শেখ হাসিনা ও দুইটি গল্প
লিখেছেন লিখেছেন টাংসু ফকীর ০১ জানুয়ারি, ২০১৪, ০৮:০৩:২৯ সকাল
এক.
এক লোক একদিন খুব সকালে ক্ষেতে গিয়েছে হাল-চাষ করার জন্য গরু দুইটা নিয়ে যখন সে ক্ষেতে গেল , তখন সে দেখতে গেল একটি মানুষের কঙ্কাল আর সেই কঙ্কালের মাথার খুলির উপরে লেখা সুন্দর করে, ‘এই সাজাই তোর শেষ সাজা নয় , তোর আরো সাজা আছে এই লেখা দেখে সেই লোকত অবাক!
আরে বলে কি? এইটা হইল একটা কঙ্কাল আর এর মাথায় লেখা ‘এই সাজাই তোর শেষ সাজা নয়, তোর আরো সাজা আছে’ এই মানুষটাত মারা'ই গিয়েছে এর আবার সাজা কি? সে আশ্চর্য হয়ে সে দিনের কাম কাজ বাদ দিয়ে , কঙ্কালের কি আর সাজা হবে এই দেখার প্রত্যাশায়, কঙ্কালকে সযতনে নিয়ে এসে ঘরের মধ্যে ছিকায় তুলে আড়াল করে রেখে দিল আর কতক্ষন পর পর সে এসে দেখে যায় যে ,এর আর কি সাজা হল? কাউকে কিছু বলল না
যেখানে যাক, সেখান থেকে এসে সে বারবার ঘরে উকি দিয়ে দেখে যে সেই কঙ্কালের আর কি সাজা হল এই রকম ভাব দেখে তার স্ত্রী গভীর চিন্তায় পড়ে গেল আরে ঘটনা কি? পোলার বাপের হইল কি? কাম কাজে মন নেই খালি ঘুরে ফিরে এসে ঘরের মধ্যে উকি-ঝুকি মারছে ঘটনা কি? সেই লোকের বউ এই ঘটনার মর্মার্থ উদ্ধার করার জন্য চেষ্টায় মত্ত হল সে তার স্বামীর সকল কর্মকান্ডে সজাগ দৃষ্টি রাখতে সচেষ্ট হল
আরেকবার যখন সেই লোক ডানে বায়ে তাকিয়ে, লুকিয়ে চুকিয়ে ঘরের ভেতর প্রবেশ করে ছিকায় রাখা খুলি দেখতে গেল, তখন তার বউ পিছে পিছে গেল লুকিয়ে লুকিয়ে আর দেখতে পেল যে তার স্বামী ধানের গোলার উপর ছিকায় কি যেন দেখছে! তার স্বামী চলে গেলে ,সে যেয়ে দেখে -ছিকার মধ্যে একটি মানুষের মাথার খুলি আরে কি ব্যাপার ? খুলি এখানে কেন? আর বার বার তার স্বামী এটা দেখে যায় কেন? আর খুলিইবা এখানে এনেছে কেন? এর জন্য তার স্বাভাবিক কাজ কর্ম ব্যহত হচ্ছে কোন কাজ কামই মনোযোগ দিয়ে করতে পারছে না, হল কি এই লোকটার? যাক বাবা এই আপদ দূর করতে হবে এই না ভেবে বেচারী বউ সেই খুলি নিয়ে যেয়ে ঢেকির মধ্যে কুটে কুড়ে, ছাতু বানিয়ে বাড়ীর পিছনে ময়লা ফেলার জায়গায় ফেলে দিয়ে আসল
পরের বার যখন তার স্বামী সেই খুলি দেখতে গেল, আর যেয়ে দেখে যে সেই খুলি সেখানে নেই তখন তার মাথাত চড়ক গাছ, আরে খুলি গেল কই?
এই যে শুনছ? কই গেলে গো আবুর মা?
কি হয়েছে গো আবুর বাপ?
এখানে যে একটা খুলি রেখেছিলাম সেটা গেল কই?
আর খুলি? তুমি এই ছাতার মাতাটারে নিয়ে আজ কয় দিন ধরে যা করছ তা আর বলব কি? তাই আমি এইটারে নিয়ে ঢেকির মধ্যে কুটিকুটি করে ছাতু বানিয়ে ময়লা ফেলার জায়গায় ফেলে দিয়েছি
এই যে পাইছি, চিৎকার দিয়ে আবুর বাপ বলল কথা সত্য সাজা তোর এইবার হইছে ঠিক মত তোর কপালে লেখা ছিল যে, এই সাজাই তোর শেষ সাজা নয়, তোর আরো সাজা আছে সাজা তোর পরিপূর্ণ হয়েছে সম্মানীত পাঠক আপনারা চিন্তা করুন এই ঘটনার সাথে আমাদের হাসিনা আপার কি মিল দেখতে পাচ্ছেন?
দুই.
এক দিন ,এক লোক খুব হন্ত দন্ত হয়ে গেল এক হুজুরের কাছে
বলল, হুজুর আমাকে দোয়া করবেন যেন আল্লাহ আমাকে হেদায়েত করেন
কেন কি হয়েছে? হুজুর বলল,
আমার বউ মারা গিয়েছে হুজুর বললেন আচ্ছা ঠিক আছে যাও দোয়া করব ইনশাল্লাহ
এর কয়েক দিন পরে আবার হন্ত দন্ত হয়ে সেই লোকই সেই হুজুরের কাছে উপস্থিত এইবার হুজুর বলল আবার কি?
হুজুর আমার জন্য দোয়া করবেন? আল্লাহ যেন আমাকে হেদায়েত করে
কেন কি হয়েছে?
আমার সন্তান মারা গেছে
আচ্ছা যাও দোয়া করব ইনশাল্লাহ
এর কয়েক দিন পর আবার হুলুস্থুল করে দৌড়ে হুজুরের কাছে যেয়ে হাজির সেই লোক
হুজুর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন , আল্লাহ যেন আমাকে হেদায়েত করে
কেন কি হয়েছে?
আমার কিডনি নষ্ট হয়ে গেছে
এইবার হুজুরএকটা লাঠি নিয়ে তাকে দিল দৌড়ানি হালার পুত হিয়ালের বাচ্চা তুই এখনো হেদায়েত হইছিসনা , তোর বউ মরছে, সন্তান মরছে, নিজের কিডনি নষ্ট হইছে, এখনো তুই হেদায়েত হসনি আজকে আমিই তরে হেদায়েত করব দাড়া আজকে তোর একদিন কি আমার যত দিন লাগে
সম্মানীত পাঠক আমাদের বুবুজানের সাথে কি কোন মিল পেলেন?
বিষয়: বিবিধ
১৯৭২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন