মানুষ জামায়াতের মধ্যে কি পেয়েছে???
লিখেছেন লিখেছেন বিপ্লবী ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:১৬:১১ রাত
জামায়াত ইসলামী এই দলটি যে দ্বীন থেকে জন্ম লাভ করেছে সেইদিন থেকেই শাসক দলের চোখ রাঙ্গানির শিকারে পরিণীত হয় সেই থেকে আজ পর্যন্ত দেশের শাসক ধনী শ্রেণীরা আর দেশের যারা নিজের বিবেক আর বুদ্ধি বিক্রি করে খায় তারা জামায়াতের বিরোধিতা করে আসছেন সেই সাথে তারদের সুধী টাকার মুনাফা দিয়া তৈরি করা অগণিত মিদিয়া দিয়ে জামায়াতের বিরুদ্ধে প্রতিটা মিনিট মিথ্যা প্রচারণা চালাচ্ছে তার পরও সব ধারণের মিথ্যা জেল জুলুম সকল ধারনের অত্যাচার উপেক্ষা করে জারাই এই দলে একবার এই দলে আসে তারা জীবন থাকতে তারা আর অন্য দলে যায় না কারন টা কি? অপর দিকে দেখা যায় অন্য দল গুলোতে দল পরিবর্তনের হিড়িক পড়ে যায় এবং নিজেরা নিজেরা মারামারি কাটা কাঁটি এমন কি খুন করা পর্যন্ত করতে দিধা করে না !!!!
আল্লাহ আর জামায়াত শিবিরের অন্ধ ভক্তরাই বলতে পারবেন?
বিষয়: বিবিধ
১০৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন