সাতক্ষীরা থেকে নির্যাতিত এক বোনের চিঠি পড়ুন

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২১ জানুয়ারি, ২০১৪, ০৯:৪১:৪১ রাত

[সাতক্ষীরা থেকে নির্যাতিত এক বোনের চিঠি, পড়ুন শেয়ার করুণ]



"আপু,

ভালো আছেন আশাকরি। আমাকে আপনি চিনবেন না। তবুও একান্ত নিরুপায় হয়ে আজ আপনাকে লিখছি। আমি আসলে বুঝতে পারছিলাম না কিভাবে এই কথাগুলো বলা যায় এবং আদৌ ঠিক হবে কিনা কিংবা আপনি বিরক্ত হন কিনা। প্রতিদিন হয়ত অনেক মেসেজ আপনি পেয়ে থাকেন তাই বিরক্ত হওয়াটাও স্বাভাবিক। তবুও লাজ শরমের মাথা খেয়ে আপনাকে একটা অনুরোধ করবো। রাখতে পারবেন কিনা তা আমি জানিনা, কিন্তু তবুও মনে ক্ষীণ আশা যদি আপনার দয়া হয়।

তার আগে আমার কিছু কথা বলে নিচ্ছিঃ আমি সাতক্ষীরার মেয়ে। আমার বাবা ওখানে একটি পোষ্ট অফিসের পোষ্ট মাস্টারের কাজ করেন। আগে গ্রামের স্কুলে পড়াতেন। আমরা দুই বোন, দুই ভাই। আমিই বড় ওদের মধ্যে। ইন্টার মিডিয়েট পড়বার পর আমার বাবা খুব শখ করে আমায় ঢাকা ভর্তি করিয়ে দিতে আমার এক মামকে অনুরোধ করেন এবং মামা মিরপুর বাংলা কলেজে ভর্তি করিয়ে দেন।। আমার ফেইসবুক অ্যাকাউন্ট একটি ছিলো কেবল মাত্র ছবি আপলোড করবার জন্য। এই আইডি খুব নতুন করে তৈরি করেছি। কিভাবে বাংলা লিখতে হয় সেটিও শিখেছি। আমার এই আইডি নকল কিন্তু আমি মানুষটি নকল নl l

যাইহোকl এখন আসল কথায় আসি। আপনি নিশ্চই শুনেছেন কিছুদিন আগে সাতক্ষীরার ঘটে যাওয়া ভয়ংকর সব ঘটনা। আমি তখন বেড়াতে গিয়েছি ঢাকা থেকে ওখানে। আমরা ঘুনাক্ষরেও বুঝতে পারিনি কি ঘটতে যাচ্ছে আমাদের জীবনে! আমাদের এলাকা জামাত অধ্যুষিত। কিন্তু আমার বাবা বা কেউই আমরা জীবনে রাজনিতির সাথে জড়িত ছিলাম নাl কোনদিনও না। তবে মিথ্যে বলবনা, আমার বাবা জামাতকে ভোট দিয়েছেন এবং এরশাদ সাহেবকেও ভোট দিয়েছিলেন আগে। বাবা কিন্তু জানেননা জামাতের নেতা কারা, এরশাদ যে স্বৈরাচারী উপাধি পেয়েছে এইসব। বাবা স্বল্প শিক্ষিত মানুষ ছিলেন যদিও প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। আমরা আসলে ওসব নিয়ে কোনদিন আলোচনাই করিনি। নিজেদের সংসারের কলহ, আনন্দ এসব নিয়েই ব্যাস্ত থাকতাম।

হঠাত করেই আমাদের পাশের বাড়ির চাচা এসে আব্বাকে বলছিলেন, আর্মি আসছে জামাতিদের ধরতে। আব্বা তেমন কোন গুরুত্ব না দিয়ে আলোচনা করতে লাগ্লেন ওই চাচার সাথে। এর কিছুক্ষন পরেই শুনতে পেলাম গুলির শব্দ, চেচামেচি, আল্লাহু আকবর, গাড়ির ইঞ্জিনের শব্দ, মহিলাদের কান্না, কেমন যেন একটা অবস্থা! আমরা প্রথমে ভেবেছি কোথাও ডাকাত পরেছে কিংবা আগুন লেগেছে। চাচা আর আব্বার সাথে আমার ১২ বছরের ভাইটিও এক্সাইটেড হয়ে গিয়ে দৌড়ে উঠান ছেড়ে বাইরে বেড়িয়ে গেল। কিন্তু আমাদের কার্নিশ থেকে দেখা যাচ্ছে প্রচুর মানুষ জন এদিক সেদিক পালাচ্ছে। আমরা মেয়েরা ভয়ে দরজা লাগিয়ে দিলাম। তখনও জানিনা ব্যাপারটি কি। সাথে সাথেই দরজায় টোকা পড়তে লাগলো, না খোলাতে এবার ধাম ধাম করে বারি শুরু হল! আমি আর আমার সন্তান সম্ভবা ছোট খালা খাটের নিচে ঢুকে গেলাম। আল্লাহ তায়ালা মনে হয় মেয়েদের সিক্সথ সেন্স অনেক স্ট্রং করে পাঠান। আমার ৫ বছরের খালাতো ভাই ভয় পেয়ে কাঁদতে শুরু করল। আম্মা ওকে ধরে দাঁড়িয়ে আছেন, কিংকর্তব্যবিমুঢ় অবস্থায়। আমাদের কাঠের দরজা ভাঙতে খুব বেশি বেগ পেতে হয়নি ওদের।

আমি চোখ বন্ধ করেছিলাম না কি হয়েছিলো তা আর আমার মনে নেই। শুধু ভাংচুরের শব্দ, কান্না, আর আমার মায়ের কণ্ঠ ভেসে আসছিলো, বাবারে পায়ে ধরি , বাবা পায়ে ধরি, বাবা আমরা নিরীহ, এইসব কথার আর্তনাদ। খালাতো ভাইটাকে ধাক্কা মেরে দেয়ালে ঠেলে দেয়ার পর আর কোন সাড়া শব্দ নেই ওর। একজনের কণ্ঠ শুনলাম, ধুর ব্যাডা কি করস? দশ বারোজন লোক কারও গায়েই ইউনিফর্ম ছিলোনা। ওরা খাটের তোষক উল্টে ফেলে দেয়। খালা আর আমি ভয়ে চিৎকার করে উঠি। ওরা এবার খাটের নিচে উঁকি দিয়ে দেখে আমরা! খালাটা ইতিমধ্যে অজ্ঞ্যান হয়ে পড়ে আছেন। আমাকে ওরা টেনে বের করে আমার কামিজ ধরে। আমি বলি, প্লিজ ভাইয়া। আপনারা আমার ধর্মের ভাই লাগেন, ভাইয়া প্লিজ। একজন বলে, "এল্লা পিলিজ *দাইতাসে। খা** মা** বান্ধ।" এই কথা বলেই চড় লাগিয়ে দেয়, আমার মা দৌড়ে আসেন, তাকে চুলের মুঠি ধরে চড় থাপ্পড় দেয়া হয়। বাজে গালি দেয়া হয়। আমি ওদের চড় খেয়ে দরজার কাছে ছিটকে পড়ি। সাথে সাথেই এক দৌড় দিয়ে বাইরে চলে আসি। কে আমার পেছনে আসছে নাকি আমি কোথায় যাচ্ছি তা বুঝতে পারিনি, কেবল একটা কথাই মনে ছিল, দৌড়াতে হবে। আমি একটা গয়াল ঘরের পেছনে আশ্রয় নেই। চার ঘণ্টা আমি ওখানেই ছিলাম। পড়ে আস্তে আস্তে বের হয়ে আসি সব কিছু ঠান্ডা হয়ে এলে। আমাদের বাড়ি আমি চিনতে পারছিলামনা। কাঠের স্তূপ হয়ে পড়ে আছে। মহিলারা বিলাপ করে কাঁদছে। বাবা তখনও বাসায় ফেরেনি। আমার মাকে জড়ো করে অনেক মহিলারা দাঁড়ানো। মা নিথর বসে আছেন খালার লাশের সামনে। রক্তে খালার শাড়ী ভিজে চুপচুপা। একটা বাড়িতেও কোন পুরুষ ছিলোনা, কেউ ডাক্তারের কাছে নিয়ে যায়নি খালাকে, সবার বাড়িই ভেঙ্গে ফেলা হয়েছে, লুটপাট করে নিয়ে গিয়েছে সব কিছু। সব কিছু। অন্তত পক্ষে ৯ জন মেয়ে ধর্ষিত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ থেকে আসা একটি কাজের মেয়ে সহ একি পরিবারের তিনজন আছে এবং তারা ধর্ষিত হয়েছে পুলিশ দ্বারা। আমাদের বাসায় যারা এসেছিলো তারা পুলিশ ছিলোনা। খাটো ও বখাটে ধাঁচের ছিল। ৬ জন মারা গিয়েছে। অসংখ্য যুবক ছেলের হাত নেই, পা নেই এরকম অবস্থা। গুলি খেয়ে, চাপাতির কোপ খেয়ে অনেকে জখম। আর বাড়িগুলো ভাঙ্গাচোরা স্তুপ। চার পাঁচটা গরুর গায়েও গুলি লেগেছে। একটা মৃত্যু পুরি। আমরা সাতদিন পর্যন্ত সম্পূর্ণ খলা আকাশের নিচে রাত কাটিয়েছি। আপনি কি জানেন, একপরিবারের এক মেয়ের জামাইকে সামান্য আঘাত করে গর্তে ফেলে দিয়ে জীবন্ত মাটি চাপা দিয়ে দেয়া হয়েছে?

বিশ্বাস হয় আপু ? হয়না তাইনা? হবে কেন? কোন মিডিয়া যায়নি কাভার করতে, কিছু ছেলেপেলে গিয়েছিলো মোবাইল দিয়ে ভিডিও করতে, সবাই মিলে তাড়িয়ে দিয়েছে ওদের। রাগে, ক্ষোভে। সাতক্ষীরা অঞ্চলটি কি দেশের বাইরে? আমরা কি মানুষ না আপু ?? আমাদের কি ব্যাথা লাগেনা গুলি খেলে? ধর্ষিত হলে? আমরা কি করেছি যে আমাদের এরকম ভাবে নিঃশেষ করে দেয়া হল? আমার বাবা এখন বাড়ি ফিরেছেন শুনেছি, কিন্তু কথা বলতে পারেননা।

আমি ঢাকায় এসে অনেক সংবাদ পত্রের অফিসে গিয়েছি, কেউ আমার কথা শুনতে চায়নি। যে দু একজন শুনেছে তারা বলেছে, ধৈর্য ধর। ব্যাস, এটুকুই। আমরা মানুষ না তাইনা আপু ? আমার মা ভাবছেন, আমার আর বিয়ে দেয়া যাবেনা। লোকে কি বলবে? আমরা কার কি ক্ষতি করেছি ভাই? আমাদেরও ক্ষুধা লাগে, ব্যাথা লাগে যেমন আপনাদের লাগে। আমরাও মানুষ। হয়ত গরীব, দামি সাবান, দামি প্রসাধনী ব্যাবহার করতে পারিনা। পারফিউম দিয়ে গায়ের গন্ধ ঢেকে রাখতে পারিনা, শুদ্ধ ভাবে কথা বলতে পারিনা কিন্তু তারপরও আমাদের জীবন আছে, আমার আর এখন কান্না আসেনা। কিন্তু এত অসহায় লাগে। আশে পাশের সব মানুষকে ভয়ংকর মনে হয়।

আপনার কাছে বলার একটাই উদ্দেশ্য , আপনি কি আমার এই কথাগুলো একবার আপনার বন্ধুদের জানাবেন? আপনি বিদেশ থাকেন বলে আপনাকে জানালাম যেন আপনার ক্ষতি না হয় l আমাদের সন্মান আর আমাদের জীবন আর ফিরে পাবনা জানি কিন্তু অন্তত পক্ষে কিছু মানুষ জানুক , বিংশ শতাব্দীতে কি বর্বর ঘটনা ঘটে গিয়েছে আমাদেরি দেশে।"

সংগ্রহ করেছি ফেসবুক https://www.facebook.com/photo.php?fbid=201402763393177&set=a.141440926056028.1073741828.140693046130816&type=1

বিষয়: বিবিধ

৫৯৩০ বার পঠিত, ৪৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165565
২১ জানুয়ারি ২০১৪ রাত ১০:০৭
ইমরান ভাই লিখেছেন : পড়লাম কস্টে বুকটা ফেটে যাচ্ছে
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২০
124935
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।আমার লিখা একটি পোস্ট পড়ার অনুরোধ রইল। http://www.onbangladesh.net/blog/blogdetail/detail/2662/sottolikhon/37581#.UuwC8_us-1s
০৮ মে ২০১৪ রাত ০২:৪৭
166760
সত্যলিখন লিখেছেন : একজন নির্যাতিতা কাশ্মীরী মুসলিম বোনের হৃদয় বিদারক চিঠি:-
ামার শ্রদ্ধেয় প্রান প্রিয় মুসলিম ভাই বোনেরা ,আপনি কি কিছু চিন্তা করতে পেরেছেন ? আমার মনে হলো আমার কাশ্মীরের নির্ক্সাতিত বোনের চিঠি আর বাংলাশের সাতক্ষীরা থেকে নির্যাতিত বোনের লিখা বোনের চিঠি একই রকম ।এই হায়নারা সবাই একই বনের ক্ষুদার্থ নরপুশু । এরা ক্ষুদার্থ হয়ে একেকবার একেক মুসলমান এলাকায় ডুকে তাদের ক্ষুদা নিবারন করছে । আমরা কলেমার নামধারীরা এদের ভয়ে যদি ঘরে বা মসজিদের কোণে ডুকে যাই তা তারা আর বেশী এঈ ভাবে আজ় আমার কাল আপনার মা বোনের ইজ্জত লুন্ঠিত করে যাবে । তাই আপনি ২ টি চিঠি পড়ে ভাবুন আপনার মুসলমান হিসাবে এখন কি করা উচিত ।

Click this link
165569
২১ জানুয়ারি ২০১৪ রাত ১০:১৫
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : কান্নায় চোখটা ঝাপসা হয়ে গেল। জানিনা কখন থামবে এই জুলুম।
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২০
124936
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।আমার লিখা একটি পোস্ট পড়ার অনুরোধ রইল। http://www.onbangladesh.net/blog/blogdetail/detail/2662/sottolikhon/37581#.UuwC8_us-1s
০৮ মে ২০১৪ রাত ০২:৪৭
166759
সত্যলিখন লিখেছেন : একজন নির্যাতিতা কাশ্মীরী মুসলিম বোনের হৃদয় বিদারক চিঠি:-
ামার শ্রদ্ধেয় প্রান প্রিয় মুসলিম ভাই বোনেরা ,আপনি কি কিছু চিন্তা করতে পেরেছেন ? আমার মনে হলো আমার কাশ্মীরের নির্ক্সাতিত বোনের চিঠি আর বাংলাশের সাতক্ষীরা থেকে নির্যাতিত বোনের লিখা বোনের চিঠি একই রকম ।এই হায়নারা সবাই একই বনের ক্ষুদার্থ নরপুশু । এরা ক্ষুদার্থ হয়ে একেকবার একেক মুসলমান এলাকায় ডুকে তাদের ক্ষুদা নিবারন করছে । আমরা কলেমার নামধারীরা এদের ভয়ে যদি ঘরে বা মসজিদের কোণে ডুকে যাই তা তারা আর বেশী এঈ ভাবে আজ় আমার কাল আপনার মা বোনের ইজ্জত লুন্ঠিত করে যাবে । তাই আপনি ২ টি চিঠি পড়ে ভাবুন আপনার মুসলমান হিসাবে এখন কি করা উচিত ।

Click this link
165582
২১ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : নব্য হায়েনাদের হাতে আজ দেশ বন্দী। মহান আল্লাহ আমাদের দেশকে রহম করুন এই দুয়া করি।
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২১
124937
সত্যলিখন লিখেছেন : Praying Praying Praying
০৮ মে ২০১৪ রাত ০২:৪৭
166758
সত্যলিখন লিখেছেন : একজন নির্যাতিতা কাশ্মীরী মুসলিম বোনের হৃদয় বিদারক চিঠি:-
ামার শ্রদ্ধেয় প্রান প্রিয় মুসলিম ভাই বোনেরা ,আপনি কি কিছু চিন্তা করতে পেরেছেন ? আমার মনে হলো আমার কাশ্মীরের নির্ক্সাতিত বোনের চিঠি আর বাংলাশের সাতক্ষীরা থেকে নির্যাতিত বোনের লিখা বোনের চিঠি একই রকম ।এই হায়নারা সবাই একই বনের ক্ষুদার্থ নরপুশু । এরা ক্ষুদার্থ হয়ে একেকবার একেক মুসলমান এলাকায় ডুকে তাদের ক্ষুদা নিবারন করছে । আমরা কলেমার নামধারীরা এদের ভয়ে যদি ঘরে বা মসজিদের কোণে ডুকে যাই তা তারা আর বেশী এঈ ভাবে আজ় আমার কাল আপনার মা বোনের ইজ্জত লুন্ঠিত করে যাবে । তাই আপনি ২ টি চিঠি পড়ে ভাবুন আপনার মুসলমান হিসাবে এখন কি করা উচিত ।

Click this link
165585
২১ জানুয়ারি ২০১৪ রাত ১১:২৬
জোবাইর চৌধুরী লিখেছেন : নাহ ! এ আমার স্বদেশ হতে পারেনা,অসম্ভব। ক্ষমতার জন্যে আর কত নিচুতে নামবে ওরা? আল্লাহ কি দেখছেন না? হে আল্লাহ, এ গুলোতো পড়তেও খারাপ লাগছে।
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২১
124938
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।আমার লিখা একটি পোস্ট পড়ার অনুরোধ রইল। http://www.onbangladesh.net/blog/blogdetail/detail/2662/sottolikhon/37581#.UuwC8_us-1s
০৮ মে ২০১৪ রাত ০২:৪৬
166757
সত্যলিখন লিখেছেন : একজন নির্যাতিতা কাশ্মীরী মুসলিম বোনের হৃদয় বিদারক চিঠি:-
ামার শ্রদ্ধেয় প্রান প্রিয় মুসলিম ভাই বোনেরা ,আপনি কি কিছু চিন্তা করতে পেরেছেন ? আমার মনে হলো আমার কাশ্মীরের নির্ক্সাতিত বোনের চিঠি আর বাংলাশের সাতক্ষীরা থেকে নির্যাতিত বোনের লিখা বোনের চিঠি একই রকম ।এই হায়নারা সবাই একই বনের ক্ষুদার্থ নরপুশু । এরা ক্ষুদার্থ হয়ে একেকবার একেক মুসলমান এলাকায় ডুকে তাদের ক্ষুদা নিবারন করছে । আমরা কলেমার নামধারীরা এদের ভয়ে যদি ঘরে বা মসজিদের কোণে ডুকে যাই তা তারা আর বেশী এঈ ভাবে আজ় আমার কাল আপনার মা বোনের ইজ্জত লুন্ঠিত করে যাবে । তাই আপনি ২ টি চিঠি পড়ে ভাবুন আপনার মুসলমান হিসাবে এখন কি করা উচিত ।

Click this link
165595
২২ জানুয়ারি ২০১৪ রাত ১২:৩৯
শেষ বিকেলের লিখেছেন : খুব মজার গল্প তো, গল্পটি আরো বড় হলে বিয়াপুক হত।
২২ জানুয়ারি ২০১৪ রাত ০৩:০৩
119771
রাবেয়া রোশনি লিখেছেন : Surprised Surprised
২২ জানুয়ারি ২০১৪ রাত ০৩:০৯
119773
গন্ধসুধা লিখেছেন : হ! আরো বড় হলে অমানুষরা আরো বিনোদন পেতো!
২২ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:৪৭
119779
মনসুর আহামেদ লিখেছেন : @শেষ বিকেলেআকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো
এই নেরিকুত্তার এত নিক
২২ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:৪৮
119780
মনসুর আহামেদ লিখেছেন : @শেষ বিকেলেআকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো
এই নেরিকুত্তার এত নিক
২২ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০৪
120091
মনসুর আহামেদ লিখেছেন : @শেষ বিকেলেরআকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো
এই নেরিকুত্তার এত নিক
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২১
124939
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।আমার লিখা একটি পোস্ট পড়ার অনুরোধ রইল। http://www.onbangladesh.net/blog/blogdetail/detail/2662/sottolikhon/37581#.UuwC8_us-1s
০৮ মে ২০১৪ রাত ০২:৪৬
166756
সত্যলিখন লিখেছেন : একজন নির্যাতিতা কাশ্মীরী মুসলিম বোনের হৃদয় বিদারক চিঠি:-
ামার শ্রদ্ধেয় প্রান প্রিয় মুসলিম ভাই বোনেরা ,আপনি কি কিছু চিন্তা করতে পেরেছেন ? আমার মনে হলো আমার কাশ্মীরের নির্ক্সাতিত বোনের চিঠি আর বাংলাশের সাতক্ষীরা থেকে নির্যাতিত বোনের লিখা বোনের চিঠি একই রকম ।এই হায়নারা সবাই একই বনের ক্ষুদার্থ নরপুশু । এরা ক্ষুদার্থ হয়ে একেকবার একেক মুসলমান এলাকায় ডুকে তাদের ক্ষুদা নিবারন করছে । আমরা কলেমার নামধারীরা এদের ভয়ে যদি ঘরে বা মসজিদের কোণে ডুকে যাই তা তারা আর বেশী এঈ ভাবে আজ় আমার কাল আপনার মা বোনের ইজ্জত লুন্ঠিত করে যাবে । তাই আপনি ২ টি চিঠি পড়ে ভাবুন আপনার মুসলমান হিসাবে এখন কি করা উচিত ।

Click this link
165602
২২ জানুয়ারি ২০১৪ রাত ১২:৪৯
নাবীল লিখেছেন : কুলাঙ্গার হাছিনার গোষ্ঠিদের বিচার কি কখনোই বাংলার জমিনে হবেনা।
আল্লাহ কিন্তু কাউকে কখনোই ছাড়বেনা। তখন হয়তো আমরা থাকবোনা।
এই ধরনের তাফার্লিং শেখ মুজিব ও করেছিলেন।কিন্তু আল্লাহ ডালিমকে দিয়ে জন্মের মারা মারাইছে।
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২২
124940
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।আমার লিখা একটি পোস্ট পড়ার অনুরোধ রইল। http://www.onbangladesh.net/blog/blogdetail/detail/2662/sottolikhon/37581#.UuwC8_us-1s
০৮ মে ২০১৪ রাত ০২:৪৬
166755
সত্যলিখন লিখেছেন : একজন নির্যাতিতা কাশ্মীরী মুসলিম বোনের হৃদয় বিদারক চিঠি:-
ামার শ্রদ্ধেয় প্রান প্রিয় মুসলিম ভাই বোনেরা ,আপনি কি কিছু চিন্তা করতে পেরেছেন ? আমার মনে হলো আমার কাশ্মীরের নির্ক্সাতিত বোনের চিঠি আর বাংলাশের সাতক্ষীরা থেকে নির্যাতিত বোনের লিখা বোনের চিঠি একই রকম ।এই হায়নারা সবাই একই বনের ক্ষুদার্থ নরপুশু । এরা ক্ষুদার্থ হয়ে একেকবার একেক মুসলমান এলাকায় ডুকে তাদের ক্ষুদা নিবারন করছে । আমরা কলেমার নামধারীরা এদের ভয়ে যদি ঘরে বা মসজিদের কোণে ডুকে যাই তা তারা আর বেশী এঈ ভাবে আজ় আমার কাল আপনার মা বোনের ইজ্জত লুন্ঠিত করে যাবে । তাই আপনি ২ টি চিঠি পড়ে ভাবুন আপনার মুসলমান হিসাবে এখন কি করা উচিত ।

Click this link
165642
২২ জানুয়ারি ২০১৪ রাত ০৩:০৬
রাবেয়া রোশনি লিখেছেন : কিছুই বলার ভাষা নেই আপু Sad
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২২
124941
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।আমার লিখা একটি পোস্ট পড়ার অনুরোধ রইল। http://www.onbangladesh.net/blog/blogdetail/detail/2662/sottolikhon/37581#.UuwC8_us-1s
০৮ মে ২০১৪ রাত ০২:৪৬
166754
সত্যলিখন লিখেছেন : একজন নির্যাতিতা কাশ্মীরী মুসলিম বোনের হৃদয় বিদারক চিঠি:-
ামার শ্রদ্ধেয় প্রান প্রিয় মুসলিম ভাই বোনেরা ,আপনি কি কিছু চিন্তা করতে পেরেছেন ? আমার মনে হলো আমার কাশ্মীরের নির্ক্সাতিত বোনের চিঠি আর বাংলাশের সাতক্ষীরা থেকে নির্যাতিত বোনের লিখা বোনের চিঠি একই রকম ।এই হায়নারা সবাই একই বনের ক্ষুদার্থ নরপুশু । এরা ক্ষুদার্থ হয়ে একেকবার একেক মুসলমান এলাকায় ডুকে তাদের ক্ষুদা নিবারন করছে । আমরা কলেমার নামধারীরা এদের ভয়ে যদি ঘরে বা মসজিদের কোণে ডুকে যাই তা তারা আর বেশী এঈ ভাবে আজ় আমার কাল আপনার মা বোনের ইজ্জত লুন্ঠিত করে যাবে । তাই আপনি ২ টি চিঠি পড়ে ভাবুন আপনার মুসলমান হিসাবে এখন কি করা উচিত ।

Click this link
165655
২২ জানুয়ারি ২০১৪ রাত ০৪:০৩
আহবান লিখেছেন : My Sister, I do not know what is the solution. Tear is coming to my house. O Allah ! can you please look into Bangladesh.
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২২
124942
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।আমার লিখা একটি পোস্ট পড়ার অনুরোধ রইল। http://www.onbangladesh.net/blog/blogdetail/detail/2662/sottolikhon/37581#.UuwC8_us-1s
০৮ মে ২০১৪ রাত ০২:৪৫
166753
সত্যলিখন লিখেছেন : একজন নির্যাতিতা কাশ্মীরী মুসলিম বোনের হৃদয় বিদারক চিঠি:-
ামার শ্রদ্ধেয় প্রান প্রিয় মুসলিম ভাই বোনেরা ,আপনি কি কিছু চিন্তা করতে পেরেছেন ? আমার মনে হলো আমার কাশ্মীরের নির্ক্সাতিত বোনের চিঠি আর বাংলাশের সাতক্ষীরা থেকে নির্যাতিত বোনের লিখা বোনের চিঠি একই রকম ।এই হায়নারা সবাই একই বনের ক্ষুদার্থ নরপুশু । এরা ক্ষুদার্থ হয়ে একেকবার একেক মুসলমান এলাকায় ডুকে তাদের ক্ষুদা নিবারন করছে । আমরা কলেমার নামধারীরা এদের ভয়ে যদি ঘরে বা মসজিদের কোণে ডুকে যাই তা তারা আর বেশী এঈ ভাবে আজ় আমার কাল আপনার মা বোনের ইজ্জত লুন্ঠিত করে যাবে । তাই আপনি ২ টি চিঠি পড়ে ভাবুন আপনার মুসলমান হিসাবে এখন কি করা উচিত ।

Click this link
165671
২২ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:০০
আবদুল কাদের হেলাল লিখেছেন : এর জন্যে খালেদা জিয়াই দায়ী সে কেনো র' এর এজেন্ট জানার পরও জেনারেল মহিনকে সেনা প্রধান করলো । সমাধান একটাই তাহলো একজন বুড়ো মানুষের কর্মসূচি 'আন্দোলন'।
২২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
120063
আহমদ মুসা লিখেছেন : বেগম খালেদা জিয়াকে এককভাবে দায়ী করা ঠিক হবে না। আমাদের টোটাল রাজনৈতিক দূবৃত্বপনার সুযোগ নিয়েছে নব্য মীর জাফর জেনারেল মইন এবং তাকে যারা ইন্ধন যুগিয়েছে ব্রাহ্মণ্যবাদী ইনডিয়ান শয়তান ও ততকালীন বৃটিশ হাইকমিশনার বাংলাদেশী বংশবসংবদ আনোয়ার চৌধুরী
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২২
124943
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।আমার লিখা একটি পোস্ট পড়ার অনুরোধ রইল। http://www.onbangladesh.net/blog/blogdetail/detail/2662/sottolikhon/37581#.UuwC8_us-1s
০৮ মে ২০১৪ রাত ০২:৪৫
166752
সত্যলিখন লিখেছেন : একজন নির্যাতিতা কাশ্মীরী মুসলিম বোনের হৃদয় বিদারক চিঠি:-
ামার শ্রদ্ধেয় প্রান প্রিয় মুসলিম ভাই বোনেরা ,আপনি কি কিছু চিন্তা করতে পেরেছেন ? আমার মনে হলো আমার কাশ্মীরের নির্ক্সাতিত বোনের চিঠি আর বাংলাশের সাতক্ষীরা থেকে নির্যাতিত বোনের লিখা বোনের চিঠি একই রকম ।এই হায়নারা সবাই একই বনের ক্ষুদার্থ নরপুশু । এরা ক্ষুদার্থ হয়ে একেকবার একেক মুসলমান এলাকায় ডুকে তাদের ক্ষুদা নিবারন করছে । আমরা কলেমার নামধারীরা এদের ভয়ে যদি ঘরে বা মসজিদের কোণে ডুকে যাই তা তারা আর বেশী এঈ ভাবে আজ় আমার কাল আপনার মা বোনের ইজ্জত লুন্ঠিত করে যাবে । তাই আপনি ২ টি চিঠি পড়ে ভাবুন আপনার মুসলমান হিসাবে এখন কি করা উচিত ।

Click this link
১০
165743
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৪
ফাতিমা মারিয়াম লিখেছেন : ”যে ব্যক্তি জুলুম ও অন্যায় বাড়াবাড়ি করে এমনটি করবে তাকে আমি অবশ্যি আগুনে নিক্ষেপ করবো। আর আল্লাহর জন্য এটা কোন কঠিন কাজ নয়।”

[ আন্ নিসা; আয়াত নং- ৩০]
০৮ মে ২০১৪ রাত ০২:৪৫
166751
সত্যলিখন লিখেছেন : একজন নির্যাতিতা কাশ্মীরী মুসলিম বোনের হৃদয় বিদারক চিঠি:-
ামার শ্রদ্ধেয় প্রান প্রিয় মুসলিম ভাই বোনেরা ,আপনি কি কিছু চিন্তা করতে পেরেছেন ? আমার মনে হলো আমার কাশ্মীরের নির্ক্সাতিত বোনের চিঠি আর বাংলাশের সাতক্ষীরা থেকে নির্যাতিত বোনের লিখা বোনের চিঠি একই রকম ।এই হায়নারা সবাই একই বনের ক্ষুদার্থ নরপুশু । এরা ক্ষুদার্থ হয়ে একেকবার একেক মুসলমান এলাকায় ডুকে তাদের ক্ষুদা নিবারন করছে । আমরা কলেমার নামধারীরা এদের ভয়ে যদি ঘরে বা মসজিদের কোণে ডুকে যাই তা তারা আর বেশী এঈ ভাবে আজ় আমার কাল আপনার মা বোনের ইজ্জত লুন্ঠিত করে যাবে । তাই আপনি ২ টি চিঠি পড়ে ভাবুন আপনার মুসলমান হিসাবে এখন কি করা উচিত ।

Click this link
১১
165872
২২ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৭
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : ফেসবুক ও বিভিন্ন ব্লগ সাইট হতে জানলে পারলাম : জামায়াতী বিশেষত নিকাবী মেয়েদের এবং বিএনপি-র সাথে সম্পৃত্ত পরিবারের মেয়েদের ধর্ষণ করছে পুলিশ বাহিনী ও আওয়ামী লীগের লোকরা । ফেসবুকে এমন এক নিকাবী পড়া ধর্যিতা মেয়ের চিঠিও পড়লাম ।

আমি মনে করি , ধর্ষিতা মেয়েরা এই দুই লেখা পড়ে অনুপ্রাণিত হতে পারে :

http://www.bdtomorrow.net/blog/blogdetail/detail/1864/fakhrul/1440

http://www.bdtomorrow.net/blog/blogdetail/detail/1864/aynashah/27049
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২৩
124944
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।আমার লিখা একটি পোস্ট পড়ার অনুরোধ রইল। http://www.onbangladesh.net/blog/blogdetail/detail/2662/sottolikhon/37581#.UuwC8_us-1s
০৮ মে ২০১৪ রাত ০২:৪৪
166750
সত্যলিখন লিখেছেন : একজন নির্যাতিতা কাশ্মীরী মুসলিম বোনের হৃদয় বিদারক চিঠি:-
ামার শ্রদ্ধেয় প্রান প্রিয় মুসলিম ভাই বোনেরা ,আপনি কি কিছু চিন্তা করতে পেরেছেন ? আমার মনে হলো আমার কাশ্মীরের নির্ক্সাতিত বোনের চিঠি আর বাংলাশের সাতক্ষীরা থেকে নির্যাতিত বোনের লিখা বোনের চিঠি একই রকম ।এই হায়নারা সবাই একই বনের ক্ষুদার্থ নরপুশু । এরা ক্ষুদার্থ হয়ে একেকবার একেক মুসলমান এলাকায় ডুকে তাদের ক্ষুদা নিবারন করছে । আমরা কলেমার নামধারীরা এদের ভয়ে যদি ঘরে বা মসজিদের কোণে ডুকে যাই তা তারা আর বেশী এঈ ভাবে আজ় আমার কাল আপনার মা বোনের ইজ্জত লুন্ঠিত করে যাবে । তাই আপনি ২ টি চিঠি পড়ে ভাবুন আপনার মুসলমান হিসাবে এখন কি করা উচিত ।

Click this link
১২
165901
২২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
রেজাউল ইসলাম লিখেছেন : নাহ!! এ আমার বাংলাদেশ নয়। আমি চিৎকার করে বলছি, এই হারামিদের বিচার এই বাংলাদেশেই হবে.. ওদের রক্ত কুকুর দিয়ে খাওয়াব। হে আল্লাহ্‌ শক্তি দাও আমায়, যেমন তুমি দিয়েছিলে সুলতান সালাউদ্দিন আইউবি, সুলতান মাহমুদ ফতেহ, সুলতান মাহমুদ গজনবী কে যেমন দিয়েছিলে। Praying
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২৩
124945
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।আমার লিখা একটি পোস্ট পড়ার অনুরোধ রইল। http://www.onbangladesh.net/blog/blogdetail/detail/2662/sottolikhon/37581#.UuwC8_us-1s
০৮ মে ২০১৪ রাত ০২:৪৪
166749
সত্যলিখন লিখেছেন : একজন নির্যাতিতা কাশ্মীরী মুসলিম বোনের হৃদয় বিদারক চিঠি:-
ামার শ্রদ্ধেয় প্রান প্রিয় মুসলিম ভাই বোনেরা ,আপনি কি কিছু চিন্তা করতে পেরেছেন ? আমার মনে হলো আমার কাশ্মীরের নির্ক্সাতিত বোনের চিঠি আর বাংলাশের সাতক্ষীরা থেকে নির্যাতিত বোনের লিখা বোনের চিঠি একই রকম ।এই হায়নারা সবাই একই বনের ক্ষুদার্থ নরপুশু । এরা ক্ষুদার্থ হয়ে একেকবার একেক মুসলমান এলাকায় ডুকে তাদের ক্ষুদা নিবারন করছে । আমরা কলেমার নামধারীরা এদের ভয়ে যদি ঘরে বা মসজিদের কোণে ডুকে যাই তা তারা আর বেশী এঈ ভাবে আজ় আমার কাল আপনার মা বোনের ইজ্জত লুন্ঠিত করে যাবে । তাই আপনি ২ টি চিঠি পড়ে ভাবুন আপনার মুসলমান হিসাবে এখন কি করা উচিত ।

Click this link
১৩
166304
২৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৩
শান্তিপ্রিয় লিখেছেন : মুক্তিযুদ্ধের সময় যারা ধর্ষণ করেছে, তারা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে আছে, আজও যারা এমন অত্যাচার নির্যাতন করছে, তারাও বিচারের বাইরে রয়ে যাচ্ছে। তবে কিয়ামতের দিন মহান আল্লাহ তাদের উপযুক্ত শাস্তি দিবেন। এই প্রতিক্ষায় বসে রইলাম।
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২৩
124946
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।আমার লিখা একটি পোস্ট পড়ার অনুরোধ রইল। http://www.onbangladesh.net/blog/blogdetail/detail/2662/sottolikhon/37581#.UuwC8_us-1s
০৮ মে ২০১৪ রাত ০২:৪৪
166748
সত্যলিখন লিখেছেন : একজন নির্যাতিতা কাশ্মীরী মুসলিম বোনের হৃদয় বিদারক চিঠি:-
ামার শ্রদ্ধেয় প্রান প্রিয় মুসলিম ভাই বোনেরা ,আপনি কি কিছু চিন্তা করতে পেরেছেন ? আমার মনে হলো আমার কাশ্মীরের নির্ক্সাতিত বোনের চিঠি আর বাংলাশের সাতক্ষীরা থেকে নির্যাতিত বোনের লিখা বোনের চিঠি একই রকম ।এই হায়নারা সবাই একই বনের ক্ষুদার্থ নরপুশু । এরা ক্ষুদার্থ হয়ে একেকবার একেক মুসলমান এলাকায় ডুকে তাদের ক্ষুদা নিবারন করছে । আমরা কলেমার নামধারীরা এদের ভয়ে যদি ঘরে বা মসজিদের কোণে ডুকে যাই তা তারা আর বেশী এঈ ভাবে আজ় আমার কাল আপনার মা বোনের ইজ্জত লুন্ঠিত করে যাবে । তাই আপনি ২ টি চিঠি পড়ে ভাবুন আপনার মুসলমান হিসাবে এখন কি করা উচিত ।

Click this link
১৪
218841
০৮ মে ২০১৪ রাত ০২:৪৩
সত্যলিখন লিখেছেন : একজন নির্যাতিতা কাশ্মীরী মুসলিম বোনের হৃদয় বিদারক চিঠি:-
ামার শ্রদ্ধেয় প্রান প্রিয় মুসলিম ভাই বোনেরা ,আপনি কি কিছু চিন্তা করতে পেরেছেন ? আমার মনে হলো আমার কাশ্মীরের নির্ক্সাতিত বোনের চিঠি আর বাংলাশের সাতক্ষীরা থেকে নির্যাতিত বোনের লিখা বোনের চিঠি একই রকম ।এই হায়নারা সবাই একই বনের ক্ষুদার্থ নরপুশু । এরা ক্ষুদার্থ হয়ে একেকবার একেক মুসলমান এলাকায় ডুকে তাদের ক্ষুদা নিবারন করছে । আমরা কলেমার নামধারীরা এদের ভয়ে যদি ঘরে বা মসজিদের কোণে ডুকে যাই তা তারা আর বেশী এঈ ভাবে আজ় আমার কাল আপনার মা বোনের ইজ্জত লুন্ঠিত করে যাবে । তাই আপনি ২ টি চিঠি পড়ে ভাবুন আপনার মুসলমান হিসাবে এখন কি করা উচিত ।

Click this link

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File