার দেয়া একটি সুন্দর মন্তব্য হঠাৎ করে অদৃশ্য হয়ে যাওয়ায় খুবই কষ্ট পেয়েছি। আশাকরি ভুল বুঝবেন না। প্রতি মন্তব্যটি ইচ্ছে হলে একবার দেখে নিতে পারেন।জাজাকাল্লাহু
২৭ জুলাই ২০১৪ রাত ০৯:৩২
193381
বুড়া মিয়া লিখেছেন : @সন্ধাতারা ওয়ালাইকুম আসসালাম
আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে - আমি এই টুডে-ব্লগ ছাড়া আর কোন ব্লগ ব্যাবহার করি-না, এবং কিছু ভিজিট করেছি কিন্তু কখনও টুডে-ব্লগ ছাড়া অন্য কোন ব্লগে রেজিষ্ট্রেশন করি-ই নাই। অন্য কোথাও কেউ এই নিক ব্যবহার করে কি-না সেটা আমার জানা নাই! এবং সে ব্যক্তি অবশ্যই আমি নই।
২৭ জুলাই ২০১৪ রাত ০৯:৪২
193383
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম।আলহামদুলিল্লাহ।আমার ব্লগে আসার জন্য আল্লাহ আপনাকে দুনিয়া ওয়াখিরাতের সকল কল্যান দান করে নেক বান্দাদের কাতারে শামিল করুন।আমিন
248854
২৭ জুলাই ২০১৪ রাত ০৯:২৩
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ আপুনি। মাশাআললাহ খুব ভালো লাগলো।
২৭ জুলাই ২০১৪ রাত ০৯:৩১
193380
বুড়া মিয়া লিখেছেন : আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে - আমি এই টুডে-ব্লগ ছাড়া আর কোন ব্লগ ব্যাবহার করি-না, এবং কিছু ভিজিট করেছি কিন্তু কখনও টুডে-ব্লগ ছাড়া অন্য কোন ব্লগে রেজিষ্ট্রেশন করি-ই নাই। অন্য কোথাও কেউ এই নিক ব্যবহার করে কি-না সেটা আমার জানা নাই! এবং সে ব্যক্তি অবশ্যই আমি নই।
২৭ জুলাই ২০১৪ রাত ০৯:৪১
193382
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম। আলহামদুলিল্লাহ। তিনি আমাকে দিয়ে লিখালেন। জাযাকাল্লাহু খাইরান।
আর আপু বুড়ামিয়াদের “মনের মুকুরে জ্বলার মত মনে এখন আর কিছুই অবশিষ্ট নেই, তাই আপনি টেনশান করতে হবে না"।
248885
২৭ জুলাই ২০১৪ রাত ১০:৩৭
হামজা লিখেছেন : মাশাআল্লাহ...। হে আল্লাহ আমাদেরকে কোরআনের শাসনের ছায়াতলে থাকা রমজান মাস উপহার দাও..। আমীন
২৭ জুলাই ২০১৪ রাত ১১:৪১
193416
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম।
ঈদ মোবারক ঈদ মোবারক
ঈদ আপনার ও আপনার পরিবারের সবার জন্য
বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি।আমীন
248908
২৮ জুলাই ২০১৪ রাত ১২:০১
হামজা লিখেছেন :
তাক্বব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম…
ঈদ মোবারক
২৮ জুলাই ২০১৪ দুপুর ০২:৩১
193461
সত্যলিখন লিখেছেন :
252246
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:১৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : ধন্যবাদ অনেক ধন্যবাদ
০৯ আগস্ট ২০১৪ রাত ০৯:৪০
196785
সত্যলিখন লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File