আজ জাতীয় সংগীত গেয়ে নিজে একটাবিশ্ব রেকর্ড গড়লাম!

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৫ মার্চ, ২০১৪, ০৫:২৬:৩২ সকাল

এমন রেকর্ড এর আগে কেউ কোনদিন করেনি এটা আমি নিশ্চিত। গীনেজ বুক অব রেকর্ডে নাম উঠবে তো?

আজ অফিস থেকে আসার সময় জাতীয় সংগীতের চার লাইন গাইলাম। এখন আসেন জেনে নেই এতে আবার বিশ্ব-রেকর্ড কিভাবে হলো?

আমি যে গাড়ীটা চালিয়েছি এর আগে কোন দিন কেউ ঐ প্লেট নম্বরের গাড়ী চালানোর সময় অফিস থেকে থেকে বাসায় ফেরার পথে পেনসেলভেনিয়াতে সোমবারে বিকেল সাড়ে-চারটার সময় বাংলাদেশের জাতীয় সংগীত গায়নি। এটা অবশ্যই একটা বিরল বিশ্ব রেকর্ড!

দু:খিত ! ইদানিং রাষ্ট্রীয় পর্যায় থেকে রেকর্ড করার বাতিক ব্যাক্তিগত পর্যায়ে সংক্রমিত হয়েছে! তবে জাতীয় সংগীত গেয়ে রেকর্ড গড়ার সময় আমার কোন আর্থিক ধান্দাবাজীর সুযোগ ছিলনা।

বিষয়: বিবিধ

১০৯৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197440
২৫ মার্চ ২০১৪ সকাল ০৬:৫৪
রাইয়ান লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
197472
২৫ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৪
দ্য স্লেভ লিখেছেন : আর জাতিয়তাবাদ প্রোমোট করা হয়ে যেতে পারে এই সাবধানতায় বগু আউল পাউল গান াামি গাইলেও দেশাত্ববোধক গান গাইনা(একা গাইলে সমস্যা নাই কিন্তু একাও গাইনা)....এটাও ামার রেকর্ড। আমাকে রাজাকার বলতে পারেন
197534
২৫ মার্চ ২০১৪ দুপুর ১২:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অভিনন্দন!!!
এই রেকর্ড এর জন্য আপনার নাম মাটির ১০০হাত গভিরে চিরকালের জন্য পোঁতা হয়ে গেল। বাইরকরাই অসম্বব হবে।
197978
২৫ মার্চ ২০১৪ রাত ১১:৪৮
মাটিরলাঠি লিখেছেন : ভাই রেকর্ড না করলে বাজাইবো কেমনে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File