বিদ্যুৎ না দিয়ে হাতিয়ে নিচ্ছে শত কোটি টাকা

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:০৪:৪২ রাত



বিদ্যুৎ উৎপাদন না করেই শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অটবি গ্রুপ। ভেড়ামারা ১১০ মেগাওয়াট কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের নামে এ টাকা তুলে নিচ্ছে বলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানিয়েছে।

পিডিবি অনেক দিন ধরেই এ ভুয়া বিল আটকে রাখলেও এখন উচ্চ মহলের চাপে এই অর্থ প্রদানের প্রক্রিয়া শুরু করেছে। এক্ষেত্রে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করছে এফবিসিসিআই এবং বিজিএমইএ'র একজন সাবেক সভাপতি।

ব্যাংক ঋণে জর্জরিত অটবির সহযোগী প্রতিষ্ঠান কোয়ান্টাম পাওয়ার সিসটেম লিমিটেড ৩ বছরমেয়াদি ওই বিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করে। ২০১১ সালের জানুয়ারি থেকে এটির উৎপাদনে আসার কথা ছিল।

অটবির সঙ্গে ১১০ মেগাওয়াট ওই বিদ্যুৎকেন্দ্রটির জন্য চুক্তি সম্পাদন করে পিডিবি। আর প্রতি মেগাওয়াট বিদ্যুতের জন্য প্রতি মাসে ১৯ হাজার ২২০ ডলার ভাড়া নির্ধারণ করা হয়। কিন্তু অটবি যান্ত্রিক ত্রুটির কারণে কোনো দিনই নির্ধারিত ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। বিদ্যুৎকেন্দ্রটির ১৪টি ইউনিটের মধ্যে প্রথম ইউনিটটি স্থাপনের সময়ই ভেঙে পড়ে। আর ১৪ নম্বর ইউনিটের বুস্টার ভেঙে গিয়ে সেটিও বিকল রয়েছে ২ বছর ধরে। নানা কারণে কোনো দিনই পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি কেন্দ্রটি। পিডিবির ওয়েবসাইটেও এ বিষয়টি প্রদর্শিত রয়েছে।

কিন্তু বিগত সরকারের শেষ মুহূর্তে ওই মহলটির চাপে অটবিকে ছাড় দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। আইনের লঙ্ঘন করে অটবিকে ছাড় দেওয়া হয়েছে।

যে কারণে দেউলিয়ার পথে রয়েছে কোম্পানিটি। শ্রমিক-কর্মচারীদের বকেয়া না দিয়েই বন্ধ করে দেওয়া হয়েছে ভেড়ামারা বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎকেন্দ্রটি এক দিনও ঠিকমতো বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। যান্ত্রিক ত্রুটি লেগেই ছিল। জেনে শুনে কেন এমন একটি বিদ্যুৎকেন্দ্র আবার ভাড়া করছে সরকার তার কোনোই যুক্তি খুঁজে পাচ্ছে না পিডিবি। পিডিবি এই বিদ্যুৎকেন্দ্রটির চুক্তির মেয়াদ না বাড়ানোর জন্য সুপারিশ দিয়েছিল। কিন্তু তা কোনোভাবেই ধোপে টেকেনি। বরং উল্টো চাপ দিয়ে সুপারিশ দিতে বলা হয়েছে। বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব আনোয়ার হোসেনও ছিলেন সুপারিশকারীদের মধ্যে অন্যতম। তিনি জানান, কোয়ান্টামের ভেড়ামারা বিদ্যুৎকেন্দ্র কোনো দিনই সঠিক মাত্রায় বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি, এ কথা সত্যি। তাহলে কেন আবার ৫ বছরের জন্য ভাড়া করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন বলেন, তারা বলেছে, এবার পারবে। তাই দেওয়া হয়েছে। - See more at: http://www.bd-pratidin.com/2014/02/13/43247#sthash.SCdCfMKY.XdGTXoaI.dpuf

বিষয়: বিবিধ

১৯০৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

178664
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দুর্নীতির অন্যতম কেন্দ্র জ্বালানি খাত , ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File