এই হলো বাংলাদেশের প্রধান মন্ত্রীকে সম্মান ?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৫ মে, ২০১৬, ০২:৫৯:৫৬ দুপুর



মর্যাদাহীন ‘গ্লোবাল ওমেন ফোরাম’ নামের সম্মেলনে যে কেউ অংশ নিতে পারেন। দেখুন

ওআইসির রাষ্ট্র প্রধানদের সম্মেলনে যাবার সাহস নাই , কিন্তু

মর্যাদাহীন ‘গ্লোবাল ওমেন ফোরাম’ নামের সম্মেলনে গেলেন হাসিনা।

মর্যাদাহীন ‘গ্লোবাল ওমেন ফোরাম’ নামের সম্মেলন



দেখুন করা তাকে স্বাগত জানাবেন -

ফ্লাইটটি সোফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ১টা ১৫ মিনিটে (বুলগেরিয়ার স্থানীয় সময়) অবতরণের কথা রয়েছে।

সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০৫) শেখ হাসিনা এবং তার সফর সঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা । বিকাল ৪টা ১৫ মিনিটে (লন্ডন সময়) লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে ফ্লাইটটির। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবদুল হান্নান বিমানবন্দরে হাসিনাকে কে স্বাগত জানাবেন।

হাসিনা লন্ডন থেকে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে ১৮ মে সকাল ৮টা ২০ মিনিটে (লন্ডন সময়) সোফিয়ার উদ্দেশে যাত্রা করবেন। ফ্লাইটটি সোফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ১টা ১৫ মিনিটে (বুলগেরিয়ার স্থানীয় সময়) অবতরণের কথা রয়েছে।

বুলগেরিয়ার সংস্কৃতিবিষয়কমন্ত্রী ভেজদি রাশিদভ, বুলগেরিয়ান ওমেন কাউন্সিলের নির্বাহী পরিচালক ভেনিয়া কানেভা ও বুলগেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকি বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানাবেন। হোটেল মারিনেলা সোফিয়াতে অবস্থান করবেন শেখ হাসিনা ।

The event is organized by the Council of Women in Business in Bulgaria and Cultural Organization (UNESCO) and is under the patronage of UNESCO Director General Irina Bokova.

মর্যাদাহীন ‘গ্লোবাল ওমেন ফোরাম’ নামের সম্মেলনে কোন দেশের প্রধান মন্ত্রী নাই।



তারপর ও বাংলাদেশের কোটি কোটি টাকা নষ্ট করে কোন কারণে এই ভ্রমন ? এখানে ও কি সেই সাউথ সাউথ নামক ভুয়া পদক নিয়ে এসে বলবেন নোবেল প্রাইজের কাছা কাছি পদক পেয়ে গেছেন ?

বিষয়: বিবিধ

৫১৫৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369135
১৫ মে ২০১৬ দুপুর ০৩:১৮
কুয়েত থেকে লিখেছেন : ও আইসির রাষ্ট্র প্রধানদের সম্মেলনে গেলেতো দাদারা নারাজ হবেন। আর ও আইসির সম্মেলনে গেলে নিজের পরিনতী বাপের মতো হবে সে কারনেই যায়নি। এখন দাদাদের নির্দেশেই এই সম্মেলনে যাওয়া ভালো লাগলো ধন্যবাদ
369165
১৫ মে ২০১৬ রাত ০৮:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যেখানে আর কেউ যায়না সেখানে প্রথম হওয়া সোজা! সেভাবেই আমরা তুরুস্ক থেকে উন্নত রাষ্ট্র।
369616
১৯ মে ২০১৬ রাত ০৯:৪৬
হতভাগা লিখেছেন : সফল নারীদের পথিকৃত আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা । হাসুবুর যোগদানে ফোরামটা ভিন্নমাত্রা পাবে ।

বুজান সেখান থাকে একটা পুরষ্কার বাগিয়ে আনবেন । তার মুকুটে আরেকটা সাফল্যের পালক যোগ হবে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File