বাংলাদেশের মাটিতে আওয়ামীলীগ ছাড়া অন্য কাউকে থাকতে দেওয়া হবে না।

লিখেছেন লিখেছেন বিপ্লবী ১০ মে, ২০১৩, ০৫:১৩:১৯ বিকাল

বংলাদেশ আওয়ামীলীগ

বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আহ্বান সংবলিত লিফলেট ছাপাতে দেয়নি পুলিশ। বুধবার রাতে রাজধানীর একটি ছাপাখানায় লিফলেট ছাপার সময় কর্মরত নেতাকর্মীদেরও আটক করা হয়। সরকারের এ আচরণকে ‘চূড়ান্ত স্বৈরাচারী’ অভিহিত করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

গতকাল সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের এহেন আচরণ প্রমাণ করে, ভিন্নমতকে তারা কোনোভাবেই সহ্য করছে না। এ আচরণ বন্ধ না করলে গণঅভ্যুত্থানে সরকারের বিদায় হবে বলে তিনি হুশিয়ারি দেন। লিফলেটের বিষয়বস্তু সম্পর্কে শামসুজ্জামান দুদু জানান, দেশের পরিস্থিতি, সরকারের আক্রমণাত্মক কার্যক্রম ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে লিফলেটে দেশনেত্রীর বক্তব্য ছিল। মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা ও বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের বাসায় বুধবার রাতে পুলিশের তল্লাশি অভিযান ও যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আবারও কারা ফটক থেকে গ্রেফতারের কঠোর সমালোচনা করেন দুদু। তিনি বলেন, এদেশে গণতন্ত্রের ছিটেফোঁটা আছে কি-না তা নিয়ে সন্দেহ আছে। সভা-সমাবেশ করতে দেয়া হয় না। বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। বিরোধী দলের ওপর সরকারের দমননীতির কঠোর সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, বিরোধী দলকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সরকার। এখন অবস্থাটা এমন যে, বিরোধী দলের সভা-সমাবেশ-মিছিলে কখন আক্রমণ হয়, তা বলা মুশকিল। শাহবাগের গণজাগরণ মঞ্চের নাম উল্লেখ না করে তিনি বলেন, একটি সংগঠনের মঞ্চ ভেঙে দেয়া হয়েছে বলা হলেও তারা বুধবার আবার গীতিনৃত্য শুরু করেছে। তাদের রাস্তায় দাঁড়াতে দেয়া হচ্ছে। অন্য দিকে ভিন্নমত জানানোদের রাস্তায় দাঁড়ানো তো দূরে থাক, তাদের সহ্যই করতে পারছে না সরকার।

অবরুদ্ধ বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য আবদুস সালাম, কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, তকদির হোসেন জসিম, বেলাল আহমেদ প্রমুখ।

বিষয়: বিবিধ

১২৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File