আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া, করিতে পারি নি চিৎকার...
লিখেছেন লিখেছেন ঈমানের আলো ২৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:০৯:১৬ রাত
আজ সেই ভয়াল ২৫শে ফেব্রুয়ারী।দেশের সীমানা প্রহরায় অকুতোভয় দামাল ছেলেদেরকে আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারাবদ্ধ নির্ভীক বাংলাদেশ সেনাবাহিনীর সুযোগ্য বীর সেনানীদেরকে সুগভীর এক চক্রান্তের শিকার হতে হয়েছিল।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এটি-ই ছিল এ সরকারের প্রথম ব্যর্থতা।
২০০৯ থেকে ২০১৩ পার হয়েছে অনেক সময়।ট্রায়ালের নামে আরো কিছু বিডিআর জোয়ানকে হাতে পায়ে শেকল পরতে দেখেছি মাত্র।কিন্তু আজো জানা হলো না, কেন সেদিন আমাদের গোয়েন্দা বিভাগ ব্যর্থ হয়েছিল ? কেন একদিন আগে যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত হয়েছিলেন সেখানে এতো বড় ষড়যন্ত্রের আচঁ করতে পারেনি সরকারের গোয়ান্দারা ?
আসল দোষী আর তাদের উদ্দেশ্য আজও উদ্ঘাটন করা হয়নি জাতির কাছে।
জাতির এতোগুলো যোগ্য সন্তান নিজ দেশের সরকারী বাহিনীতে চাকরীরত অবস্থায় নিজ দেশে-ই এ নির্মমতার শিকার হলো কেন? কে দেবে এর উত্তর?
বিষয়: রাজনীতি
১৪১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন