হে বিদায়ী বন্ধু! চলে যাচ্ছ ?তোমায় আল বিদায়
লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৭ আগস্ট, ২০১৩, ১১:৪৮:০৩ রাত
হে বিদায়ী বন্ধু!
চলে যাচ্ছ ?তোমায় আল বিদায়
কেন আজ এমন লাগছে? বলতে পারছিনা ব্যথিত হৃদয়ে্ ,
কত যতনে রাখতে চেয়েছি তোমায় হিয়ার মাঝে,
দুর্বল অসহায় বলে সে ভাবে করতে পারিনি তোমার খাতির।
তাই ভয়ে চিত্ত মোর কেপে কেপে উঠে বার বার
কি জানি কি রিপোর্ট পেশ কর মোর প্রভুর দ্বারে।
জানি না তব সনে এই ভবে হবে কি আর মোর আলিঙ্গন?
অশ্রু জলে বিদায় বেলায় চেয়ে রইলাম রিক্তহাতে,
শোন বন্ধু! গিয়ে কহিও মোর প্রভুকে
তিনি যেন ক্ষমা করে মোর সকল পাপরাশি।
না হলে আমি হারিয়ে যাব ধ্বংসের অতল গহবরে।
রহমত মাগফেরাত নাজাত দিতে ফরিহাদ করো
তা হলে আমি দুজাহানেই ধন্য হয়ে শোকর গুজার করব ।
তোমাকে পাবার আশায় বুক বেধে পথপানে চেয়ে রইব।
ভারাক্রান্ত হৃদয়ে অশ্রুসিক্ত করুন চোখে বার বার পিস পিসিয়ে বলব
হে বিদায়ী বন্ধু
চলে যাচ্ছ ?তোমায় আল বিদায়
বিষয়: বিবিধ
১৮০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন