বিপ্লবের সুচনা চাই

লিখেছেন লিখেছেন বিপ্লবী ১১ এপ্রিল, ২০১৩, ০৪:১৭:৩৪ বিকাল



আজ দেশের অলিতে গলিতে সমস্যার অন্তনাই।

সারাদেশের চলছে মক্তিকামি জনতার হারতাল অবরোধ যে কোন পন্থায় বাংলাদেশকে বাকশালীদের হাত থেকে মুক্ত করার জন্যে। ১৯৭৪ সালে যেমন করে ৪ টি পত্রিকা রেখে বাকী সব পত্রিকা বন্ধ করে দিয়ে বাকসাল কয়েম করেছিল।ঠিক এখনো এই সরকার বাকসালী পরিস্থিতি তৈরি করে দেশকে একটা ভয়ঙ্কর অবস্থার দিকে নিয়ে যাচ্ছে।দেশের মানুষে অবশ্যই মনে প্রানে বিশ্বাস করতে হবে ১৬ কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বর্তমান সরকারের চিরস্থায়ী বিলুপ্তি একান্ত কাম্য।মনে রাখা দরকার সরকারকে ১ দিন সময় দিলে ১ দিনে ১ লক্ক্য ষড়যন্ত্র করবে।

সাঈদী ইস্যু আর মাহমুদুর রহমানকে নিয়ে সরকার যে নগ্ন খেলা শুরু করেছে সেই খেলা সরকারের করুণ পরিনতির মধ্যে দিয়ে শেষ করবে দেশের জনগন।

বাংলাদেশীরা লড়তে জানে মরতে জানে তবুও পরাজায় মেনে নীতে পারে না টার প্রমান আমরা দেখেছি ৪৭,৫২,৭১ , ২০০৬,২০০৮ ও সর্বশেষ ২০১৩ যা মাজলুম জনতাকে সত্রুর দেশে যারা শান্তি চায়না তাঁদের বিরুদ্ধে সকল শক্তি দিয়ে সংগ্রাম করার নতুন স্বপ্নদেখায়।

সরকার মানুষ হত্যা করে জেলজুলুমকরে ক্ষমতায় টিকে থাকার যে ভয়ংকর খেলায় মেতে উঠেছে তাই হবে সরকারের জন্যই কাল হয়ে দাঁড়াবে। সত্য বললেই তাকে বলা হচ্ছে রাষ্ট্রদ্রোহী, সন্ত্রাসী, ষড়যন্ত্রকারী এমন প্রচারণা সাময়িক সুবিধা হয়তো ক্ষমতাবানদের দিচ্ছে, তবে ইতিহাস সাক্ষী দেয় এসবই ক্ষমতাবানদের মৃত্যুর পথে যাত্রা’। যারা শোষক এবং ক্ষমতালিপ্সু কখনোই এ সত্য মেনে নেয়নি। তাই নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের আঁস্তাকুড়ে। এরই এক অঙ্কের অভিনয়ের মাঝে যেন বাংলাদেশ। তাই দেশের সকল শ্রেণী পেশার মুক্তিকামী জনতাকে একই কাতারে এসে একটি আন্দোলনের সূচনা করা দরকার যা হবে বাংলাদেশের মানুষের জন্য জুলিমের অবসান না হওয়া পর্যন্ত বিপ্লব চলবে আর এটা হবে দেশের জন্য দেশের মানুষের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য তাই সবাইকে সিদ্ধান্ত নীতে হবে দিন ক্ষণ ঠিক করে একই সাথে একই দিনে সকল জায়গায় চূড়ান্ত বিপ্লবের সূচনা করতে হবে।



বিষয়: বিবিধ

১৭৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File