মডু মামার ফন্দি
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২১ জানুয়ারি, ২০১৪, ১০:০০:৫৭ রাত
মডু মামা করেছে ফন্দি ,
ব্লগার সব তাতে হয়েছে বন্দী।
বিয়ের গল্পের নামে ,
ব্লগারদের ব্যাস্ত রেখেছে।
কেউ যাচ্ছে না এখন ব্লগ ছেড়ে।
যার কাছে যা আছে ,
সবাই দিচ্ছে ডেলে।
বিবাহিতরা লিখছে নিজের বিয়ে নিয়ে ,
অবিবাহিতরাও নেই পিছিয়ে।
সবাই বিয়েতে মেতেছে।
পুরুস্কার মাত্র আট টি ,
সবাই চিন্তায় আমি পাচ্ছি কি ?
তবে ব্লগ জমেছে সেটা বলতে সবাই রাজি।
ব্লগার এখন ব্লগ দেবে না ফাকি।।
বিষয়: বিবিধ
১১৪১ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করার জন্য ধন্যবাদ
ব্লগার এখন ব্লগ দেবে না ফাকি।।ভালোই বলেছেন ।।।।।
মন্তব্য করতে লগইন করুন