জিবনের গল্প

লিখেছেন লিখেছেন muktomanus13 ১৩ এপ্রিল, ২০১৪, ০২:২১:১৬ দুপুর

আপনার

একটি দামি মোবাইল সেট দরকার।

কিন্তু কেন? চারপাশের অনেকেই

দামি মোবাইল ব্যবহার করছে, এ

কারণে? কম দামি মোবাইল

ব্যবহারের কারণে আপনার মান

সম্মান ক্ষতিগ্রস্ত হচ্ছেÑ

এমনভাবে চিন্তা করা কতখানি যৌক্তিক?

বিষয়টা যৌক্তিক তো নয়ই

বরং আপনি যেভাবে চিন্তা করছেন

তাও সঠিক নয়। কেউ হয়ত তার

ব্যবসায়িক

প্রয়োজনে অথবা দেশের

বাইরে পরিবারের

কারো সঙ্গে সার্বক্ষণিক

বিভিন্ন তথ্য আদান প্রদানের জন্য

সর্বশেষ প্রযুক্তির

দামি মোবাইলটি কিনেছেন। আর

আপনার ক্ষেত্রে মোবাইল

সেটটি ব্যবহার হবে ভিডিও গেম,

চ্যাটিংসহ সময়

নষ্টকারী বেশিরভাগ

অপ্রয়োজনীয় কাজে। এমনও

হতে পারে, অন্য ব্যবহারকারীদের

অধিকাংশই হয়ত আপনার

মতো চিন্তা করে মোবাইলটি কিনেছেন।

সে ক্ষেত্রে মান-সম্মান

কারো না বাড়লেও খরচ যে সবার

বেড়েছে তা নিশ্চিত

করে বলা যায়। আসলে মোবাইল

কখনোই আপনার সম্মান

বৃদ্ধি করেনি। বরং প্রতিনিয়ত

পরিবর্তনশীল প্রযুক্তির

সঙ্গে দৌড়াতে গিয়ে আর্থিকভাবে পিছিয়ে গেলে আপনি আরো ক্ষতিগ্রস্ত

হবেন। মনে করে দেখুন পাঁচ বছর

আগে যে মোবাইল সেটটির জন্য

অনেকে আকৃষ্ট হয়েছেন আজ

সেটি হাতে নিতেই হয়ত

লজ্জা পাচ্ছেন।

মোবাইলে কথা বলাকে যারা অপরিহার্য

করে তুলেছেন তাদের অনেকেই

আজ মোবাইল বিহীন একটি দিন

কটানোর জন্য হাহাকার করছেন।

একইভাবে অনেকেই

ভাবতে পারেন যে,

একটা গাড়ি হলেই তার সব সমস্যার

সমাধান হতো।

গাড়ি নিঃসন্দেহে একটি দরকারি বাহন।

আপনার সামাজিক মর্যাদাও

বৃদ্ধি করে অনেকাংশে। দরকার

ছাড়া সামাজিক মর্যাদার জন্য

গাড়ি কিনলে কিন্তু আপনার

মর্যাদাহানিরও সম্ভাবনা থাকে।

অনেক

কষ্টে জমানো টাকা বা লোনে গাড়ি কিনে দেখবেন

গাড়ির মধ্যেও

নানা শ্রেণিবিভেদ আছে।

কোনো অনুষ্ঠানে গিয়ে যদি দেখেন

আপনার

গাড়িটি সবচেয়ে পুরনো আর কম

দামি,

সে ক্ষেত্রে আপনি আবারো সেই

মর্যাদা নিয়ে দুশ্চিন্তায়

পড়তে পারেন। এ কারণে অন্যের

দ্বারা প্রভাবিত

হয়ে বা পারিপার্শ্বিকতায়

অহেতুক গুরুত্ব না দিয়ে নিজের

সত্যিকার প্রয়োজনকে গুরুত্ব দিন।

যদি কোনো কিছু আপনার জন্য

প্রয়োজন হিসেবে অপরিহার্য হয়

তবে নিজের সামর্থ্য

অনুযায়ী কিনে ফেলুন

সে জিনিসটি। দেখবেন

তা আপনার কত উপকারে আসছে।

আমাদের ব্যক্তিগত

জীবনে নানা ধরনের প্রতিকূলতার

মধ্য দিয়ে যেতে হয় প্রায়

সবাইকে। এই প্রতিকূলতা আর্থিক

ক্ষেত্রে সবচেয়ে বেশি।

আমাদের মধ্যে কেউ কেউ আছেন

যারা পরিবার বা প্রিয়জনের জন্য

সবচেয়ে ভালো জিনিসটি উপহার

দিতে চান। সেটা যদি নিজের

সন্তানের ক্ষেত্রে হয়

তাহলে হৃদয়ের টান

থাকে সর্বাধিক। আর্থিক খারাপ

অবস্থায় সন্তানকে একটি কম

দামি উপহার কিনে দেয়ার

ক্ষেত্রে নিজের

অক্ষমতাকে দায়ী করে অনেকেই

মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন।

আসলে দামি উপহার

বা দামি পোশাক কিনতে পারার

মধ্যে আনন্দ খোঁজার

মানসিকতা একটি ভুল ধারণা।

মনে করে দেখুন, আপনি হয়ত

দামি একটি খেলনা কিনে দিয়ে ভেবেছিলেন

আপনার সন্তান খুব খুশি হবে। কিন্তু

সে হয়ত তার পরিবর্তে খুব সাধারণ

একটি খেলনা নিয়ে বেশি সময়

আনন্দের সঙ্গে খেলা করেছিল। এ

কারণে নিজের আর্থিক

দুরবস্থাকে বেশি গুরুত্ব

না দিয়ে পরিবারের সত্যিকার

খুশির কারণগুলোকে খুঁজে বের করুন।

রবি ঠাকুর বিশ্ব পরিভ্রমণ

শেষে লিখেছিলেন, ‘দেখা হয়

নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে শুধু দুই

পা ফেলিয়া’ কবিতাটি শুধু

ভ্রমণের মধ্যে সীমাবদ্ধ

বলা যাবে না, এখানে একটি দর্শন

রয়েছে। পৃথিবীর

সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসের

জাগতিক কোনো দুঃখবোধ

বা অতৃপ্তি থাকার কথা নয়। কারণ

আমরা যারা টাকার

পিছনে দৌড়াচ্ছি, সবাই হয়ত

ভাবছি টাকাই

এনে দেবে সবচেয়ে সুখ-শান্তি।

টাকা আয়ের উদাহরণ

হিসেবে বিল গেটস যদি আদর্শ

হয়ে থাকে তাহলে তার ব্যক্তিগত

জীবনও আমাদের জন্য আদর্শ

হতে পারে।

সাম্প্রতিককালে বিল গেটস

বলেছেন, নিজে ছেলের স্কুলের

পড়া তৈরিতে সাহায্য

করে যে আনন্দ তিনি পান তার

সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না। এ

আলোচনা আপনাকে দরিদ্র

অবস্থায় থাকার জন্য উৎসাহিত

করা নয়।

বরং একটি দামি জুতা কিনতে না পারার

জন্য যে মানসিক চাপ

উপলব্ধি করছেন সেই উপলব্ধিটা শুধু

কারো পা না থাকার কষ্টের

সঙ্গে মিলিয়ে দেখতে বলছি।

সুস্থ দেহে হেঁটে বেড়ানোর

আনন্দকে কখনোই বিসর্জন

দেয়া চলবে না। বরং বিসর্জন দিন

ওই সব অসুস্থ আর অহেতুক

প্রতিযোগিতার মন-

মানসিকতাকে। নিজের পরিবার

ও পারিপার্শ্বিকতার মধ্য থেকেই

আনন্দ খুঁজে বের করুন আর উপভোগ করুন

জীবনকে। সবশেষে আইন স্টাইনের

ভাষায় বলা যায় ‘ÔSimplicity is the

art of life. তাই সরলতার পথেই হোক

জীবনের যাত্রা। সেখানেই

খুঁজে পাবেন মুক্ত জীবনের

ঠিকানা।

বিষয়: বিবিধ

২৩৪৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

207069
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০১
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File