বি এন পি কে চাঙ্গাই করবে এই ফোনালাপ

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০১ জানুয়ারি, ২০১৪, ০৮:২০:২৩ সকাল

তারেক রহমান-শমশের মবিন চৌধূরীর ফোনালাপ শুনলাম। শেখ-হাসিনা আর খালেদা জিয়ার ফোনালাপ যেভাবে বুমেরাং হয়েছে এটা ও বুমেরাং হবে। বুঝলাম না আওয়ামিলীগ এখান থেকে কি অর্জন করতে চাইছে। প্রাইভেসী লংঘনের মত বিষয় গুলা নাই বা বললাম! এটাতো আওয়ামিলীগের দলীয় সম্পত্তি! পুলিশ-বিজিবির মত বি টি আর সি'র মত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যখন বিরোধী দল দমনে ব্যবহার করা হয় তখন কি করার থাকে?

ফোনালাপে এমন আহামরি কিছু পেলাম না। বর্তমান রাজনৈতিক পরিস্হিতি নিয়ে ঘরোয়া আলাপে এর চাইতে বেশি ইনফরমেশন থাকে। কিন্তু তারেক রহমানকে আমি মনে হয় একটু অন্যভাবে চিনলাম! তাকে খুবই কনফিডেন্ট মনে হয়েছে এবং মনে হয়েছে চলমান ঘটনাপ্রবাহে তার ভালই নিয়ন্ত্রণ রয়েছে। বি এন পি কে চাঙ্গাই করবে এই ফোনালাপ।

আওয়ামিলীগের মাথায় আসলেই সর্ট-সার্কিট হয়ে রয়েছে

বিষয়: বিবিধ

১৫৬১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

157908
০১ জানুয়ারি ২০১৪ সকাল ১০:২৫
সালাম বাংলাদেশ লিখেছেন : লিংক আছে নাকি? থাকলে দেন।
০১ জানুয়ারি ২০১৪ সকাল ১১:০৬
112643
আবু আশফাক লিখেছেন : সেই ফোনাফলা শুনতে Click this link
157911
০১ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৩১
আবু আশফাক লিখেছেন : সালাম বাংলাদেশ লিখেছেন : লিংক আছে নাকি? থাকলে দেন।
157977
০১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৬
ইসলামের বাংলাদেশ লিখেছেন : জামায়াত দরা খায় নাই। আল্লাহর কসম আওয়ামীলীগ ধরা খাইছে। আপনারা ভারতের নিকৃষ্ট দালালী করছেন। কিন্ত ভারতের কাছে খালেদারও দরকার নাই, হাসিনারও দরকার নাই। তার দরকার বাংলাদেশ। আর যুগে যুগে মিরজাফরদের যে পরিনতি হয়েছে আপনাদেরও সেই পরিনতিই হবে। সব দল কালক্রমে নিশ্চিহ্ন হয়ে যাবে কিন্ত জামায়াতে ইসলামী ঠিকে থাকবে আগের যে কোন সময়ের চাইতে অধিক শক্তিশালী হয়ে।
০১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৪০
112675
ইসলামের বাংলাদেশ লিখেছেন : দুঃখিত এই কমেন্টটি ফেসবুকে লিখতে গিয়ে ভুলক্রমে এখানে লেখা হয়ে গেছে। http://www.banglanews24.com/detailsnews.php?nssl=e5e1a1fb5d8d5f6974cb87828494fa45&nttl=01012014253086
158012
০১ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৭
হতভাগা লিখেছেন : মজিনা-মবিন আজ নাকি বৈঠক করবে ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File