সাঈদা জাহান
লিখেছেন লিখেছেন আবু সাবিত ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৩৪:৫০ বিকাল
আমরা বাপ বেটা ঘরে
তুমি কোথায় গেলে চলে।
ভাতের মাড় গালতে হবে
মাছ কুটে রাঁধতে হবে।
সন্ধ্যার আগে আস ঘরে
মোবাইল কেন বন্ধ থাকে।
আমাদের মন তোমার তরে।
সাবিত তোমার কথা বলে
সাঈদা কখন ফিরবে ঘরে।
তোমার চাচারা এখনো হুংকারে
আমরাও ঘন মেঘের আড়ালে।
বিষয়: বিবিধ
১২২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন