চ্যানেল আই কে আজই বয়কট করুন,ইসলামের চূড়ান্ত দূষমন চ্যানেল আই।

লিখেছেন লিখেছেন সানজিদ হোসেন ইরাজ ১৫ মে, ২০১৬, ০২:৩৮:০৬ দুপুর

চ্যানেল আই নামক চ্যানেলটি দিন দিন নাস্তিকতাকে উৎসাহ দিয়ে ব্যাপক উৎসাহ সহকারে নাস্তিকবাদে এগিয়ে চলছে।এই চ্যানেলের ডিরেক্টর অফ হেট নিউজঃশাইখ সিরাজ,,যিনি একজন ইসলামিক বিশেষজ্ঞ,ওলালালীগের কোন একটা ভাল মান্যগণ্য পদে আছে,তিনি সৃজনশীল প্রকৃতির একজন নাস্তিক, নাস্তিক নিয়ে আমার আলোচনার বিষয় নই, শুধু বলব নাস্তিক তৈরী হয় ওলামালীগ থেকে,কওমি মাদ্রাসা হতে নই।

,

তুর্কি প্রেসিডেন্ট এরদোগান তিনি শুধু তুর্কির প্রেসিডেন্ট নই,তিনি সারা ওয়াল্ডের ইসলামিক প্রেসিডেন্ট।সারাবিশ্বের ইসলামিক নেতারা তার যেকোন কথায় সম্মতি দেয়। পৃথিবীতে সবচেয়ে সম্পদশালী রাষ্ট্র হল মধ্যপ্রাচ্য আরব ক্যান্ট্রি।আরব ক্যান্ট্রির রাজারা তুর্কিকে সারা ওয়াল্ডের ইসলামিক লিডার বলে ডাকে,তাদের লিডার বলেই ডাকে।

,

এই তুর্কিকে বাঙ্গাত্য,কার্টুন চিত্র বানিয়েছে চ্যানেল আই নামক নাস্তিকের চ্যানেলটি,প্রথম কলামে হেডলাইন করেছে তুর্কির ফাসিঁ চাই,ফাসিঁবাদি তুর্কি তোমার এম্বাসি হঠাও,সারাবিশ্বের মানুষ তুর্কির প্রতি ধিক্কার।--- তাদের সব নিউজ বিপরীত ধর্মদ্রোহী,সারাবিশ্বের মানুষ ধিক্কার দিয়েছে হাসিনাকে স্যালুট দিয়েছে তুর্কিকে কিন্তু এইটা প্রকাশ করেনি চ্যানেল আই।

,

গতকাল প্রকাশ করেছে একজন শিক্ষককে কানে ধরে উঠে বসালেন এমপি সেলিম ওসমান,

কেন কানে ধরে উঠে বসালেন তা প্রকাশ করেনি। ওই শিক্ষককে ওই শাস্তি দেওয়া হয়েছে তা ভুল হয়েছে,ওই শিক্ষককে উচিত ছিল জবাই করে দেওয়া,,, ওই শিক্ষক রাসূল (সাঃ) কে নিয়ে বাঙ্গাত্য মন্তব্য এবং কার্টুন তৈরী করেছিল। কিন্তু তা প্রকাশ করেনি।

,

চ্যানেল আই দিনদিন এই রকম নাস্তিকমূলক উস্কানি নিউজ প্রকাশ করে মুসলিম এবং অন্যান্য ধর্মগোষ্টীর মধ্যে সাম্প্রদায়িকতার হামলা তৈরী করতেছে।এই চ্যানেলটি নাস্তিকদের হয়ে দিনদিন শ্লোগান দিচ্ছে,এসব উস্কানি স্লোগানে বের হয়ে আসতেছে কিছু সংখ্যালঘু এবং কিছু নামধারী ইসলাম লঘুর মুক্তমনা লেখক এবং দাংগা বাজাচ্ছে,ইসলামকে সন্ত্রাস প্রমান করার জন্য পথেঘাটে, রাস্তায়,দোকানে,অলিতে,গলিতে,ফেইসবুক কিংবা ,ব্লগে।

,

আপনার ঘরের টিভি চ্যানেলে এই চ্যানেলটি আজই বয়কট করুন,এখনি সময় প্রতিবাদ করুন এই শাইখ সিরাজ নামক এই নাস্তিকের বিরুদ্ধে।

বিষয়: বিবিধ

১১৬১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369133
১৫ মে ২০১৬ দুপুর ০২:৫৭
কুয়েত থেকে লিখেছেন : এই নাস্তিকদের জয়জয়কার ভারতের সহযোগিতায় ওরা ইসলামের প্রকাস্য দোসমন। এদের শান্তি হওয়া চাই কিন্তু শাস্তি দিকে কে? সব জায়গায়তো দালালরা বসে আছে। আলেম সমাজ হাদিয়া তোহফার অপেক্ষায় রাষ্ট্রতো অন্যরাই নিয়ন্ত্রন করছে। ভালো লাগলো ধন্যবাদ
১৫ মে ২০১৬ দুপুর ০৩:৫৪
306387
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : ঠিক বলেছেন ভাইয়া,,এদের পিছনে বৃহত্তর শক্তিশালী দালাল গোষ্টী,কে বা তাদের বিরুদ্ধে বলবে।
,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
369134
১৫ মে ২০১৬ দুপুর ০৩:০২
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : শুধু চ্যানেল আই কেন? সব মিড়িয়ার ধরন তো একই। মুসলিমদের মধ্যে যখন (আওয়ামীলীগ, বিএনপি, জামাত)আরো বিভিন্ন নামে বিভাজিত রাজনীতি চলতেছে সে সুযোগে ইসলাম বিদ্ধেষিরা খুব সহজেই মুসলিমদের বিরোদ্ধে লেখে যাচ্ছে।
১৫ মে ২০১৬ দুপুর ০৩:৫৬
306388
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : রাইট ভাইয়া,তারা এখন ভাদ্র মাসের পাগলা কুত্তার মত হয়েছে,তারা অস্থীর হয়ে গেছে,ইসলামকে সন্ত্রাস প্রমান করার জন্য।
,
আপনাকে অসংখ্যা ধন্যবাদ ভাইয়া।
369152
১৫ মে ২০১৬ সন্ধ্যা ০৬:৩৩
ইয়াফি লিখেছেন : এরা জোটবদ্ধ হয়ে ইসলামের বিরুদ্ধে লেগেছে। চ্যানেল আইয়ের কাজ হচ্ছে এদেশের উঠতি বয়সের মেয়েদেরকে বেহায়াপনার দিকে ঠেলে দেয়া। এ চ্যানেলকে বয়কট করুন!
২৩ মে ২০১৬ রাত ০১:২৯
306917
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : একদম সত্য,ববেহাপনায় তাদের একমাত্র লক্ষ,এই বালচাল চ্যানেলকে অনেক আগেই বয়কট করছি,,

ধন্যবাদ আপনাকে ভাইয়া।
ধন্যবাদ আপনাকে
369160
১৫ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৫৭
আনিসুর রহমান লিখেছেন : Erdogun Turkey and Bangladesh has a historical relationship. Turey Mujahid IIketair Udden Mohammed Bin Baktier Khalji established Muslims rule in Bangladesh very first time and save Muslim from oppressive Hindu king. So didn't think NAATIC MURDAD have get success to break this bond or tie through their malicious campaign.
369849
২৩ মে ২০১৬ রাত ০১:৩২
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : Yes,its historical Truth,,,
,
lot of thanks

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File