বাঙালী Vs বাংলাদেশী - চিন্তার বৈকল্য! না কি দূরভিসন্ধি!

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০২ জানুয়ারি, ২০১৪, ০২:০০:১৩ রাত

আমি এক শ্রেণীর মানুষকে দেখেছি নিজের জাতীয়তার পরিচয় দেবার সময় খুব সচেতন ভাবেই "বাঙালী" পরিচয় দিতে। "বাংলাদেশী" শব্দটা বেশ যত্ন করেই এড়িয়ে চলেন। উল্লেখ্য এরা সবাই আওয়ামিলীগার। আমার অফিসে ও বেশ ক'জন বাঙালী কাজ করে, তবে তারা কেউ আওয়ামিলীগার নয়। তাদের বাড়ি কলকাতা তো ! তাই।

এটা আওয়ামিলীগের চিন্তার বৈকল্য! না কি দূরভিসন্ধি! নিজেদেরকে এ্যালসেশিয়ানের মত "ক্যালকেশিয়ান" ভাবতে এত আনন্দ কিসের?

বিষয়: বিবিধ

১২১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File