শাহাবাগ প্রসঙ্গে একটি কথা
লিখেছেন লিখেছেন অরণ্য আনোয়ার স্বপন ১০ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৪৩:১৫ সকাল
যুদ্ধ অপরধীদের বিচার নিয়ে আমার কোন ইচ্ছা বা অভিযোগ কোন টিই নেই।
কারণঃ এ বিচারে ভুলও হতে পারে আবার সঠিকও হতে পারে।
কিন্ত আমার কথা হচ্ছে এই আন্দলোনটি শাহবাগ না করে অন্য কোন স্থানে নেওয়া যায় কিনা। কারণ হরতাল হলে আমাদের জন জীবনের যেমন ক্ষতি হয়, তেমনই শাহবাগের আন্দলোনে পিজি হাসপাতাল ও এই এলাকার মানুষের জন দুরভোগ সৃস্টি হচ্ছে। তাই আন্দলোনকারী প্রতিটি ভাই-বোনের কাছে অনুরোধ বিষয়টি বিচবচনা করা জন্য আমার বিষেশ অনুরোধ।
বিষয়: বিবিধ
১২৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন