ঐক্যের গ্রাম আমাদের গ্রাম
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৭ জুলাই, ২০১৪, ০৭:১৯:২৪ সন্ধ্যা
আমার গ্রামের ফটো
গতকাল গ্রামের এক চাচার সাথে ইন্টারনেটের সহায়তায় কথা হলো। উনি জানতে চাইলেন কবে দেশে আসতেছি আমি ও উনাকে নির্ধারিত একটি মাসের নাম বলে দিলাম। উনি একটু থেমে গেলেন আর খাটো কন্ঠে বললেন চাচা দেশে এসে কি লাভ আগের মত গ্রামের ছেলেদের মধ্যে ভালোবাসা নেই ঐক্য নেই শুধুই গ্রুপিং আর গ্রুপিং খেলার মাঠে ও নেই আগের মত উল্লাস।
চাচাকে আমার কিছুই বলার ছিল না তবে আমি উনাকে বলেছি ,দেখুন চাচা আমরা যখন ছোট্র ছিলাম তখন আমরা শান্ত ছিলাম সেটা নয় কিন্তু আমাদের মধ্যে ছিল ভালবাসা , ছিল ঐক্য যার একমাত্র কারণ নৈতিক শিক্ষা। আর এখন আগের চেয়ে শিক্ষার হার বেড়েছে কিন্তু নৈতিক শিক্ষার পার্সেন্টিজ অনেক কমেছে। আমাদের অভিবাবকদের মধ্যে ও ছিল ঐক্য।
কথা শেষ করার আগে চাচাকে বললাম ,মারামারি ,ঝগড়া ,গ্রুপিং ,অনৈক্য যারা করে তাদের জন্য ছেড়ে দিন এসব তারা করতেই থাকুক। আমরা তাদের পাশে যাব না আমরা শালীন ও ভদ্র প্রতিবেশিকে নিয়ে সুন্দর পরিবেশের গ্রাম দেখতে চাই। আমাদের গ্রামের সুন্দর মনের মানুষ আছে শত শত তাদের নিয়ে আমাদের ঐক্য হবে তাদের সাথে আমাদের ভালোবাসার বন্ধন তৈরী হবে। মনে রাখবেন চাচা আমাদের গ্রাম পূর্বে ঐক্যের গ্রাম হিসেবে পরিচিত ছিল আগামীতে ও থাবে তবে সেটা থাকতে হলে চাই নৈতিকতা ,ভালোবাসা এবং ঐক্য।
এটা শুধু আমার গ্রামের বেলায় নয় দেশের প্রতিটি গ্রামের মধ্যে চাই ঐক্য প্রেম ও নৈতিকতা।
বিষয়: বিবিধ
১৩৯৬ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তেমন মানুষ যে গ্রামে আছেন সে গ্রামের সুখ শান্তিও তেমন
রব্বিশরহলি সদরি
ওয়া ইয়াসসিরলি আমরি...
একমত।
ছবিটা কি ভাই বিশ্বনাথ-জগন্নাথপুর রাস্তার।
ঈদ মোবারক!
কিন্তু বর্তমান প্রজন্মের কিছু কুলাঙ্গার যেন সমস্ত পরিবেশটা নষ্ট করে দিচ্ছে প্রতিটি গ্রাম, সমাজ শহরে।
অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন