উমরাতে যাবো@সৌদী প্রবাসী ব্লগারদের সহযোগিতা চাই

লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ১৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:০১:৩১ রাত

আস্সালামু আলাইকুম।

সকলের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আমি আধা শিক্ষিত মানুষ ৩জন আত্মার আত্মীয়কে সাথে নিয়ে উমরা করার উদ্দেশ্যে কাতার থেকে প্রাইভেট কার যোগে সড়ক পথে সৌদী আরবের উদ্দেশ্যে রওয়ানা হবো ইনশা আল্লাহ।

সৌদী প্রবাসী ব্লগারদের নিকট থেকে জানতে চাই:

১. সৌদী আরব অবস্থানকালীন সময়ে ইন্টারনেট ব্রাউজ করার জন্য কি সিম কিনতে হবে? উল্লেখ্য যে, আমাদের সফরের মেয়াদ মাত্র ৯দিন। আর মোবাইল হলো সামসুঞ্জ এস থ্রি।

২. মক্কা যাওয়ার পথে তায়েফে পৌছে ইহরাম গ্রহণের পূর্বে আল্লাহর রাসূলের স্মৃতি বিজড়িত জায়গাটি দেখতে তাই। ওখানকার বর্তমান নাম কি? সেখানে পৌছার রোড লকেশনটা কি?

৩. ওমরা করার পর হুদায়বিয়া নামক জায়গাটা দেখতে চাই। ঐ জায়গাটাতে পৌছতে হলে আমাকে কি করতে হবে?

৪. বদরের যুদ্ধ যে প্রান্তরে সংঘটিত হয়েছিল, সেই প্রান্তরটি একবার দেখতে চাই। সেখানে যেতে হলে কিভাবে যেতে হবে?

৫. সৌদী আরবে আমাদের ছোট্ট গাড়ী আর আমরা ৪জন মক্কাতে বা মদীনাতে কোথায় সাচ্ছন্দে থাকতে পারবো?

উল্লেখ্য যে, এ পর্যন্ত মোট ৫বার বিভিন্ন সময়ে সৌদী আরবে যাওয়া হয়েছে। কিন্তু কোম্পানীর বাসে যাওয়াতে ঐ সব স্থান দেখা হয়নি। এবার প্রাইভেট গাড়ীতে যাওয়ার এটি অন্যতাম কারণ।

দয়া করে মন্তব্যের মাধ্যমে বা ফেইস বুকে আধা শিক্ষিত মানুষের নিকে ম্যাসেজ করে যদি কোন স্বহৃদয় জানান, তাহলে উপকৃত হবো। আর ঐ সব স্থানে যদি কেউ সাথী হতে রাজি হোন, তাহলে তাঁর সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের গাড়ীতে ১টা সিট উনার জন্য খালি রয়েছে।

সৌদী আরবে অবস্থানকালীন সময়ে যদি কোন ব্লগার সাক্ষাত প্রদানে সম্মতি দেন, তাহলে তার জন্য আধা শিক্ষিত মানুষের পক্ষ থেকে ডাল ভাতের দাওয়াত রইল।

ফেইস বুক লিংক

বিষয়: বিবিধ

২০০৮ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

178632
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার উমরা সফল হউক দোয়া রইলো
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৩
131950
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ছোটদের দোয়া বড়দের সবসময় কাম্য।
178635
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২১
আব্দুল গাফফার লিখেছেন : জেনে খুব ভাল লাগলো , আল্লাহ আপনাদের দীর্ঘ পথযাএা নিরাপ করুক এই কামনায় করছি । মদিনা আছেন আমাদের এসবি প্রবীণ ব্লগার বিডিব্লগেও তার নিক শাহাদাৎ হোসেন নবীনগর উনি দীর্ঘ দিন যাবৎ মদিনায় । মদিনায় কোথায় কি আছে , কীভাবে যেতে হবে ভাল বলতে পারতেন । উনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি সম্মতি দিলে উনার সেল নাম্বার জানিয়ে দিব ইন্সেয়াল্লাহ । Good Luck Good Luck
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:৩৩
131749
আবু জারীর লিখেছেন : আল শরাফ
হোটেল আল ফজর

আপনিও হাইলে আছেন নাকি?

১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৪
131951
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ। জনাব শাহাদাত নিচে মন্তব্য করেছেন।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৯
132112
আব্দুল গাফফার লিখেছেন : না ভাইয়া আমার স্মৃতিবিজীরীত এই হাইল দীর্ঘ ৫ বছর একটানা ওখানেই ছিলাম,২০১০ সালের পর থেকে আলকাসিমে আছি । শরাফ জায়গাটা কিছু পরিচিত তবে হোটেল পরিচিত না । আলকাসিমে আপনাকে আমন্ত্রণ জানাছি ।
178638
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩২
আবু জারীর লিখেছেন : কিছুদিন পূর্বেও আপনার যাত্রা পথেই ছিলাম কিন্তু দুঃখের বিষয় হল মাত্র ২০ দিন পূর্বে লোকেশান চেঞ্জ হয়ে গেছে। বর্তমানে হাইলে আছি।

আপনার ওমরা এবং সফর আল্লাহ নিরাপদ করুন।

হাইলে আপনার সাথীদের সহ আমন্ত্রণ রইল।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩০
131709
আব্দুল গাফফার লিখেছেন : ভাইয়া হাইলে কোন জায়গায় আছেন?
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৫
131952
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আপনি ফেইস বুকের বার্তাতে মক্কা এবং তাবুকের ২জন ভাইয়ের নাম্বার শেয়ার করলে উপকৃত হবো।
178640
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৯
মোবারক লিখেছেন : আপনার উমরা সফল হউক দোয়া রইলো
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৫
131953
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আমীন।
178642
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৩
মোবারক লিখেছেন : ইন্টারনেট ব্রাউজ করার জন্য mobily sim ভাল আমার মতে,
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৬
131955
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : যেমন ধরুনঃ আমি মোবাইলী সিম কিনলাম। তার পর কি ইন্টারনেটের জন্য আলাদা কোন কার্ড কিনতে হবে? না ঐ কার্ডের পয়সা থেকে ইন্টারনেট প্যাকেজ খরিদ করতে হবে?
178647
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫৬
সোহেল তানভীর লিখেছেন : সকলের দোয়া রইলো
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৭
131956
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ধন্যবাদ।
178658
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:২৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : মহান আল্লাহ আপনার মনের বাসনা পূর্ণ করুন। আমীন
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৭
131957
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আমীন।
178666
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৪১
আহমদ মুসা লিখেছেন : যেহেতু প্রবাসী নই তাই এই মুহুর্তে আপনার কোন উপকার করতে পারছি না। তবে অন্তর থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করছি আপনাদের যাত্রা সফল ও নিরাপদ হোক। মহান আল্লাহ আপনার ও আপনার সঙ্গীদের মনের নেক বাসনাগুলো পূরণ করার সুযোগ দিক। হারামাইন শরীফাইফে গেলে সম্ভব হলে অধম (আহমদ মুসা) জন্য একটু দোয়া করবেন। রাসুলে আকরাম (সা) এর দরবারে অধম আহমদ মুসার তরফ থেকে দরুদ ও সালাম ফৌছে দেয়ার আরজি রইল।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৭
131958
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : মনে থাকবে ইনশা আল্লাহ।
178679
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০৬
প্যারিস থেকে আমি লিখেছেন : আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে।
আর ৫ বার হজ্ব ও উমরা করেছি এটা না লিখলে মনে হয় ভালো হত।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৮
131959
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : পূর্ণ শিক্ষিত মানুষের হেদায়াত আধা শিক্ষিতদের জন্য শিরোধার্য্য। আবার পোষ্ট খানা পড়ে নিতে অনুরোধ রইল।
দোয়ার বিষয়টা বললে খুশী হবো।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৬
131977
প্যারিস থেকে আমি লিখেছেন : দোয়ার বিষয় হলো আল্লাহ যেন আমাদের নেক সন্তান দান করে।
১৯ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
132482
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : এইটাতো জানাই আছে। না বললেও করতাম।
১০
178697
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০০
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : ভাই আধাশিক্ষিত মানুষ পবিত্র নগরী সোনার মদীনায় আপনাকে স্বাগতম ,
০১/আপনী যেহেতু ৯ দিন থাকবেন তাই নেট এর সীম মোবাইলী ২জিবি নিবেন
০২/ মদীনা থেকে বদর ৭৫ কি:মি
০৩/
আমি মদীনার মসজিদে নববী থেকে প্রায় ১৫ কি:মি দুরে থাকি , মদীনায় আপনার অবস্হানকালিন সময়ে চেষ্টা করবো আপনাকে সময় দেওয়ার জন্য কবে আসতেছেন জানাবেন 00966551957380
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৯
131960
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : -সৌদী আরবে প্রবেশ করে আপনাকে ফোন দেবো ইনশাআল্লাহ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫১
133913
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : অপেক্ষায় রইলাম ।
১১
181963
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৭
বড়মামা লিখেছেন : আমি মক্কাতে আছি প্রয়োজনে ফোন করবেন ০৫৫১৪৭৯৮১৭
২৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২২
134981
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : অনেক ধন্যবাদ। আপনার নম্বর সেইভ করলাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File