কে কেমন ঈদ করবে...
লিখেছেন লিখেছেন মোহামমাদ শাওকত ০৮ আগস্ট, ২০১৩, ১২:৩২:১৯ রাত
মিশরীয়দের ঈদ হবে রাস্তায় বিক্ষোভরত অবস্থায়
সিরিয়ানদের ঈদ হবে মাটির নিচে বাঙ্কারে, পরিবারের একেকজন একেক জায়গায়
বার্মিজদের ঈদ হবে গহীন জংগলে অথবা সমুদ্র ভাসমান অবস্থায়
কাশ্মিরিদের ঈদ হবে পরাধীন শহরে , হারানো প্রিয়জনদের স্মৃতি রমন্থন করে
আলজেরিয়ানদের ঈদ হবে ১০লাখ মানুষের হারানো বেদনা নিয়ে
ফিলিস্তিনিদের ঈদ হবে আকাশের পানে তাকিয়ে, সত্যিকার স্বাধীনতার স্বপ্নে বিভোর হয়ে
ইরাকি-আফগানিদের ঈদ হবে মৃত শহরের পচাঁ লাশের ঘ্রাণ শুকে
তুর্কি-তিউনিসদের ঈদ হবে গণতন্ত্র রক্ষায় চোখ-কান খোলা রেখে
বাংলাদেশীদের ঈদ হবে কারাগারে, সন্তান হারানোর বেদনা নিয়ে, হাত-পা-চোখ হারিয়ে হাসপাতালের বেডে, বাবা-মা-পরিবার ছাড়া কোন এক সেফ হোমে লুকিয়ে, সৈরাচার মুক্ত আগামীর বাংলাদেশ দেখার স্বপ্ন নিয়ে !
আর আমরা ?
ফেসবুকে
র কাপরের ছবি দিয়ে, সুন্দর সুন্দর ফটো তুলে ফেসবুকে অঙ্গ প্রদর্শনের মাধ্যমে, ফানি-হানি পোষ্ট দিয়ে, কড়া পাঞ্জাবী-হাতে ব্রেসলেট-গলায় চেইন-চোখে কালো চশমা-লুজ বেল্ট পড়ে আন্ডারওয়্যার প্রদর্শন-মার্সিডিজ-রোলস রয়েস হাকিয়ে।
ঈদ আনন্দের দিন, খুশীর দিন, কিন্তু তাই বলে বলে এই নির্যাতিত ভাইদের ভুলে নয়, এই অসহায় মানুষদের দূরে ঠেলে রেখে নয়, নিজের লক্ষ্য-উদ্দেশ্যকে ভুলে পাশ্চাত্য সংস্কৃতির সাথে গা ভাসিয়ে নয়।
বিষয়: বিবিধ
১৮৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন