জামায়াতেঁর ভাইয়েরা আসলে কি কিছু ভাবছেন কি?
লিখেছেন লিখেছেন বিপ্লবী ১৭ এপ্রিল, ২০১৩, ০৩:৩৭:৪৯ রাত
সরকার আসলে কি করতে চাচ্ছেন আপনারা বুঝেন আর নাই বুঝেন।বাংলার আবাল বৃদ্ধবণিতা খুব ভালকরেই বুঝতে পেরেছেন।আজ সারাদেশের মানুষের মুখে মুখে একই কথা হাসীনার সরকার দেশ ও দেশের মানুষকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য প্রতিদিনি কোন না কোন চক্রান্ত করছেন।দেশের মানুষ এখন আর আওয়ামীলীগ বিএনপিকে বিশ্বাস করেনা এই জাতির আশাবাদী লোকেরা এখন জামায়াত শিবিরকে নিয়ে নিভে যাওয়া প্রদীপের নিভো নিভো কিঞ্চিত আলোতে অন্ধকার পথ দেখার মত স্বপ্ন দেখতে শুরু করেছে।
জামায়াত অছিরেই তারা জাতির কাছে কয়েটা বিষয় খুব ধক্ক্যতার সাথে প্রামান করতে সক্কম হয়েছে। যেমনঃ
১। জামায়াত শিবির অচিরেই যোগ্যতার সাথে প্রমান করেছে অন্যায়, জুলুমবাজ জালিম শাহির বিরুদ্ধে কি ভাবে প্রতিরোধ করতে হয়।
২। জামায়াত শিবির অচিরেই যোগ্যতার সাথে প্রমান করেছে কীভাবে দেশে সুনাগরিক তৈরি করতে হয়।
৩। জামায়াত শিবির অচিরেই যোগ্যতার সাথে প্রমান করেছে কিভাবে দক্ষ প্ররিস্রমি মেধাবি দেশপ্রেমিক কর্মী বাহিনী তৈরি করতে হয়।
৪। জামায়াত শিবির অচিরেই যোগ্যতার সাথে প্রমান করেছে কিভাবে দেশে দুর্নীতি মুক্তি মন্ত্রলয় পরিচালনা করতে হয়।
৫। জামায়াত শিবির অচিরেই যোগ্যতার সাথে প্রমান করেছে কিভাবে দেশকে আত্মনির্ভর করতে হয়।
৬। জামায়াত শিবির অচিরেই যোগ্যতার সাথে প্রমান করেছে কিভাবে সুদ মুক্ত অর্থব্যবস্থা তৈরি করতে হয়।
জামায়াত শিবির যদি মনে করেন সরকারকে সময় দিলে তাঁদের মধ্যে সুবুদ্ধির উদয় হবে তাহলে আপনারা সবচাইতে বড় ভুলের মধ্যে আছেন। আপনারা বিএনপিসহ সকল দলের স্থাথে পরামর্শ করে একটা সিদ্ধান্তে আসা দরকার এই সরকারকে আরও কতদিন সময় দিবেন। তাঁদেরকে একদিন সময় দিলে দেশ জাতির বিরুদ্ধে ১০০টি ষড়যন্ত্র করবে।তাই বাংলার আপামর জনসাধারনদের নিয় একটি দিন ক্ষণ ঠিক করুন আমাদের আর সহ্য হচ্ছে না।
বিষয়: বিবিধ
২১৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন