ধর্ষক মুক্ত বাংলাদেশ চাই, ছাত্রলীগ মুক্ত বাংলাদেশ চাই।

লিখেছেন লিখেছেন ঈমানের আলো ০৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:০১:৩৫ রাত

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ দেখিনি শুধু শুনেছি ২লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা।প্রাণপ্রিয় এ দেশকে ভালবাসি খুব বেশী। ভালবাসি এদেশের মাটি ও মানুষকে। দেশকে সকল ষড়যন্ত্রের কবল থেকে রক্ষা করতে তাই জীবন বাজি রাখতে প্রতিজ্ঞা বদ্ধ হই বারবার।

আমরা এদেশের তরুন প্রজন্ম। এদেশকে গড়তে আমরা তৈরী করে নিতে চাই নিজেদেরকে যোগ্যতম করে যাতে বিশ্বের দরবারে গর্বের সাথে উচ্চারিত হয় এদেশের নাম।

কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত সন্ত্রাস, খুন, গুম, হত্যা, ধর্ষন বেড়েই চলেছে। জ্ঞানী-গুণীরা বিভিন্ন মিডিয়া টকশো তে বলছেন ৭১এর রাজাকার আর তার দোসরদেরকে গণহত্যা আর ধর্ষনের দায়ে ফাসিতে ঝুলিয়ে দিলেই এ জাতি দায় মুক্ত হবে।এতেই এদেশ হয়ে উঠবে সোনার বাংলা।

৭১এ কারা আমাদের মা-বোনের ইজ্জত নিয়ে খেলেছে দেখিনি, কিন্তু আজ ছাত্রলীগ নামধারী এরা কাদের দোসর, এরা কারা, যারা নির্বিচারে আমাদের মা-বোনের ইজ্জত নিয়ে খেলছে??? এদেশকে এ ধর্ষকদের হাত থেকে রক্ষা করতে হবে।আমি ধর্ষক মুক্ত বাংলাদেশ চাই, ছাত্রলীগ মুক্ত বাংলাদেশ চাই।

বিষয়: রাজনীতি

১২২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File