আজিকার মত বিদায় দাও মোরে ।
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৩ এপ্রিল, ২০১৪, ০২:২২:৩৮ দুপুর
আজিকার মত বিদায় দাও মোরে ।
মুসলিম জাতি আজি কেন জীবন যাপন করছে ধুলিতলে?
জীর্নসীন্ন ঈমানদাররা আজি কেন অন্যায়ের কছে শিরনত করছে ?
শত্রু হয়ে নয়,বন্ধু হয়ে আস ইসলামের কাছে করি আত্নসমার্পন।
সব অন্যায় অবিচার শোষন আর জালিমের স্বৈরাচারের জুলুম এর
অন্ধকার অমানিশি অবসানে পুরাতন বর্ষ গত হোক সব মলিনতা নিয়ে।
পুরাতন যতসব পাপপংকিলতা, ধুয়ে যাক নতুনের বাধভাঙ্গা জোয়ারে,
পুরাতন বছরের সাথে পুরাতন সব অপরাধের হাল খাতা ক্ষমা কর প্রভু।
নতুন হাল খাতা খুলে ইসলামের আলোকে শুরু হক নতুন খতিয়ান।
বন্ধুরা যে যেখানেই রও গত জীবনের জানাঅজানা ভুলের ক্ষমাচাই।
তোমাদের সবার জ়ীবন নতুনের আগমনে সুখ শান্তিতে ভরে যাক ।
সবার তরে সবাই আমরা প্রত্যেকেই মোরা পাশে দাড়াব পরের তরে ।
নববর্ষের প্রানঢালা শুভেচ্ছা নিয়ে আজিকার মত বিদায় দাও মোরে ।
আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ ।আল্লাহ হাফেয সবাইর দ্বারে।
বিষয়: বিবিধ
১৪৩১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/43512#.U1gSPaLKO1s
আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন Praying Praying Praying http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/43512#.U1gSPaLKO1s
আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন Praying Praying Praying http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/43512#.U1gSPaLKO1s
আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন Praying Praying Praying http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/43512#.U1gSPaLKO1s
আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন Praying Praying Praying http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/43512#.U1gSPaLKO1s
গাজ্জালীর মত।
আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন Praying Praying Praying http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/43512#.U1gSPaLKO1s
মন্তব্য করতে লগইন করুন