টুডে ব্লগে একবছরে ব্লগের 'হ্যা' ব্লগের 'না'
লিখেছেন লিখেছেন গন্ধসুধা ০৩ জানুয়ারি, ২০১৪, ১২:২৪:১২ রাত
আজ থেকে ঠিক বারোমাস আগে ফাতিমা আপুর কাছে খবর পেয়ে টুডেতে রেজিস্ট্রেশন করেছিলাম।সেদিন ব্লগটাকে মনে হয়েছিল মন খারাপ করে এককোনে মুখভার করে বসে থাকা ছোট্ট একটা শিশু!তখনো জানতামনা ঠিক একবছর পরে এটাই হবে সিংহ শার্দুল!যারা একটা বছর ধরে এর সাথে আছেন তারা খুব ভালো করেই জানেন কেন আজ তাকে সিংহের সাথে তুলনা করছি কিন্তু যারা নতুন তাদের জন্য ছোট্ট একটা ব্যাখ্যা..ব্লগ হচ্ছে নিজেকে প্রকাশ করার,নিজেকে যাচাই করার প্লাটফর্ম। জ্ঞানের মাধ্যম হচ্ছে বই আর সেই বই থেকে প্রাপ্ত কনটেক্সে অভিযোজিত হয়ে নিজেকে প্রকাশের প্লাটফর্ম হচ্ছে ব্লগ।কিন্তু টুডে বা টুমরো সেই পরিসর ছাড়িয়েও আজ চলে গেছে বহুদুর!কেন?কারন বর্তমানে বাংলাদেশের ক্রান্তিকাল আর টুডের ভুমিকা!বাংলাদেশের ইতিহাসে ২০১৩ এক রক্তাক্ত বছর!যারা একাত্তর দেথেছেন তাদের সবার মুখে একটা কথা বার বার শুনতে হচ্ছে 'দেখোনিতো একাত্তর,দেখে নাও তের'!ঠিক এমন এক সময় টুডে কিছু মানুষকে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে চিৎকার করে প্রতিবাদ করার সুযোগ দিয়েছে যখন একের পর এক বন্ধ করে দেয়া হয়েছে সত্য প্রকাশী নিউজপেপার,টিভি চ্যানেল!মিডিয়া বলতে আজ আছে জালিমের করতলগত আকাস কে বাতাস আর পাতালকে বেতাল বানানোর দালালবাহিনী!তখন বার বার বটবৃক্ষের মতো নিজের পিঠে আঘাত নিয়ে টুডে এই প্রতিবাদী মানুষগুলোকে আগলে রেখেছে পরম মমতায়! আমি জানিনা নেটজগতে এরকম আর একটাও ব্লগ আছে কিনা!!!আমি আসলে ব্লগের(যেকোন) ইতিবাচক দিকটি নিয়ে লিখতে চাচ্ছিলাম!কিন্তু লিখে ফেলেছি আমার সোনার বাংলাকে রক্তাক্ত বাংলায় পরিনত করতে চায় যারা তাদের বিরুদ্ধে টুডের দেশপ্রেমিক শক্ত অবস্হানের দিকটি!আর ঠিক এই মুহুর্তে (যখন জ্বলছে আমার দেশ)এর চেয়ে সবোর্ত্তম ইতিবাচক দিক আর কি হতে পারে আমি জানিনা!!
এবার আসি ব্লগের নেতিবাচক প্রসঙ্গে।যদিও ব্লগের কথা দিয়ে শুরু করেছি এটা আসলে পুরো নেটজগতের নেতিবাচক দিক!আর ধনাত্নক দিকটি জাতীয় পর্যায়ের হলেও এটা ব্যক্তি পর্যায়ের! মানুষের অনলাইন লাইফটা হচ্ছে শ্যাডো লাইফ!শ্যাডোর যেমন নাক চোখ মুখ কিচ্ছু নেই, কেবলই নিজের অবস্হানকে জানান দেয়া একটি এলেবেলে আকৃতি বৈ কিছু নয় তেমনি প্রত্যেক মানুষের নেটলাইফটাও তাই!তাই শুধুমাত্র এই জীবনটা দেখেই কোন মানুষ সম্পর্কে কোন সিদ্ধান্তে পৌঁছে যাওয়া একটি ধোঁকা ব্যতীত আর কিছুইনা!আর এই ধোঁকায় পড়ার প্রথম স্টেপ হচ্ছে ধারনা!অথচ এখানে এটাই চলে প্রতিনিয়ত!!!কোন মানুষের একটা লেখা বা একটা কমেন্ট দিয়েই তার মা-বাবা-শিক্ষা-পরিবেশ সব তুলে এনে দিব্যি ধোলাই চলে!!অথচ ওই ব্যক্তির জীবনের ৫%ও হয়তো ধোলাইকারী জানেনা!!প্রত্যেক মানুষের মনে রাখা উচিত এ পৃথিবীতে কেউ আরেকজনের ছিদ্রান্বেষন করতে আসেনি,এসেছে নিজের ছিদ্র বন্ধ করতে (যদি সে বিশ্বাসী হয়)!খুব বেশী হলে সে ভুলটুকু ধরিয়ে দিতে পারে,কিন্তু সে ভুলের সূত্র ধরে গল্প ফাঁদতে পারেনা!ধারনা এক মারাত্নক ব্যাধি!!এ ব্যাধি পারস্পরিক সম্পর্ককে ঘুন ধরিয়ে দেয় আর তাকে অন্তঃসারশূন্য করে ফেলে,যে সম্পর্কে ধারনাকারীর নিজের হয়তো কোন ধারনাই নেই!আল্লাহ সুবহানাহু তায়ালা বলেছেন 'হে ঈমানদারগন,বহুঅনুমান থেকে তোমরা বেঁচে থাকো,নিঃসন্দেহে কোন কোন অনুমান হচ্ছে গুনাহ (সুরা হুজুরাতঃ১২)।
রাসুলুল্লাহ (সঃ) বলেন 'তোমরা অনুমান পরিহার কর,কেননা অনুমান হচ্ছে নিকৃষ্টতম মিথ্যা কথা'।(মুত্তাফাকুন আলাইহিঃআবু হুরায়রা রা.)আর বলা বাহুল্য যার উপর মিথ্যা ধারনা করা হয় তার সাময়িক অসুবিধার চেয়েও ধারনাকারী বেশী ক্ষতির মধ্যে থাকে!আমার চোখে এটাই ব্লগের সবচেয়ে খারাপ দিক!
আল্লাহ আমাদের ভালোকে উন্নত করার এবং খারাপকে প্রতিহত করার তৌফিক দান করুন এই কামনায় টুডের কুশীলব,লেখক,পাঠক,দর্শক সবাইকে শুভেচ্ছা।
বিষয়: বিবিধ
২৫৭৩ বার পঠিত, ৬৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আমাদের ভালোকে উন্নত করার এবং খারাপকে প্রতিহত করার তৌফিক দান করুন আমীন ।
অভিজ্ঞ ব্লগারদের সুচিন্তিত লেখাগুলো থেকে অনেক কিছু শিখেছি, শিখছি! ভালো লাগ্লো! শ্যাডো-লাইফটার সবার জন্য দোয়া করবেন...
ভালো কথা... 'শ্যাডো লাইফ' এই নামকরনের ব্যাপারে আপনার মতামত জানতে চাই।ভুল আমারো হতে পারে
আর বারো যুগ আপানার সুন্দর সুন্দর লেখা পড়তে পারি এই কামনা করছি-
অনেক ধন্যবাদ আপু
আপনি বলছিনা আমারক কথা বলছি
আল্লাহ আপনার জ্ঞানকে আরোও বৃদ্ধি করুন।
"আমল করার আগে জ্ঞান অর্জন করা জরুরী"
বারাকাল্লাহু ফিকুম... আল্লাহ আমাদের ও আপনাকে জ্ঞান অর্জন করে সেই জ্ঞান দিয়ে আমল করার তাওফিক দিন আমিন।
কবে যে আমরা চেতনাবাদী হবার আগে মানুষ হব।
টুডের সম্পাদককে অসংখ্য ধন্যবাদ মজলুমদের পাশে থাকার জন্য।
ধন্যবাদ গন্ধসুধা আপুকেও সত্য কথাগুলো চমৎকার ভাবে উপস্থাপনার জন্য।
অনেক ধন্যবাদ আপু
সাহসী কলম এগিয়ে চলুক।
১, ৭১ সাল থেকে ১৩।
২, কুরআন এর প্রাসঙ্গিক আয়াত এর রেফারেন্স।
৩, হাদিস এর বর্ণণাকারি।
৪, পুরো লিখাটা শিক্ষনীয় এবং পজিটিভ নেগেটিভ আবেগ সাহস প্রতিবাদ এর সুন্দর মিশ্রন।
এরকম পোষ্ট অনভিজ্ঞরা যেমন আমি হারিকেন লিখতে পারিনা।
আপনি বা হারিকেন অবশ্যই অনেক ভালো লিখতে পারেন কিন্তু সম্ভবত আমার মতই আপনাদের লেখার আগ্রহ কম:
আপনাদের লেখার অপেক্ষায় আছি
ভালো লাগলো অনেক ধন্যবাদ
হ্যাপী ব্লগ ডে...
আমার চেয়ে অবশ্যই অনেক সুন্দর করে লিখতে পারবে তোমরা কি সুন্দর ঝিকিমিকি গোলাপ কলি সাথে হ্যাপি হ্যাপি শুভেচ্ছা অনেক ধন্যবাদ আপু
মন্তব্য করতে লগইন করুন