আমি আজ আছি একা
লিখেছেন লিখেছেন আবু সাবিত ১৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৫৬:৪৯ দুপুর
ভালবাসা মন করেছে জয়
সাঈদা তুমি মরে গেলে
এখনো হলো না তার ক্ষয়।
আমি আজ আছি একা
বুকটা আমার ফাঁকা।
খাটে শুইতাম তিন জন
তুমি, আমি আর সাবিত।
এখন আমরা দুই জন
তোমার তরে পড়ে থাকে মন।
তুমি বলতে সাবিত সারা রাত
ফুটবল খেলে।
বলতাম শুইব আমি
তোমাদের মাঝখানে।
এখন আমরা দুই জন
তোমার তরে পড়ে থাকে মন।
তুমি গিয়েছ কবরে
তোমার গানের সেই সুরে
আজও মন পাগল করে।
তোমার সেই ভালবাসায়
অন্তর গোপনে গেছে ভরে।
এ অন্তর আছে শুধু
তোমার তরে, তোমার তরে।
গুনাহ মাফ চাহি তোমার
হে প্রিয়া আমার
সুখে থাক কবরে।
যত বাধা সব টুটে
জান্নাত নসিব হোক হাশরে।
বিষয়: বিবিধ
১০৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন