জাতীয় সংগীতের হরিলুট!

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৫ মার্চ, ২০১৪, ০৫:০৯:৫১ সকাল

জাতীয় সংগীত গেয়ে রেকর্ড গড়ার সাধ হয়েছে ভাল কথা! কিন্তু তাতে ৯০ কোটি টাকা লাগবে কেন? একটা নিদ্দিষ্ট সময়ে যে যেখানে আছে সেখানে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইলেই তো হয়ে গেল! লক্ষ কন্ঠ নয়, কোটি কন্ঠে গাওয়া হত। ব্যাপারটা ও সার্বজনীন হতো। বজ্জাত গুলু লুটে-পুটে খাওয়ার জন্য আর কোনটা বাকী রাখলোনা। সারা-জাকের, আলী-যাকের আর সিরিয়াল কিলার আসাদূজ্জামান নূরের প্রতিষ্ঠান পেয়েছে আয়োজনের টেন্ডার। এখন এই হরিলুটের বিরোধিতা করলেই হয়ে যাবেন জাতীয় সংগীতের বিরোধিতাকারী!

বিষয়: বিবিধ

১০০৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197433
২৫ মার্চ ২০১৪ সকাল ০৫:১৯
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : চেতনার গান গেয়ে ইসলাম বিরোধিতা আড়ালের চেষ্টার পর্দা উম্মোচন করে দিতে হবে ।
197441
২৫ মার্চ ২০১৪ সকাল ০৬:৫৫
রাইয়ান লিখেছেন : সহমত...।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File