আওয়ামীলীগের এই বর্বরতার শেষ কোথায়?????
লিখেছেন লিখেছেন বিপ্লবী ৩১ মার্চ, ২০১৩, ১০:৩০:৫৪ রাত
বাংলাদেশ আওয়ামী লীগের জন্মের পর থেকে আজ পর্যন্ত বাংলার মানুষকে জুলুম নির্যাতন দিনের পর দেশের মানুষের জীবনে বিষিয়ে তুলছে। আরও কত কাল এই ভাবে জ্বালাও পড়াও করবে?
জাতি আরও কতদিন এভাবে নিরবে সজ্য করবে।
আজ সিলেটে জামায়াত নেতাদের বাসভবন জালীয়ে দিয়েছে।
আরও একবার প্রামান হলো মানুষের বাড়ি ঘরে কে আগুন দেয়। কাদের অব্যাস মানুষের ঘর বাড়ি / মন্দির/ হাট বজারে আগুন দেওয়ার তাহা আজ বংলার মানুষ ঠিকই বুঝে গেছে।
১৯৭১ সালে ও মুক্তিয়োদ্বা নামধারি ডাকাতরা বিভিন্ন হিন্দু বাড়িতে আগুন দিয়েছে। আর নাম দিয়েছে রাজাকারদের ।একটু লক্ষ করলে দেখবেন হিন্দুদের সন্পত্তি বেশীর ভাগ কাদের দখলে, নিচ্ছই দেখতে পাবেন আওয়ামী লীগ নেতার দখলে।
হিন্দু মেয়ে ধর্ষিত হয় কাদের হাতে উত্তর পাবেন ছাত্রলীগ, যুবলীগ এর হাতে।
বাংলাদেশে একমাত্র দল যারা নিজে অন্যায় করে অন্যের কাঁদে তুলে দেয় তার নাম আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ।
দলীয় কোন্দলে কোন দলের মানুষ বেশী মারা যায় তাতে ও পাবেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আর মামলা হয় অন্য দলের নেতা কর্মীদের বিরুদ্বে।
এই আওয়ামী লীগ সারা জীবন মানুষের সম্পদ লুট করে আসছে এবং মানুষের সাথে প্রতারনা করে আসছে।
বিষয়: বিবিধ
১১৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন