ব্যাথার প্রলাপ
লিখেছেন লিখেছেন সেলিম শেখ ২৫ মে, ২০১৩, ০৪:২২:১৫ বিকাল
ব্যাথার প্রলাপ
নদীতে এখন জোয়ার।
এই মুহুর্তে আমার মনটা মুরগীর খোয়ার।
তোমার জন্য আমার মনটা রয়না ঘরে
বের হয়ে দেখি তুমি চলে গেছো অনের ঘরে।
তোমার শোকে আমি মরেতেছি জ্বরে
আর তুমি বিলিয়েছে নিজেকে অন্যের তরে।
তোমাকে হারিয়ে আজ আমি কাতর
আর তুমি গায়ে মাখিতেছো আতর।
আসলে তুমি নাটের গুরু
আমাকে দিয়ে করেছো সেঞ্চুরীর শুরু।
তোমার হাতেই এখন আমার নিয়তী
দয়া করে রাখো আমার এতটুকু মিনতী।
বিষয়: বিবিধ
১১৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন