হায়রে মা দিবস!!!

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৫ মে, ২০১৩, ০৪:২১:৫৬ বিকাল

কেনো জানি না বার বার মনে হচ্ছে মরন শুধু পিছু পিছু হাটছে আর মোরে ডাকছে ,

কত কামনা বাসনার স্বপ্ন ছিলো এই চলমান হৃদয়ে ।

বল তোরা , আজ তারা কেন তোদের দেখে নিরাশার ছবি আকে ।

জীবনের ডায়রীতে লিখা ছিলো তোদের নিয়ে কত শত আশা ভরসা ;

বল না আজ কেন তারা ঝরে পড়ে আছে বকুলের তলে ।।

হাত খানি বুকে রেখে বল না একবার মা তোকে ভালবাসি ,

তা হলে বাচাধন পাচ ওয়াক্ত নামাজ শেষে করিস স্মরন এই মাকে ,

নশ্বর এই দুনিয়াতে যত দিন থাকিস স্মরন করিস মাকে ,

তোদের হাজার স্মৃতির মাঝে তারার পাশের চাদের মত মনে রাখিস মাকে ।।

তোদের মুল্যবান অনেক কিছুর মাঝে মূল্যহীন মাকে রেখে আসিস বৃদ্ধাশ্রমে,

পাছে লোকে কিছু বলে ভাবিস না তা নিয়ে,

দু'ফোটা অশ্রু- কিছু স্বপ্ন তুলে দেব মাঝিবিহীন তরঙ্গের মাঝে ।

বিদায়ী অভিযাত্রী হয়ে চেয়ে রবো কোন সীমাহীন অসীমের প্রানে ,

সত্যি বলছি এই মৃত্যু মোরে ,অনেক ভালোবেসে পৌছে দেবে কোন আলোবাতাসহীন স্থানে।।

সকল সন্তানের জন্য সকল মাদের পক্ষ থেকে মা দিবসের উপহার

রেখেদিস তোদের জিন্নসিন্ন সেই পুরানো ফাইলের সাথে ,

হায়রে মা দিবস ! আমরা চলে গেলি ইউরুপিয়ানদের কালচারের সাথে ,

তাদের কি দোস তোরাই তো তাদের ভালোবেসে বেছেনিয়েচিস মা দিবস কে ।।

বিষয়: বিবিধ

১৭৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File