হে বন্ধু! সত্যিই কি তুমি চলে যাচ্ছ ?
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৭ জুলাই, ২০১৪, ০৭:৩৫:২১ সন্ধ্যা
হে বন্ধু! যেতে নাহি দিব তোমায়,
তবুও কি তোমায় দিতে হবে বিদায়?
চলে যাচ্ছ ? কিভাবে বলি তোমায় আল বিদায়,
বিদায়ক্ষন যত এগুচ্ছে ততই কষ্টে ভারাক্রান্ত হৃদয়।।
টলমল আখিতে কম্পিত কণ্ঠে বলব“বন্ধু আবার কি আসবে?”
কত যতনে ধরে রাখতে চেয়েছি তোমায় হিয়ার মাঝে,
দুর্বল চিত্ত বলে সে ভাবে কদর করতে পারিনি তোমারে।
তাই ভয়ে হৃদয় মোর ধরধর কেপে উঠে বারে বারে,
কি জানি কি অভিযোগ পেশ কর মোর প্রভুর দ্বারে।।
অশ্রু জলে বিদায় বেলায় চেয়ে রইলাম রিক্তহস্তে,
শোন বন্ধু! গিয়ে কহিও মোর প্রভুকে,
তিনি যেন ক্ষমা করে মোর সকল পাপ গুলোকে।
না হলে আমি হারিয়ে যাব ধ্বংসের অতল গহবরে।
রহমত মাগফেরাত নাজাত বন্ধু নিয়ে দিও এই গুনাগারকে,
দুজাহানেই ধন্য হয়ে শোকরিয়া জানাই হাজারবার প্রভুর চরনে।।
যাবার বেলায় একবার শুধু বলে যাও বন্ধু মোরে
তব সনে এই ভবে আবার হবে কি কখন মোর আলিঙ্গন?
হৃদয়ের সব কয়টি জানালা খুলে দেব তব তরে,
ভারাক্রান্ত হৃদয়ে অশ্রুসিক্ত করুন নয়নে,
বার বার ফিস ফিসিয়ে বলব তোমারে,
বন্ধু কথা দাও আবার আসবে কবে?
হে বন্ধু! সত্যিই কি তুমি চলে যাচ্ছ ?
হে বিদায়ী বন্ধু !তোমায় আল বিদায়।।
বিষয়: বিবিধ
১৮৩৩ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মোছ আঁখি, দুয়ার খোলো- দাও বিদায়
হলো চেনা, হলো দেখা
নয়নজলে রইলো লেখা...
দেখা ও চেনা যদি ঠিকমত হয়ে থাকে, নয়নজলের লেখাই সেদিন আনন্দের\র বান এনে দিবে
ইনশাআল্লাহ...
আপনাকে হিংসা কি আর সাধে করি!!!
বিদায়বেলায় শুন্যআসন মেনে নেওয়া নয়কো সহজ ।
অশ্রুক্ষরন মুছে দেওয়া অনেক সহজ ,
হৃদয়ক্ষরন বন্ধ হয় না আজীবন।।
আল্লাহ আপনার পবিত্রকথা আমার আপনার ও সকল মুমিন মুমেনার নাজাতের জন্য কবুল করুন। আমাকে হিংসা করে দূরে চলে গেলে আপনারই ক্ষতি হবে ।
বরং সাথে থাকতে পারার আকাঙ্খার অপূর্ণতার হিংসা-
যে হিংসায় সওয়াব হয়!!) )
তাই আপনার অনেক কিছুই আমার চোখে ভাসে!
"এর আগেই উনি আমাকে হিংসা করে চিরতরে দূরে সরে চলে গেলেন্"
আসলে তো সবাইকেই চলে যেতে হবে-
কী রেখে গেলাম আর কী সাথে নিলাম- সেটাই বড় কথা
"যত মুসলিম সব মোর ভাই সব হয় মোর বোন" কাজী নজরুল ইসলামের এ কথাটি যখন "ইন্নামাল মু'মিনূনা ইখওয়ানা" এভাবে পেলাম তখন থেকে আর ভুলিনি! ১১ভাইবোনের সবার বড় হওয়াতে স্বভাবগতভাবেই যেন "আমার"ও"অন্যের" সুখ-দুঃখের তফাত প্রায় ভুলেই গেছি!
এসব থাক, ঈদের হেলাল ঐ দেখা যায় দূরে
নিত্যদিনই হয় যেন ঈদ সব মানুষের ঘরে
৩৪ বছর ধরে অক্লান্ত সাধনা সংগ্রাম করে চলছি জীবন সাথীর মনটা বুঝে চলার।আল্লাহ সাহায্য করুন ।
এ সাধনার স্বাদ আছে, প্রাপ্তিসুখ ও মর্যাদা আছে, কিন্তু শেষসীমা নেই
আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে - আমি এই টুডে-ব্লগ ছাড়া আর কোন ব্লগ ব্যাবহার করি-না, এবং কিছু ভিজিট করেছি কিন্তু কখনও টুডে-ব্লগ ছাড়া অন্য কোন ব্লগে রেজিষ্ট্রেশন করি-ই নাই। অন্য কোথাও কেউ এই নিক ব্যবহার করে কি-না সেটা আমার জানা নাই! এবং সে ব্যক্তি অবশ্যই আমি নই।
আর আপু বুড়ামিয়াদের “মনের মুকুরে জ্বলার মত মনে এখন আর কিছুই অবশিষ্ট নেই, তাই আপনি টেনশান করতে হবে না"।
ঈদ মোবারক ঈদ মোবারক
ঈদ আপনার ও আপনার পরিবারের সবার জন্য
বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি।আমীন
তাক্বব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম…
ঈদ মোবারক
মন্তব্য করতে লগইন করুন