আপনি কি বাঙ্গালী না মুসলিম না মুসলিম বাঙ্গালী?
লিখেছেন লিখেছেন অরণ্য আনোয়ার স্বপন ১৫ এপ্রিল, ২০১৪, ০৩:৫২:১৯ দুপুর
আসল প্রশ্নটি আপনাকে করছি না ?
প্রশ্নটি আমার আমাকে নেয়েই
বাংলা নববর্ষের দিন আমি বুঝতে পারছিলাম না
আসলে আমি কি বাঙ্গালী না মুসলিম না মুসলিম বাঙ্গালী
যদিও বাংলা নববর্ষ বাঙ্গালীর অনুষ্ঠান
কিন্তু অনুষ্ঠান বা নববর্ষ পালন করতে গিয়ে
ভুলে কি যাওয়া উচিৎ আমি বাঙ্গালী হলেও শুধু বাঙ্গালী নয়
আমি মুসলিম/মুসলিম বাঙ্গালী,
আমার একটা নিজেস্ব ধর্মীয় চেতনা রয়েছে।
আসলে আমার এমন কিছু করা উচিৎ হয়নি যা
আমার ধর্মে নিষেধ আছে।
তবুও আমি রং মেখে সং সেজেছি
ডং করে নেচেছি
খেয়েছি যা
সারা বছর খাইনা তা
আমার পাশে অনাহারে আছে যারা
বাংলা নববর্ষ তাদের জন্য নয়
কারণ তাদের জোটেনা তাও মাঝে মাঝে
সারা জীবনের সংঙ্গী হয়ে আছে তা
কেন যদি এমন হতো যে বাংলা নববর্ষ এর দিন
আমরা সবল বাঙ্গালী অনাহারী অভাবীদের
মুখে দিব খাবার অথবা অভাবী পরিবারের একজনকেই
হলেও ...........................
বিষয়: বিবিধ
১২৩৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কদু সেটা সিদ্ধ হয়না তার নাম বাঙ্গলা কদু।
মানুষ যেটা আমার মতন তার নাম বাঙ্গাল।
যে মানুষের লিঙ্গের মাথা ছাটা হয় নাই তার নাম বাঙ্গালী।
আমনেই কন আমনে কেডা...........
@বেআক্কেল ভাই সুপার কইছেন।
মন্তব্য করতে লগইন করুন