মালদ্বীপে ভারতীয় শিক্ষিকাকে ধর্ষণের দায়ে বাংলাদেশী আটক

লিখেছেন লিখেছেন বিপ্লবী ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৪৬:৫৯ দুপুর



মালদ্বীপের রাজধানী মালেতে ভারতীয় এক শিক্ষিকাকে ধর্ষণের পর তার ল্যাপটপ, মোবাইল ও বেতনের অর্থ নিয়ে পালানোর সময় ধরা পড়েছে এক বাংলাদেশী ও মালদ্বীপের দুই নাগরিক। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, বাংলাদেশী ওই নাগরিকই পাশবিক নির্যাতন চালিয়েছে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, গত ১১ই ফেব্রুয়ারি আলিফ ধাল আতোল ধাঙ্গেথি এলাকায় ভারতীয় ওই কম্পিউটার শিক্ষিকার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। তীব্র সেক্সুয়াল ট্রমায় আক্রান্ত হন তিনি। সিরিয়াস অ্যান্ড অর্গানাইজড ক্রাইম ডিপার্টমেন্টের প্রধান মোহাম্মদ দাউদ বলছিলেন, ছুরির ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়। স্থানীয় আতোল হাসাপাতালে এখনও তার চিকিৎসা চলছে। দাউদ জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে রক্তাত্ত বিছানায় প্রায় অচেতন অবস্থায় পড়ে থাকা অবস্থায় ওই নারীকে উদ্ধার করে। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা রক্তপাত নিয়ন্ত্রণ করতে না পারায় তাকে আতোল হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। ধর্ষকরা ওই নারীর ল্যাপটপ, মোবাইল ফোন ও তার পূর্ববর্তী মাসের বেতনও নিয়ে যায়। পরে সেগুলো উদ্ধার করে পুলিশ। মনে করা হচ্ছে, ওই ডিভাইসগুলোতে সন্দেহভাজন ওই বাংলাদেশী আগে থেকেই হুমকি পাঠাতো। ওই দ্বীপ থেকে ছেড়ে যাওয়া সবগুলো নৌকায় অভিযান চালিয়ে মালদ্বীপের দুই নাগরিককে প্রথম গ্রেপ্তার করে পুলিশ। এরপর সন্দেহজনক গতিবিধি ও আচরণের কারণে বাংলাদেশী ওই ব্যক্তিকেও আটক করা হয়।

http://mzamin.com/details.php?nid=NDM4MzI=&ty=MA==&s=MjE=&c=MQ==

বিষয়: বিবিধ

১০৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File