ইরান-বাংলাদেশ ব্যবসায়িক নতুন সম্ভাবনা

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৫ মে, ২০১৬, ০৩:৪০:১৫ দুপুর



বর্তমান সরকার দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহন ও তা বাস্তবায়ন করেছেন।দেশের মানুষের সকল প্রকার সমস্যা দূর করতে সরকার সর্বাত্মক সচেষ্ট।দেশকে সামনের দিকে নিয়ে যেতে প্রয়োজন বাবসায়িক সাফল্য আর এই সাফল্লের জন্য প্রয়োজন আমদানি রপ্তানির ব্যাপক পরিসর। সেই লক্ষে টানা দুই দিনের ইরান সফরে বাংলাদেশের ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআই ইরানের আন্তর্জাতিক ওয়েল শো ২০১৬ ও ২১তম আন্তর্জাতিক ওয়েল, গ্যাস অ্যান্ড পেট্রোকেমিক্যাল এক্সিবিশন পরিদর্শনের পাশাপাশি বাংলাদেশে ইরানের বিনিয়োগের নতুন সম্ভাবনা খুঁজে পাচ্ছে । বাংলাদেশ থেকে আগত ব্যবসায়িক গ্রুপ থেকে এলপিজি, সিলিন্ডার, ইরানিয়ান এয়ার, প্লাস্টিক কাঁচামাল (পেট্রোকেমিক্যাল), তেল, গ্যাস, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল সামগ্রী, লুব্রিকেন্ট, বিটুমিন আমদানি করতে ইচ্ছা পোষণ করেন। এ সম্পর্কিত বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হয়। ইরানিয়ান নারী ফ্যাশন ডিজাইনারদের বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টস সেক্টরে ফ্যাশন ডিজাইনার হিসেবে কর্মক্ষেত্রের পরিসর তুলে ধরেন। যার মাধ্যমে ইরান বাংলাদেশের গার্মেন্টস সেক্টর থেকে প্রচুর চাহিদা পূরণ করতে সক্ষম ।এভাবে বাংলাদেশ ও ইরানের মধ্যকার দারুণ সম্ভাবনাময় এই ব্যবসায়িক সম্পর্কের কারনে বাংলাদেশ ব্যবসায়িক ও আমদানি রপ্তানির ব্যাপক পরিসর বৃদ্ধি পাচ্ছে।এভাবে গার্মেন্টস সেক্টর ও আমদানি রপ্তানির মাধ্যমে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

বিষয়: বিবিধ

৮৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File