আমি,ভাগ্নে এবং ব্লু ফিল্ম

লিখেছেন লিখেছেন অরণ্য আনোয়ার স্বপন ১২ মার্চ, ২০১৩, ১১:২৩:১১ সকাল

ব্লু ফিল্ম কি?

প্রশ্নটি আমার না, প্রশ্নটি হচ্ছে আমার ভাগ্নে ৮ম শ্রেনী পুড়ুয়া ছাত্রর। আজ সকালে ঘুম থেকে উঠে ব্রাশ হাতে বাহিরে বের হব ঠিক সেই মুহুতে ভাগ্নের প্রশ্ন- মামা ব্লু ফিল্ম কি? প্রশ্নটি শুনে আমি অবাগ, কি বলে এই ছেলে, আমি রাগে এবং লজ্জায় ঘর থেকে বেরিয়ে আসি। ক্ন্তি মনের খটকা লেগে গেল ১২-১৩ বছরের এই ছেলে এই শব্দটি কোথায় শুনল। আমি আবার ঘরে প্রবেশ করে প্রশ্ন করলাম কোথায় পেলে এই শব্দটি? উত্তরে সে বলল কেন মামা এটি তো আমাদের ‍‍‌'বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি‌‌' বইতে লেখা আছে। আমার রাগ আরেকটু বাড়ল। বললাম কোথায় বই নিয়ে আস। ভাগ্নে বই নিয়ে আসল দেখে আমি একে বারেই আর্চায । এবার ভাগ্নেকে কি বলবো। আমার কাছে কোন উত্তর নেই, কারণ ১২-১৩ বছরে ভাগ্নেকে ব্লুফিল্ম বুযানোর মতো ঞ্জান বুদ্ধি কোনটিই আমার নেই। ৮ম শ্রেনীর বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি বইয়ের ৮৭ নং পিষ্ঠায় লেখা কিশোরদের ব্লু ফিল্ম দেখা থেকে বিরত রাখতে হবে।

আমি পারি নাই আমার ভাগ্নের প্রশ্নের জবার দিতে।

আপনার যদি ১২-১৩ বছরের আপনার ছেলে,মেয়ে,ভাগিনা, ভাগ্নিদের ব্লু ফিল্ম কি? বুঝাতে পাড়েরন তা হলে আমাকে শোয়ার করবেন কারণ- আমার ভাগ্নেকে সেদিন না হয় বুঝাব।

আমি সপ্ল ঞ্জানের মানুষ ভুল বলে থাকলে ক্ষামা করবেন।

বিষয়: বিবিধ

৩১০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File