তুমি ঘুমিয়ে আছ
লিখেছেন লিখেছেন আবু সাবিত ১৪ মার্চ, ২০১৩, ১২:৫৯:২০ দুপুর
আমি আসব আসব বলে
কথা দিয়েছি তোমাকে
আমি এসেছি
শান্তি দাও কথা বলে।
তুমি ঘুমিয়ে আছ
আমার আওয়াজ শুনে
দাগ কেটেছে মনে
তাই দু’হাত তুলে
দো’য়া চেয়েছ চিরতরে।
মুছে দিয়েছি তোমার বদন
নয়ন খুলে দেখতে চাইলে
সত্যি কি দেখেছিলে
অনেক জিজ্ঞাসা আমার মনে।
বিষয়: বিবিধ
১৪৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন