আর্জেন্টিনা বনাম ব্রাজিল

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০৬ জুন, ২০১৪, ০১:৫৪:৩৭ রাত

আর্জেন্টিনা বনাম ব্রাজিল





আমি বিশ্বকাপে বরাবরই আর্জেন্টিনার সমর্থক । কেন ? কারণটা কেন জানি বুজি না। তাই এবারও আমার সমর্থনের ভোট পাবে মেসির দল।

আজ পড়াতে গিয়ে আমার আর্জেন্টিনা সমর্থক ৭ম শ্রেণী পড়ুয়া স্টুডেন্ট ব্রাজিল কে পচানোর জন্য কতগুলি কাব্য সংগ্রহ করে তার ব্রাজিল সমর্থক

বড় বোন কে বেশ খেপিয়ে তুলছিল। আর আমি আর্জেন্টিনা সমর্থক হিসেবে আমারও কেন যেন ভাল লাগছিল ব্রাজিল সমর্থকে নাস্তাবুদ হতে দেখে। তার বলা--



১। ব্রাজিল ফাজিল

ভিক্ষা করে মতিঝিল।



২। দুয়ে দুয়ে চার

ব্রাজিল তুই হার।



৩। চারে চারে আষ্ট

ব্রাজিল তুই বাষ্ট হ।



৪। আর্জেন্টিনা হিরো( এই হিরো জন্ম নিয়ন্ত্রণের হিরো না কিন্তু)

ব্রাজিল তুই জিরো।



৫। ব্রাজিলরা মুরগি চোর

বেড়া ভাঙ্গা দিল দৌড়।



৬। ইলিশ মাছের তিরিশ কাটা

বোয়াল মাছের দাড়ি

ব্রাজিলরা ভিক্ষা করে আর্জেন্টিনার বাড়ি। ( ব্রাজিল ভক্তরা চেঞ্জ করে এমন বলতেই পারে---- আর্জেন্টিনারা ভিক্ষা করে ব্রাজিলদের বাড়ি)



৭। এক দুই তিন

ব্রাজিল খায় ভিটামিন।

চারে চারে আট

আর্জেন্টিনার কাপ।



৮। ব্রাজিলের চায়ের কাপ

আর্জেন্টিনার বিশ্বকাপ।



৯। ইশ বিশ ধানের শীষ

ব্রাজিলের পেটে বিষ।



>>>ক্রেডিট—স্বর্ণা ও তার বন্ধু আয়েশা



-------- ছবি বিভিন্ন জায়গা হতে

বিষয়: বিবিধ

৩১৪৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231231
০৬ জুন ২০১৪ রাত ০৩:২৪
সবুজেরসিড়ি লিখেছেন : ২. ব্রাজিল . . .
231258
০৬ জুন ২০১৪ সকাল ০৬:৪৩
হতভাগা লিখেছেন : যার বিয়া তার খবর নাই

পাড়া পড়শির ঘুম নাই
231424
০৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
নূর আল আমিন লিখেছেন : আমি ব্রাজেন্টিনা
231662
০৭ জুন ২০১৪ সকাল ০৯:৪৬
egypt12 লিখেছেন : আমি ইরান,ঘানা,বসনিয়া আর আলজেরিয়া Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File