সজীব ওয়াজেদ জয় Vs তারেক রহমান

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০১ জানুয়ারি, ২০১৪, ০৮:৩৮:০৩ সকাল

যারা মনে করছে ভবিষ্যতে সজীব ওয়াজেদ জয় তারেক রহমানের বিপরীতে আওয়ামিলীগের নেতৃত্ব দেবে তাদের বিনীত ভাবে বলছি দয়া করে তারেক রহমান -শমশের মবিন চৌধূরীর ফাঁস হওয়া ফোনালাপটির সাথে জয়ের "আমার কাছে তথ্য আছে, আমার কাছে সংখ্যা আছে, আওয়ামিলীগ আবার ক্ষমতায় আসবে" অথবা "আমাদের ভয় দেখিয়ে ভয় দেয়া যাবেনা" কৌতুক পূর্ণ ভিডিও গুলা দেখবেন।

ভাই আর যাই হোক, ছাগল দিয়ে হাল-চাষ হয় না!

বিষয়: বিবিধ

১৫৮১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

157921
০১ জানুয়ারি ২০১৪ সকাল ১১:০৬
157973
০১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২৭
158007
০১ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৭
হতভাগা লিখেছেন : চোরের সাথে আইটি এক্সপার্টের তুলনা !
০১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৬
112741
সবুজেরসিড়ি লিখেছেন : পাবলিক এডমিনিস্ট্রেশনে পড়ালেখা শেষে কয়েকটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে আইটি স্পেশালিস্ট। আর নিজের প্রতিবন্ধী সন্তান লালন পালন করে প্রতিবন্ধী বিশেষজ্ঞ। মায়ের আবার রয়েছে দেড় ডজন ডক্টরেট ডিগ্রি। হে হে হে...পুরাই বিজ্ঞানী পরিবার। ভাগ্যিস প্রকৃত বিজ্ঞানী বাবাকে এইসব প্রতিভার বিকাশ দেখতে হচ্ছে না . . .
158014
০১ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪১
আবরণ লিখেছেন : সজীব ওয়াজেদ জয়কে তারেক রহমানের বিপরীতে দাঁড় করালে সজীব ওয়াজেদ জয়ের জামানত বাজেয়াপ্ত হবে এতে কোন সন্দেহ নাই। তবে এ কথার হাতেনাতে ফল পেতে হলে নিরপেক্ষ অবাধ নির্বাচনের ব্যবস্থা করে ঢাকার যে কোন একটি আসন থেকে প্রতিদ্বন্দিতার ব্যবস্থা করা যেতে পারে।
158092
০১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪৬
সবুজেরসিড়ি লিখেছেন : হুম ফোন আলাপ টি শুনলাম তারেককে বলা যেতে পারে রাজনীতিতে পরিপক্ক আর জয় রাজনীতিতে একটা বাচ্চা ছেলে ও কি বল ও নিজেই জানেনা . . .

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File