জেনে নিন রমযানে কিভাবে কুরআন পাঠ শেষ করবেন?

লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৬ জুন, ২০১৪, ১২:৫৫:৩৪ রাত

জেনে নিন রমযানে কিভাবে কুরআন পাঠ শেষ করবেন?



রমজানে যা করনীয় আমরা যখন এ মাসের গুরুত্ব অনুভব করলাম তখন আমাদের

কর্তব্য হয়ে দাঁড়াল কীভাবে এ মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো যায় সে প্রচেষ্টা চালানো। এ মাসে হেদায়াতের আলোকবর্তিকা আল-কোরআন নাজিল হয়েছে। এ মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়। এ মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়। শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। একজন ঘোষণাকারী ভাল কাজের আহ্বান জানাতে থাকে ও খারাপ কাজ থেকে বিরত থাকতে বলে। সাথে সাথে এটা হল মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। এ মাসে রয়েছে লাইলাতুল কদর যা হাজার মাস থেকে শ্রেষ্ঠ। আমাদের অনেকের ধারণা রমজান মাস সিয়াম পালন ও তারাবীহ আদায়ের মাস। ব্যাস ! আর কীসের আমল ? দিনের বেলা পানাহার থেকে বিরত থাকছি এটা কম কি? না, ব্যাপারটা শুধু এ টুকুতে সীমিত নয়। রমজান একটি বিশাল বিদ্যাপীঠ। এ রমজানে আমরা কি কি নেক আমল করতে পারি তার মধ্যে একটি আমাল হল আল-কোরআন অর্থসহ বুঝে বুঝে খতম বা তিলাওয়াত করা।

নাবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :—

الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة . . .

সিয়াম ও কোরআন কেয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে…। হাদিসে এসেছে, রমজানে জিবরাইল রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে কোরআন পাঠ করে শোনাতেন। আর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পূর্ণ কোরআন তিলাওয়াতের মাধ্যমে জিবরাইলের কাছে তুলে ধরতেন। আল-কোরআন তিলাওয়াত হল সর্বশ্রেষ্ঠ জিকির। সিয়াম পালনকারী এ জিকির থেকে বঞ্চিত থাকতে পারেন না।

আর তাই যারা এই পবিত্র মাস রামাদানে আল কুরআন খতম ও তিলাওয়াত করতে চান তারা প্রতিদিন কিভাবে এবং কতটুকু করে পড়লে পবিত্র মাস রামাদানে আল্লাহর পবিত্র কালাম আল কুরআন পাঠ শেষ করতে পারবেন, সেই বিষয়ে একটি সুন্দর কৌশল শিখাবো।আশাকরি আমাদের এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের উপকারে আসবে ইনশাহআল্লাহ।

উদ্দেশ্য: রামাদান পুরা কুরআন অর্থ সহ বুঝে পড়া বা তেলাওাত করা।

কি ভাবে করবেনঃ প্রতিদিন ৪ পৃষ্ঠা করে প্রত্যেক নামাযের পরে পড়ুন। অবশ্যই চেষ্টা করবেন বুঝে পড়ার।

৫ ওয়াক্ত নামায x ৪ পৃষ্ঠা = ২০ পৃষ্ঠা।

২০ পৃষ্ঠা = ১ পারা।

১ পারা x ৩০ দিন = পুরা কুরআন শরিফ খতম। দেখেছেন কত সহজ।

অনেকেই প্রতিদিন একপারা করে তিলাওয়াত করে রামাদান মাস এ আল-কোরআন খতম ও তিলাওয়াত করে থাকেন। তাই নিম্নে কুরআনের প্রতিটি পারা ভাগ করে দেয়া হয়েছেঃ

পারা ১ - সূরা ফাতিহা ১ – সূরা বাকারাহ ১৪১

পারা ২ - সূরা বাকারাহ ১৪২ - সূরা বাকারাহ ২৫২

পারা ৩ – সূরা বাকারাহ ২৫৩ – সূরা আল ইমরান ৯২

পারা ৪ – সূরা আল ইমরান ৯৩ – সূরা আন নিসা ২৩

পারা ৫ - সূরা আন নিসা ২৪ – সূরা আন নিসা ১৪৭

পারা ৬ - সূরা আন নিসা ১৪৮ – সূরা আল মায়েদা ৮১

পারা ৭ - সূরা আল মায়েদা ৮২- সূরা আল আনাম ১১০

পারা ৮ - সূরা আল আনাম ১১১ – সূরা আল আরাফ ৮৭

পারা ৯ - সূরা আল আরাফ ৮৮ – সূরা আল আনফাল ৪০

পারা ১০ – সূরা আল আনফাল ৪১ – সূরা আত তাওবা ৯২

পারা ১১ – সূরা আত তাওবা ৯৩ – সূরা আল হুদ ৫

পারা ১২ – সূরা আল হুদ ৬ - সূরা ইউসুফ ৫২

পারা ১৩ – সূরা ইউসুফ ৫৩ – সূরা ইব্রাহীম ৫২

পারা ১৪ – সূরা আল হিজর ১ – সূরা আন নাহল ১২৮

পারা ১৫ – সূরা বানি ইসরাইল ১- সুরা আল কাহফ ৭৪

পারা ১৬ – সুরা আল কাহফ ৭৫ – সূরা তাহা ১৩৫

পারা ১৭ – সূরা আল আনবিয়া ১ – সূরা আল হাজ্জ ৭৮

পারা ১৮ – সুরা আল মুমিনুন ১ – সূরা আলা ফুরকান ২০

পারা ১৯ – সূরা ফুরকান ২১ – সূরা আন নামল ৫৫

পারা ২০ - সূরা আন নামল ৫৬ – সূরা আল আঙ্কাবুত ৪৫

পারা ২১ – সূরা আল আঙ্কাবুত ৪৬- সূরা আল আযহাব ৩০

পারা ২২ – সূরা আল আযহাব ৩১ – সূরা ইয়াসীন ২৭

পারা ২৩ – সূরা ইয়াসীন ২৮ – সূরা আয যুমার ৩১

পারা ২৪ – সূরা আয যুমার ৩২ – সূরা ফুসিলাত ৪৬

পারা ২৫ – সূরা ফুসিলাত ৪৭ – সূরা আল জাথিয়া ৩৭

পারা ২৬ – সূরা আল আহকাফ ১ – সূরা আয যারিয়াত ৩০

পারা ২৭ - সূরা আয যারিয়াত ৩০ – সূরা আল হাদিদ ২৯

পারা ২৮ – সূরা আল মুজাদিলা ১ – সূরা আত তাহ্রিম ১২

পারা ২৯ – সূরা আল মুল্ক ১ – সূরা আল মুরসালাত ৫০

পারা ৩০ – সূরা আন নাবা ১ – সূরা আন নাস ৬



আশা করছি এই পোষ্টটি আপনাদের জন্য উপকারে আসবে।



http://www.quraneralo.org/finishing_quran_recitation/



বিষয়: বিবিধ

২৯৭৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231200
০৬ জুন ২০১৪ রাত ০১:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
ভাল করে বুঝে পড়ার জন্য প্রয়োজনে এই মাস থেকেই এভাবে পড়া শুরু করা যেতে পারে। আমার মনে হয় হাইস্পিড!! কিরাতের খতম তারাবি না পরে যে সময়টুক বাঁচবে তা কাজে লাগালে আরো সহজে খতম দেয়া সম্ভব।
১৪ জুন ২০১৪ সকাল ০৯:৫৩
181341
সত্যলিখন লিখেছেন : সুন্দর উপদেশ দিলেন ।
231203
০৬ জুন ২০১৪ রাত ০১:২৭
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো
১৪ জুন ২০১৪ সকাল ০৯:৫৩
181342
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ । জাযাকাল্লাহু খাইরান ।
231218
০৬ জুন ২০১৪ রাত ০২:১৮
আফরা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ আপু ।
১৪ জুন ২০১৪ সকাল ০৯:৫১
181340
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।
Click this link
231261
০৬ জুন ২০১৪ সকাল ০৬:৫১
হতভাগা লিখেছেন : ভাল পোস্ট দিয়েছেন ।

পবিত্র ক্বুরআনে আল্লাহ বলেছেন যে , ক্বুরআন পড়তে তাড়াহুড়ো না করতে ।

তার মানে নামাজে যেহেতু ক্বুরআনই পড়া হয় সেহেতু নামাজেও তাড়াহুড়ো করা যাবে না ।

আর আমরা খতমে তারাবীর নামাজে কি দেখি ?

''মানুষ ত্বরা প্রবন'' - এটাও আল্লাহ বলেছেন পবিত্র ক্বুরআনে ।
০৬ জুন ২০১৪ সকাল ১০:৫৩
178091
ইমরান ভাই লিখেছেন : সঠিক বলছেন, আমি তারাবির জামাতে দারালে কোরআন বোঝার চেষ্টা করি কিন্তু ইমাম এত জোরে পড়ে যে তাকে ধরাই মুশকিল হয়ে যায়।

আমার মনেহয়,
০"চুক্তি দিয়ে খতম করা হয়" তাই এত দ্রুত পড়া শেষ করে।
০মসজিদ কমিটির লোকদের দোষ আছে
০কত তারা তারি সালাত শেষ করা যায় এই ধান্দা সবার
০কুরআন বোঝার কোন চেষ্টা নাই
০কলুর বলদের মতো শুধু শোনে কিন্তু অর্থ বোঝে না
০ইমাম গুলোর জ্ঞান কম
০সর্বপরি তারাহুরা যা আপনি বলেছেন


আমার তারাবিতে দারিয়ে কোরআন শুনতে বুঝতে আর দুচোখ দিয়ে অশ্রু ধরাতে খুব ভাল লাগে। আমি অন্তর থেকে ফিল করি।

আল্লাহ আমাদেরকে বোঝার তাওফিক দিন আমীন।
০৬ জুন ২০১৪ সকাল ১১:৪১
178110
হতভাগা লিখেছেন : ইমাম জোরে পড়ে না , দ্রুত পড়ে । প্রতিযোগিতা লাগায় মাসজিদে মাসজিদে কে কার আগে খতম দিতে পারে । কোথাও কোথাও নাকি ২ বারও খতম হয় !

রমজান মাসে তারাবীতে কোরআন খতম দেওয়া কি ম্যান্ডেটরী ?
১৪ জুন ২০১৪ সকাল ০৯:৫৬
181343
সত্যলিখন লিখেছেন : সহমত । সুন্দর মন্তব্য । "কে বলে তারে হতভাগা? আমি দেখি সে সব জানা "
231298
০৬ জুন ২০১৪ সকাল ১০:৪৬
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহু খায়রান। খুব সুন্দর একটা পোস্ট অনেক উপকারী। Rose
১৪ জুন ২০১৪ সকাল ০৯:৫৭
181344
সত্যলিখন লিখেছেন : আল্লাহ তা আমাদের জানার ও মানার তাওফিক দান করুন।Praying Praying Praying
231379
০৬ জুন ২০১৪ বিকাল ০৪:৫০
তরিকুল হাসান লিখেছেন : ভালো লাগল, ধন্যবাদ।
১৪ জুন ২০১৪ সকাল ০৯:৫৭
181345
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।
Click this link
231425
০৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
নূর আল আমিন লিখেছেন : || অসাধারন লিখছেন
১৪ জুন ২০১৪ সকাল ০৯:৫৭
181346
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ আসসালামুয়ালাইকুম ।
Click this link

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File