উমরাতে যাবো@সৌদী প্রবাসী ব্লগারদের সহযোগিতা চাই
লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ১৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:০১:৩১ রাত
আস্সালামু আলাইকুম।
সকলের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আমি আধা শিক্ষিত মানুষ ৩জন আত্মার আত্মীয়কে সাথে নিয়ে উমরা করার উদ্দেশ্যে কাতার থেকে প্রাইভেট কার যোগে সড়ক পথে সৌদী আরবের উদ্দেশ্যে রওয়ানা হবো ইনশা আল্লাহ।
সৌদী প্রবাসী ব্লগারদের নিকট থেকে জানতে চাই:
১. সৌদী আরব অবস্থানকালীন সময়ে ইন্টারনেট ব্রাউজ করার জন্য কি সিম কিনতে হবে? উল্লেখ্য যে, আমাদের সফরের মেয়াদ মাত্র ৯দিন। আর মোবাইল হলো সামসুঞ্জ এস থ্রি।
২. মক্কা যাওয়ার পথে তায়েফে পৌছে ইহরাম গ্রহণের পূর্বে আল্লাহর রাসূলের স্মৃতি বিজড়িত জায়গাটি দেখতে তাই। ওখানকার বর্তমান নাম কি? সেখানে পৌছার রোড লকেশনটা কি?
৩. ওমরা করার পর হুদায়বিয়া নামক জায়গাটা দেখতে চাই। ঐ জায়গাটাতে পৌছতে হলে আমাকে কি করতে হবে?
৪. বদরের যুদ্ধ যে প্রান্তরে সংঘটিত হয়েছিল, সেই প্রান্তরটি একবার দেখতে চাই। সেখানে যেতে হলে কিভাবে যেতে হবে?
৫. সৌদী আরবে আমাদের ছোট্ট গাড়ী আর আমরা ৪জন মক্কাতে বা মদীনাতে কোথায় সাচ্ছন্দে থাকতে পারবো?
উল্লেখ্য যে, এ পর্যন্ত মোট ৫বার বিভিন্ন সময়ে সৌদী আরবে যাওয়া হয়েছে। কিন্তু কোম্পানীর বাসে যাওয়াতে ঐ সব স্থান দেখা হয়নি। এবার প্রাইভেট গাড়ীতে যাওয়ার এটি অন্যতাম কারণ।
দয়া করে মন্তব্যের মাধ্যমে বা ফেইস বুকে আধা শিক্ষিত মানুষের নিকে ম্যাসেজ করে যদি কোন স্বহৃদয় জানান, তাহলে উপকৃত হবো। আর ঐ সব স্থানে যদি কেউ সাথী হতে রাজি হোন, তাহলে তাঁর সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের গাড়ীতে ১টা সিট উনার জন্য খালি রয়েছে।
সৌদী আরবে অবস্থানকালীন সময়ে যদি কোন ব্লগার সাক্ষাত প্রদানে সম্মতি দেন, তাহলে তার জন্য আধা শিক্ষিত মানুষের পক্ষ থেকে ডাল ভাতের দাওয়াত রইল।
ফেইস বুক লিংক
বিষয়: বিবিধ
২০০৮ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হোটেল আল ফজর
আপনিও হাইলে আছেন নাকি?
আপনার ওমরা এবং সফর আল্লাহ নিরাপদ করুন।
হাইলে আপনার সাথীদের সহ আমন্ত্রণ রইল।
আর ৫ বার হজ্ব ও উমরা করেছি এটা না লিখলে মনে হয় ভালো হত।
দোয়ার বিষয়টা বললে খুশী হবো।
০১/আপনী যেহেতু ৯ দিন থাকবেন তাই নেট এর সীম মোবাইলী ২জিবি নিবেন
০২/ মদীনা থেকে বদর ৭৫ কি:মি
০৩/
আমি মদীনার মসজিদে নববী থেকে প্রায় ১৫ কি:মি দুরে থাকি , মদীনায় আপনার অবস্হানকালিন সময়ে চেষ্টা করবো আপনাকে সময় দেওয়ার জন্য কবে আসতেছেন জানাবেন 00966551957380
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন